Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

বোকা সুখ ।

লিখেছেন: নিঃশব্দ নাগরিক | তারিখ: ১৯/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1747বার পড়া হয়েছে।

পৃথিবীতে বোকা হওয়ার মতো বড় যোগ্যতা আর নেই  । তবু মানুষ কষ্ট করে জ্ঞানী হয় এবং জ্ঞানী সাজে । মানুষের এমন সহজ র্নিবুদ্ধিতা তার সহজ সুখ কেড়ে নেওয়া ছাড়া তেমন কিছু দিতে পারে কিনা সন্দিহান । জ্ঞান বিজ্ঞানের আবশ্যকতা আছে বটে তবে তা বোকামীর মধ্যে থেকেই অর্জিত হওয়া উচিত । নতুবা আপনার জ্ঞানী হওয়ার র্নিবুদ্ধিতা দেশ জাতি সর্বোপরি বিশ্বের কল্যান অকল্যানে কোন ভূমিকা রাখলেও রাখতে পারে কিন্তু আপনার ব্যক্তি সুখে যে নিশ্চিত দূর্যোগ টেনে আনবে তা আপনার নিশ্চিত থাকা উচিত । আপনি যদি মহামানব জাতীয় ন্যায়-অন্যায় , সম্ভব-অসম্ভব কোন ধারনা নিজের সম্বন্ধে পোষন করেন তবে সে ভিন্ন কথা । আমি আমার মতো সংখ্যাগরিষ্ঠ হাত পা বিশিষ্ট প্রানীর কথা বলছি । যারা কিছুমাত্র আহার আর নিশ্চিন্তে নিদ্রা যেতে পারলেই জীবনের সর্ব দেনা পাওনায় সন্তুষ্ট ।

 

পৃথিবীতে উৎকৃষ্ট বোকা হওয়ার যোগ্যতা আমাদের মাঝে নেই বলেই আমরা অতৃপ্তিতে ভুগি । এবং পারিপার্শ্বিক সুখী মানুষকে গালমন্দ দিয়ে বেড়াই । অথচ স্বীকার করি না আমার মধ্যে লক্ষনীয় দুর্বলতাকে । আর পৃথিবীতে এই শ্রেনীর আদমই বেশী । এরা না জ্ঞানী , না বোকা । এরা জ্ঞানীর কাছে চরম নির্বোধ আর বোকার কাছে ধূর্ত হয়ে বেঁচে রয় ।

 

বোকা হওয়ার সবচেয়ে বড় পাওয়া এই জগতের পাপ তাপ, সুখ অসুখ তাকে একেবারেই ভাবায় না । সে নিজের আহার আর নিদ্রাটুকু সম্বন্ধে নিশ্চিন্ত হলে পৃথিবীর বড় বড় পরিবর্তন নিয়েও নিয়মিত উদাসীনতা দেখিয়ে চলে । আর এই স্বভাব উদাসীনতাই তার নিস্পৃহ সুখের সবচেয়ে বড় রহস্য ।

 

 

 

……………………………………….নিঃশব্দ নাগরিক ।

১,৭৯৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
an impossible one with the maximum possibility to be a possible one.
সর্বমোট পোস্ট: ১২৬ টি
সর্বমোট মন্তব্য: ৩১৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-৩১ ১৭:৪৬:৩৭ মিনিটে
banner

১২ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    বোকা হওয়ার সুবিধা অসুবিধার লেখা পড়ে ভাল লাগল

  2. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

    লেখাটা ভালোই লেগেছে।

  3. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    এরা না জ্ঞানী , না বোকা । এরা জ্ঞানীর কাছে চরম নির্বোধ আর বোকার কাছে ধূর্ত হয়ে বেঁচে রয় ।
    সুন্দর কথা । বার লাগল । শুভ কামনা ।

  4. আরজু মন্তব্যে বলেছেন:

    অতি উত্তম জ্ঞানী বোকার কথা শুনে আনন্দিত হলাম।ভাবছি চালাক হয়ে গলায় দড়ির বদলে আহার নিদ্রা করিয়া বোকা হইয়া নিশঃব্দ নাগরিক হওয়া যাওয়াটা শ্রেয়।
    ধন্যবাদ জ্ঞানী বোকা নিঃশব্দ নাগরিক আপনার এই উত্তম পরামর্শের জন্য।

    বোকা হওয়ার সবচেয়ে বড় পাওয়া এই জগতের পাপ তাপ, সুখ অসুখ তাকে একেবারেই ভাবায় না । সে নিজের আহার আর নিদ্রাটুকু সম্বন্ধে নিশ্চিন্ত হলে পৃথিবীর বড় বড় পরিবর্তন নিয়েও নিয়মিত উদাসীনতা দেখিয়ে চলে । আর এই স্বভাব উদাসীনতাই তার নিস্পৃহ সুখের সবচেয়ে বড় রহস্য ।

  5. নিঃশব্দ নাগরিক মন্তব্যে বলেছেন:

    েআমি নির্বোধ বোকা ।

  6. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    পড়ে জানলাম ।

  7. নিঃশব্দ নাগরিক মন্তব্যে বলেছেন:

    কষ।ট করে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ।

  8. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    বোকা হলেই মনে হয় সুখী হওয়া যায়

  9. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    ঠক বলেছেন – “পৃথিবীতে বোকা হওয়ার মতো বড় যোগ্যতা আর নেই”
    শতভাগ সহমাত পোষন করি। শুভেচ্ছা জানবেন।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top