Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বাবার জন্য ভালবাসা

লিখেছেন: রফিক আল জায়েদ | তারিখ: ১০/০৬/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1908বার পড়া হয়েছে।

লিখব না আর বাবার জন্য
নতুন কোন কবিতা
আঁকব না আর শিল্পী হয়ে
তোমার প্রিয় ছবিটা।
ভাবব না আর তোমায় নিয়ে
একলা বসে আমি
তাঁর সকাশে করব দোয়া
যিনি অন্তর্জামী।
সকাল হলে ডাকবে না আর
লক্ষ্মি বাবা বলে
থাকবে না আর পাশে বসে একটু
অসুখ হলে।
কাঁদব না আর তোমার জন্য
একটু দূরে গেলে
হাসব না আর তোমার হাতের
স্নেহের ছোঁয়া পেলে।
দূর হতে আর দেখব না
তোমার চোখের পানি
উজার করে কেঁদে নেব
দেখবে না কেউ জানি।
আম্মুকে আর বকবে নাতো
আমায় আদর করে
মামনি আর চুমবে না
মোর কপালের পড়ে।
বায়না করে বলব না
নতুন জামার কথা
ভাবতেই এখন বুকের মাঝে
লাগে কেমন ব্যথা!
আমি তোমার হৃদয় জুড়ে
একটা বোকা ছেলে
আচ্ছা করে বকব তোমায়
এবার বাড়ী এলে।

২,০৫০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি বিখ্যাত কোন লেখক নই। সখের বশে কিবোর্ড স্পর্শ করি। আর সখের বশে কখনও লেখক, কবি, গল্পকার, কখনও আরও অনেক কিছু..... প্রিয় ব্যাক্তিত্ব: হযরত মুহাম্মাদ (সা.) যাদের লেখা ভাল লাগে কবি: মুহিব খান লেখক: তামীম রায়হান, সালাহউদ্দীন জাহাঙ্গীর, ভালবাসি মা মাটি ও মানুষকে....
সর্বমোট পোস্ট: ২৭ টি
সর্বমোট মন্তব্য: ১৭৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-০৯ ১৬:২৭:৪৭ মিনিটে
banner

২১ টি মন্তব্য

  1. পৃথিবী জূড়ে স্বপ্ন মন্তব্যে বলেছেন:

    বাবাকে নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন।

  2. আজিম হোসেন আকাশ মন্তব্যে বলেছেন:

    খুব ভাল লাগল।

  3. মুহাম্মদ আনোয়ারুল হক খান মন্তব্যে বলেছেন:

    কবিতাটি সুন্দর হয়েছে। মন খারাপও লাগছে।

  4. গৌমূমোকৃঈ মন্তব্যে বলেছেন:

    বেশ ভাল লাগল।

  5. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    খুব ভাল লাগল।

  6. সুমাইয়া বরকতউল্লাহ্ মন্তব্যে বলেছেন:

    Darun!!
    aro likho kinto vaea. Thanks.

  7. রফিক আল জায়েদ মন্তব্যে বলেছেন:

    দেখি লিখতে পারি কিনা!
    ধন্যবাদ, ভাল থাকবেন।

  8. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

    সুন্দর হৃদয়ছোঁয়া কবিতা….খুব ভালো লাগল……

  9. রফিক আল জায়েদ মন্তব্যে বলেছেন:

    আপনাকে এখানেও পেয়ে ভাল লাগছে। ধন্যবাদ।

  10. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

    কবিতা,ছড়া না দিয়ে যে কোন একটি দিলে ভাল হত। তবে সুন্দর হয়েছে।

  11. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    পিতামাতার প্রতি সন্তানের স্নেহ-ভালাবাসা,আবদার,অভিমান খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে আপনার ছড়ায়।

  12. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    তাপস কাকার সনে একমত ।

  13. আরজু মন্তব্যে বলেছেন:

    কাঁদব না আর তোমার জন্য
    একটু দূরে গেলে
    হাসব না আর তোমার হাতের
    স্নেহের ছোঁয়া পেলে।
    দূর হতে আর দেখব না

    হৃদয়স্পর্শী কবিতা।মনটা বিষন্ন হয়ে গেল।বাবাকে নিয়ে লেখা সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।শুভকামনা।

  14. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    বাবাকে নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন।

  15. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    আমি তোমার হৃদয় জুড়ে
    একটা বোকা ছেলে
    আচ্ছা করে বকব তোমায়
    এবার বাড়ী এলে।

    অসাধারণ লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top