বাংলা ওয়াশ
এই লেখাটি ইতিমধ্যে 1636বার পড়া হয়েছে।
জাত চেনালেন জাত,
নতুন করে মাশরাফিরা জাত চেনালেন জাত ।
৭১এ ছিলা যারা পরাজিত,
আজো হল মোদের নিকট পরাভূত ।
এমন হারে মিত্র ওদের কেঁদে কাটায় রাত,
জাত চেনালেন জাত,
নতুন করে মাশরাফিরা জাত চেনালেন জাত।
বন্ধু হতে চাই মোরা, বন্ধু ভালবাসি,
ঘৃণা করি তাদের, যারা বাংলার সর্বনাশী,
সর্বনাশীর আঘাতের করি প্রত্যাঘাত
জাত চেনালেন জাত,
নতুন করে মাশরাফিরা জাত চেনালেন জাত।
কেউ বলে হোইয়াইট ওয়াশ, কেউ বলে বাংলা ওয়াশ,
আমরা বলি স্বর্গবাস, ওরা বলে সর্বনাশ,
মধুর-ঘাতে, বিশ্ব জানবে, আমরা কেমন জাত?
জাত চেনালেন জাত,
নতুন করে মাশরাফিরা জাত চেনালেন জাত।
এমন একটা সময় ছিল,
জিতবে ওরা, হারবে শুধু বাংলাদেশ,
মাশরাফিরা স্বপ্ন এঁকে দিল,
এখন শুধু জেতার পালা, গড়বো সোনার দেশ,
অবাক হয়ে দেখবে বিশ্ব, আমরা বীরের জাত।
জাত চেনালেন জাত,
নতুন করে মাশরাফিরা জাত চেনালেন জাত।
৭১ এর শত্রুরা হুশিয়ার সাবধান,
সময় আছে , বাদ দিয়ে দাও ভারত-পাকিস্থান,
নইলে কিন্তু বাংলা ওয়াশ, করবে তোমায় কাত,
জাত চেনালেন জাত,
নতুন করে মাশরাফিরা জাত চেনালেন জাত।
এসো সবাই শপথ করি, এসো হাতে হাত ধরি,
এসো সোনার বাংলা গড়ি, এসো জয়ের মালা পরি,
সোনার বাংলা গড়বো মোরা হাতে রেখে হাত।
জাত চেনালেন জাত,
নতুন করে মাশরাফিরা জাত চেনালেন জাত।
১,৬০৩ বার পড়া হয়েছে
খুব সুন্দর একটি কবিতা। অন্তমিলা ছন্দ সবই আছে । ভালো লাগলো আপনার কবিতা ।
বাঙ্গালীরা বারেবারে বাংলা ওয়াশ ই করবে সে আশা মনে
সো নাইস
বেশ ভাল লাগল কবি।
শুভেচ্ছা নিন।
খুব সুন্দর লিখা …… অনেক ভাল লাগলো
বাংলা ডিকশনারিতে নতুন শব্দ হিসেবে “বাংলাওয়াস” যুক্ত করা হোক
শুভেচ্ছা নিন
জাত চেনালেন জাত,
নতুন করে মাশরাফিরা জাত চেনালেন জাত।
সত্যিই তাই, পুরো বিশ্ব তাকিয়ে দেখেছে- বাংলার বাঘের থাবা কেমন ভয়ংকর !
কবিতা ভালো লাগলো ।
দারুন