Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বন্ধু হবার যোগ্যই আমার “মা”

লিখেছেন: তওহীদুল ইসলাম ভুঁইয়া | তারিখ: ২০/১১/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1656বার পড়া হয়েছে।

গ্রীষ্মের দুপুরের ক্লান্তি রোধন ছায়ার মতন
জীবনের ক্লান্তি রোধনে রয়েছে আমার “মা”

বর্ষণ সন্ধ্যার অনুভূতি প্লাবনের ক্ষণের মতন
সুখ-দুঃখের প্লাবনের সাথী হয়ে আছে “মা”

শরতের বিকেলের মন ছোঁয়া মেঘের মতন
সারাবেলা মন ছুঁয়ে জড়িয়ে থাকে “মা”

পাকা ধানের হাসির দোলায় হারানোর মতন
হৃদয়ের গোপন হাসিতে মিশে থাকে “মা”

রৌদ্রমাখা শীতের সকালে পরশ জাগানোর মতন
স্বপ্ন-জাগরনের পাশে সঙ্গী বসে আছে “মা”

নবপাতার সবুজে চোখ ধাঁধানো বৃক্ষের মতন
প্রতিটি ক্ষণে পরাণটারে বাঁচিয়ে রাখে “মা”

অতুলনীয় ভূবনসেরা বন্ধু হবার যোগ্যই আমার “মা”

১,৭১৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৪৭ টি
সর্বমোট মন্তব্য: ৪৪৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১১-১৯ ০৬:৩৮:৪৯ মিনিটে
Visit তওহীদুল ইসলাম ভুঁইয়া Website.
banner

৯ টি মন্তব্য

  1. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    দারুণ একটি কবিতার মাধ্যমে চলন্তিকায় আগমন করার জন্য অসংখ্য ধন্যবাদ ।
    আশা রাখি নিয়মিত লিখবেন এবং অন্যের লেখা পড়বেন ।

  2. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    স্বাগতম,
    মা দিয়ে সুন্দর শুরু।
    অনেক ভাল লাগা।

  3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    মায়ের মতো ভাল আর কে আছে।

  4. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    বেশ ভাল লেগেছে আপনার কবিতা–মায়ের তুলনা কেবল মা’ই হতে পারে।ধন্যবাদ।

  5. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    একজন মানুষের প্রথম এবং সবচেয়ে আপন বন্ধু হল তার মা।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top