নোটিশ
বন্ধু হবার যোগ্যই আমার “মা”
এই লেখাটি ইতিমধ্যে 1656বার পড়া হয়েছে।
গ্রীষ্মের দুপুরের ক্লান্তি রোধন ছায়ার মতন
জীবনের ক্লান্তি রোধনে রয়েছে আমার “মা”
বর্ষণ সন্ধ্যার অনুভূতি প্লাবনের ক্ষণের মতন
সুখ-দুঃখের প্লাবনের সাথী হয়ে আছে “মা”
শরতের বিকেলের মন ছোঁয়া মেঘের মতন
সারাবেলা মন ছুঁয়ে জড়িয়ে থাকে “মা”
পাকা ধানের হাসির দোলায় হারানোর মতন
হৃদয়ের গোপন হাসিতে মিশে থাকে “মা”
রৌদ্রমাখা শীতের সকালে পরশ জাগানোর মতন
স্বপ্ন-জাগরনের পাশে সঙ্গী বসে আছে “মা”
নবপাতার সবুজে চোখ ধাঁধানো বৃক্ষের মতন
প্রতিটি ক্ষণে পরাণটারে বাঁচিয়ে রাখে “মা”
অতুলনীয় ভূবনসেরা বন্ধু হবার যোগ্যই আমার “মা”
১,৭১৮ বার পড়া হয়েছে
দারুণ একটি কবিতার মাধ্যমে চলন্তিকায় আগমন করার জন্য অসংখ্য ধন্যবাদ ।
আশা রাখি নিয়মিত লিখবেন এবং অন্যের লেখা পড়বেন ।
অনেক ধন্যবাদ।
স্বাগতম,
মা দিয়ে সুন্দর শুরু।
অনেক ভাল লাগা।
বাবা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন তাই এখন মা ই আমার সকল কিছু। সামনে বাবাহীন দিন নিয়ে একটা লেখার চেষ্টা করবো।
মায়ের মতো ভাল আর কে আছে।
অন্তর থেকে মাকে নিয়ে লিখেছি তাই হয়তো বা আপনাদের ও মনে ধরেছে।
বেশ ভাল লেগেছে আপনার কবিতা–মায়ের তুলনা কেবল মা’ই হতে পারে।ধন্যবাদ।
ঠিক তাই।
একজন মানুষের প্রথম এবং সবচেয়ে আপন বন্ধু হল তার মা।