বৈশাখ তুমি অতপর:
এই লেখাটি ইতিমধ্যে 1318বার পড়া হয়েছে।
বৈশাখ আসে বাংলার ঘরে আনন্দ উচ্ছাসে
মনের গহীনে নব চেতনে অফুরান উল্লাসে।
বৈশাখ মানে বুক ভরা প্রেম হৃদয় ভালবাসা,
মাতাল হাওয়ায় মনের কোনে নতুন সুখের আশা।
বৈশাখ আনে উড়ন্ত পালকে এক ঝলক বৃষ্টি
সবুজ ঘাসের সতেজ প্রাণে সবার কারে দৃষ্টি ।
বৈশাখ এলে বাংলার নারী খোপায় গোজে ফুল
অঙ্গে শাড়ি রঙ্গিন চুড়ি কানে বাহারি দুল।
দুপুর বেলার রান্না ভাতে রাতে মিলায় পানি,
সকাল বেলা সেই ভাতকে পান্তা বলেন নানী।
কুঁড়ের ঘরে মাটির হাড়ি মাটির থালায় ভাত
বৈশাখে মাসে কত মজা ইলিশ পান্তা ভাত।
কাউকে দেখি পান্ত খোঁজে বটতলাতে গিয়ে
ইলিশ মাছের কাঁটা ছাড়ায় কাঁটাচামচ দিয়ে।
তপ্ত রোদে ক্লান্ত হয়ে ঢুকে এসির ঘরে
শাড়ি ছেড়ে সে জন আবার টিশার্ট গায়ে পড়ে।
বটতলার ঐ বাউলগানে একতারটা হাতে
আবার দেখি ডিসকো নাচে গভীর মধ্য রাতে।
বৈশাখ মাসে উষ্মবাতাস শীতল পানে ধায়,
নীলাকাশে মেঘের ঘর্ষণ বজ্রপাত ঘটায়।
বিজলী চমক হঠাৎ আলো ভূবন আলোকময়,
ঝর ঝরিয়ে বৃষ্টি ফোটা শীতল লোকালয়।
গরম ছুটে শীতল পানে মিলন ঘটে যায়,
কোন সে ক্ষণে আপন মনে নয়ন জল গড়ায়।
লাল আভাতে জ্বলে উঠুক মনের প্রদীপ খানি
মিলন হলে বিচ্ছেদ আছে সবাই আমরা জানি।
দুখের পরে সুখ যে আছে দিনের পরে রাত
তখন হবে হৃদকম্পন হাতের মিলন হাত।
বন বনানী বৃক্ষরাজি নতুন পাতা শাখে,
সকল প্রাণে নতুন আমেজ ১লা বৈশাখে।
১,৩২৮ বার পড়া হয়েছে
• নামঃ মোঃ মালেক জোমাদ্দার
• জন্মঃ ১লা সেপ্টেম্বর ১৯৭৩ইং
• পিতাঃ মোঃ আলতাফ হোসেন জোমাদ্দার (মরহুম)
• মাতাঃ মিসেস লাল বানু (মরহুমা)
• জন্ম স্থানঃ গ্রামঃ কলাগাছিয়া, পোষ্টঃ সুন্দ্রাকালিকাপুর,থানাঃ মির্জাগঞ্জ, জেলাঃ পটুয়াখালী।
• বর্তমান বসবাস ঃ বাড়ি-০২,রোড-০৪,সেক্টর-০৭ নং, উত্তরা, ঢাকা-১২৩০, বাংলাদেশ।
• শিক্ষাঃ এল.এল. বি ১ম পার্ট/ এম. বি. এ(৪র্থ সেমিস্টার) এম.এস.এস ( সমাজকল্যাণ ) কৃ্তিত্বের সাথে উত্তীর্ণ ।
• পেশাঃ দেশী-বিদেশী প্রতিষ্ঠানে উচ্চপদে কাজ করেছি । বর্তমানে – ব্যাবস্থাপনা পরিচালক –এশিয়া মার্ট্,ঢাকা।
