নোটিশ
বৃত্ত নিথর
এই লেখাটি ইতিমধ্যে 1477বার পড়া হয়েছে।
বৃত্তের বাহিরে থেকে বৃত্ত এঁকেছি,
হিমালয়ের পাশে থেকে চূঁড়া দেখেছি,
হৃদয়ের কাছে থেকে অনুভূতি ছুঁয়েছি,
এতকাল পড়ে এসেও বলা হয়নি কতটা ভালোবেসেছি।
কুয়াশার রাতে বসে একা জোৎস্না দেখেছি,
শিশিরের পথে বকুল ঝরা ছুঁয়েছি,
নিরবে একা বসে ক্রন্দন গীত গেয়েছি,
হয়নি জানা কবেই তোমার ছবি মনের ক্যানভাসে তুলেছি।
মন বলে আজ কেন মন উদাসী?
তোমার স্মৃতি আজো কেন সর্বগ্রাসী?
চলে গিয়ে তবু কেন স্মৃতি প্রেয়সী?
আমিহীনা আজ তাই তুমি মহিয়সী।
কথার জলে সময় বয়ে যায়,
চোখের জলে বেদনা সহে যায়,
স্মৃতির বলে সুখ কেঁদে ধায়,
তুমিহীনা আজ তাই রজনী নিথর হায়।
১,৫০৮ বার পড়া হয়েছে
Tags: বৃত্ত নিথর
বৃত্তের বাহিরে থেকে বৃত্ত এঁকেছি,
হিমালয়ের পাশে থেকে চূঁড়া দেখেছি,
হৃদয়ের কাছে থেকে অনুভূতি ছুঁয়েছি,
সুন্দর কথামালা । ভাল লাগল । শুভ কামনা ।
অনেক ধন্যবাদ।
বিরহ কথামালা ভিন্নরুপে প্রস্ফুটিত হয়েছে কাব্যে । শব্দ ছন্দ সব মিলিয়ে ভাল হয়েছে ।
ধন্য হলাম।
লেখা ভালো লাগলে তাতে মন্তব্য করতেও ভালো লাগে।তখন আমার আঙ্গুল টাইপ করতে না চাইলেও আমার মন বাধ্য করে টাইপ করতে।কারণ লেখাটা মন’এর ভাল লেগেছে।
চরম প্রশংসা করতে জানেন ভাষার মারপ্যাচে। অনেক ধন্যবাদ চরম মন্তব্যের জন্য।
লেখা ভালো লাগলে তাতে মন্তব্য করতেও ভালো লাগে।তখন আমার আঙ্গুল টাইপ করতে না চাইলেও আমার মন বাধ্য করে টাইপ করতে।কারণ লেখাটা মন’এর ভাল লেগেছে।
হ্যা আমি নোমান ভাইয়ের সাথে একমত তৌহিদ।লেখা ভাল লাগলে স্বতস্ফূর্তভাবে কমেন্টস চলে আসে।
কবিতার প্রথম প্যারা অসাধারন হয়েছে।
বৃত্তের বাহিরে থেকে বৃত্ত এঁকেছি,
হিমালয়ের পাশে থেকে চূঁড়া দেখেছি,
হৃদয়ের কাছে থেকে অনুভূতি ছুঁয়েছি,
এতকাল পড়ে এসেও বলা হয়নি কতটা ভালোবেসেছি।
ধন্যাবাদ আপনাকে।
চমৎকার কবিতা। অনেক ভাল লাগা
কাব্যের ছন্দের দোলায় বেশ মুগ্ধ হলেম
বেশ সুন্দর ভাবনা র প্রয়াস