নোটিশ
বল-না তুই বল-না
এই লেখাটি ইতিমধ্যে 1565বার পড়া হয়েছে।
বল-না তুই বল-না
আমি কি তোর হাতের খেলনা
যখন ইচ্ছে বুকে টানিস
ইচ্ছে হলে ছুঁড়ে মারিস।
বল-না তুই বল-না
আমি কি তোর চোখের জল
যখন ইচ্ছে ঝরে পরিস
দুঃখ দিয়ে অশ্রু ঝরিস।
বল-না তুই বল-না
আমি কি তোর লেখার কাগজ
যখন ইচ্ছে লেখতে বসিছ
ইচ্ছে হলে ছিরে ফেলিস।
বল-না তুই বল-না
আমি কি তোর ঘুড়ির নাটাই
যখন ইচ্ছে উড়াতে থাকিস
ইচ্ছে হলে ছিরে ফেলিস।
বল-না তুই বল-না
আমি কি তোর হাতের লাটিম
ইচ্ছে মতো ঘুরাতে থাকিস
যখন ইচ্ছে ভেঙে ফেলিস।
১,৫৪৬ বার পড়া হয়েছে
চিন্তার বিষয় :-/ এভাবে কেউ কাউকে নিয়ে ছিনিমিনি খেলে ?
মানুষই মানুষকে নিয়ে ছিনিমিনি খেলে……
বেশ ভাবনার কথামালা
দারুণ
ধন্যবাদ দাদা।
হ মিলি আপা কথা সত্য।
হতচ্ছারির বারোটা বাজামু নাম কন তার
তবে লেখা সুন্দর হইছে।
হতচ্ছারি না হয়ে হতচ্ছারা ও হতে পারে ……lol
আমি কিন্তু উল্লেখ করিনি……।।
অনেক ধন্যবাদ আপু
শুভেচ্ছা জানবেন।
বা- রে ! কবি দিন দিন এমন রোম্যান্টিক হচ্ছে আর এই রোম্যান্টিক কবিকে নিয়েই কি-না এমন ছিনিমিনি খেলা ! 😛 দেখি কিছু করা যায় কি-না !
সুন্দর লিখেছেন । শুভেচ্ছা নিন ।
সুন্দর লিখা মুগ্ধকর