Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বর্ষাপরী

লিখেছেন: দীপঙ্কর বেরা | তারিখ: ০৭/০৭/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1425বার পড়া হয়েছে।

আসছে বর্ষা আসবে বর্ষা
যাবে বর্ষা চলে
কত কাহিনীর হৃদয়ে সে
বৃষ্টি্র ফোঁটা ফেলে ,
সেই ফোঁটাতে দুঃখ ভিজে
ভাসে সুখী তরী
আকাশ জুড়ে নৃত্য করে
ঐ যে বর্ষাপরী ।
-০-০-০

১,৪৪১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
বাংলা ভাষাকে আমি খুব ভালোবাসি । আসুন সবাই বাংলা খুব পড়ি আর লিখি শিখি ।
সর্বমোট পোস্ট: ৩৫০ টি
সর্বমোট মন্তব্য: ৪১৭৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৬-১১ ১৫:১৮:২২ মিনিটে
banner

১০ টি মন্তব্য

  1. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

    চমৎকার।

  2. আরজু মূন মন্তব্যে বলেছেন:

    সেই ফোঁটাতে দুঃখ ভিজে
    ভাসে সুখী তরী
    আকাশ জুড়ে নৃত্য করে
    ঐ যে বর্ষাপরী ।

    বাহ ! চমত্কার মিনি কবিতা । অনেক শুভেচ্ছা রইল । ভাল থাকবেন।

  3. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

    সুন্দর।

  4. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।
    খুবভাল থাকবেন ।

  5. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    আসছে বর্ষা আসবে বর্ষা
    যাবে বর্ষা চলে
    কভু বর্ষা দাগ কেটে যায়
    মনের আঁচলে।

  6. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    খু্বই ভালো
    fine

    ভালো লাগলো পড়ে ,,,,,,,,,,,,,,,,,,,
    শূভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top