Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বাগিচার বুলবুল

লিখেছেন: মিলন বনিক | তারিখ: ২৭/০৮/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1739বার পড়া হয়েছে।

বাগিচার বুলবুল
মিলন বনিক

আঁধারের দীপশিখা
পথ ভোলা নজরুল,
গানে আর কবিতায়
বাগিচার বুলবুল।
বিদ্রোহী নটরাজ
নেই কোন ক্লান্তি,
সাম্যের জয়গানে
মনে জাগে শান্তি।
দ্বিধা ভয় করে জয়
বিদ্রোহী সেনা বীর,
মানুষের কল্যাণে
নত নাহি করে শির।
—————–

১,৭১০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
একজন চাকরিজীবি। অবসরে লেখালেখি। সামাজিক দায়বদ্ধতাও আছে অনেকটা। তারই মধ্যে কিছু বিচ্ছিন্ন ভাবনার যোগফল এই প্রচেষ্টা। ভ্রমন, বই পড়া, গান শোনা প্রিয় শখগুলোর অন্যতম। আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ, গঠনমূলক সমালোচনা সবই মন্তব্য হিসাবে পেতে ভালো লাগে। মন্তব্য পেলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো অনেক বেশী।
সর্বমোট পোস্ট: ৭০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯১ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৫-২৮ ০৩:৪৬:৩৪ মিনিটে
banner

৮ টি মন্তব্য

  1. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    খু-উ-ব ভাল লাগল ছড়াটি । শুভ কামনা ।

  2. আহমেদ রব্বানী মন্তব্যে বলেছেন:

    বাহ!খুব ভাল লাগল।

  3. ছাইফুল হুদা ছিদ্দিকী মন্তব্যে বলেছেন:

    দ্বিধা ভয় করে জয়
    বিদ্রোহী সেনা বীর,
    মানুষের কল্যাণে
    নত নাহি করে শির।

    চির উন্নত মম শির। ধন্যবাদ। ভালো লাগা রইল।

  4. সোহেল আহমেদ পরান মন্তব্যে বলেছেন:

    কবির জন্য ভালোবাসা
    কবির জন্য শ্রদ্ধা…

  5. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

    ভাল লাগল

  6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    আমার প্রিয় কবির জন্য লিখা অনেক ভাল লাগল।

  7. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    কবির প্রতি অনাবিল শ্রদ্ধা ।

  8. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

    অনেক ভাল লাগল।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top