• লেখা লেখিঃ শুরু ৬ষ্ঠ শ্রেণি থেকে । স্বরচিত কবিতা পাঠে প্রথম হওয়ার মাধ্যমে লেখার অনুপ্রেরণা । ছাত্র জীবনে স্কুল-কলেজ “সাহিত্য সাময়িকীতে” স্বক্রিয় অংশগ্রহণ করেছি।
• চিঠি পত্র কলামে লিখতাম ঃ ইত্তেফাক ও ইনকিলাব পত্রিকায়। প্রথম আলো ব্লগ, বন্ধুসভা, জলছবিতাতায়ন, চলন্তিকা,ঘুড়ি ব্লগ, বাংলা কবিতা, অন্যপ্রকাশ পরিচালিত-গল্প কবিতা সহ আরো বেশ কিছু অনলাইন সংবাদ মাধ্যমে লেখার প্রয়াস চালাচ্ছি।
পুরুষ্কারঃ নক্ষত্র ব্লগ আয়োজিত মহান স্বাধীনতা দিবস লেখা প্রতিযোগিতায়’২০১৪ সেরা লেখক(সমালোচক বিভাগে) পুরষ্কৃত হই।
• সামাজিক সংগঠন এর সাথে যুক্তঃ
সহ-সভাপতি(জাতীয় কমিটি)- বাংলাদেশ কবি পরিষদ (বাকপ),
আজীবন সদস্য - বাংলাদেশ ইয়ং ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি শাহবাগ, ঢাকা।
সদস্য- মির্জাগঞ্জ থানা কল্যাণ সমিতি, ঢাকা ।
আজীবন সদস্য- ৭ নং সেক্টর কল্যাণ সমিতি, উত্তরা, ঢাকা।
আজীবন সদস্য- ৭ নং সেক্টর মসজিদ কমিটি,উত্তরা,ঢাকা।
কিছু কথাঃ যাদের কারণে পৃথিবীতে আগমন তারা হলেন আমার প্রিয় মা-বাবা।।মহান সৃষ্টিকর্তার পরেই তাঁদের স্থান। তাঁদের পরম মমতায়ই বেড়ে উঠতে পেড়েছি।মানুষ হিসেবে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন তারা। তাঁদের কাছে আমি চিরকৃ্তজ্ঞ। প্রকৃতির গাছপালা,পশুপাখি,নদ-নদীর প্রানীকূল আমাকে খুব টানে । দেশ, মা, এবং দেশের প্রতিটি ধূলিকণাই আমার কাছে প্রিয় ।আকাশ, পানি,মাটি, বাতাস, চাঁদ-সূর্য্ ভালো-মানুষ, খারাপ-মানুষ সবাই আমার কবিতার উৎসাহ দাতা । অর্থের পিছনে ছুটিনা, সৃষ্টিকর্তা যা দেন তাতেই খুশি। সাদামাটা জীবন আমি উপভোগ করি।
প্রকাশিতব্য ডিসেম্বর '১৪ বই সমূহ ঃ কাব্য গ্রন্থ - ভালোবাসার বৃষ্টি, গল্প গ্রন্থ - নারী এবং ।
সর্বমোট পোস্ট: ১৩৪ টি
সর্বমোট মন্তব্য: ৩৩২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৩ ০৮:৪৯:১৪ মিনিটে
Visit
মো: মালেক জোমাদ্দার Website.
বৈশাখ আসে বাংলার ঘরে আনন্দ উচ্ছাসে
মনের গহীনে নব চেতনে অফুরান উল্লাসে।
বৈশাখ মানে বুক ভরা প্রেম হৃদয় ভালবাসা,
মাতাল হাওয়ায় মনের কোনে নতুন সুখের আশা।
সুন্দর বৈশাখের মেসেজ্।সুন্দর বৈশাখী কবিতা।ধন্যবাদ মালেক ভাই।ভাল থাকবেন।
ভালো লাগা জানিয়ে গেলোম কবি