বিবাহবার্ষিকী
এই লেখাটি ইতিমধ্যে 1549বার পড়া হয়েছে।
মস্ত বড় পুকুর ঘাট
তারই পাশে বাড়ি,
থাকে সবাই আটসাঁট
জনম জনম ধরি।
সেই বাড়ির ছোট্ট মেয়ে
পরীর দেশের রানী,
দুদিন বাদে তারই বিয়ে
বাতাসে তার ধ্বনি।
বরপক্ষ আসলো সেজে
সানাই কেমন বাজে,
বিয়ে হলো নিয়েও গেলো
পালকিতে বউ চড়ালো।
এই বুঝি শুরু হলো
ছোট্ট মেয়েটির যুদ্ধ,
সংসারের ভার এবার পড়লো
আরাম আয়েশের পথ রুদ্ধ।
সারাদিন কাজের খাটুনি
এই ঐ করে,
এক সেকেন্ডের নাই বিরতি
অযত্ন এমনই চলে।
আদরের দুলালী সে
থাকে কেমন করে,
একা একা সবার ভীড়ে
নানান কাজে ভেসে।
বর সে যে বিলেত থাকে
দেশ আর দশের কাজে,
ছুটি হলে ফিরে আসে
আপন মানুষের মাঝে।
এভাবেই চলছে দাম্পত্য
দূর অদূরের বিভেদ,
বর, বউয়ের সম্পর্ক সত্য
বাস্তবতাটাই শুধু অভেদ।
কিছু কাল পর হয়তো
আসল সংসার হলো,
কাজের ভীড় এবার হয়তো
কিছুটা হলেও ফুরালো।
অভাব কতো সমস্যা যত
কেউ ভাঙেনি ঘর,
খোদার পানেই চেয়ে রইতো
সে যে নয় আর পর।
চলছে সংসারটি আজ অবধি
উনত্রিশটি বছর জুড়ে,
ষোলই ডিসেম্বরের বিজয় বেদী
তাদের শুভেচ্ছাও করে।।
১,৫০৯ বার পড়া হয়েছে
কবিতা অনেক ভাল লাগল। শুভকামনা
কবিতা ভালো হয়েছে , কিন্তু আমার মনে হয় এখানে ছন্দ মিল নেই দেখুন ___
আদরের দুলালী সে
থাকে কেমন করে,
একা একা সবার ভীড়ে
নানান কাজে ভেসে।
কবিতায় বক্তব্য পরিস্কার হয় নাই।
কি বোঝাতে চেয়েছেন তা খোলাসা হয় নাই।