বড় একা লাগে…!
এই লেখাটি ইতিমধ্যে 1544বার পড়া হয়েছে।
এই প্রথম তুমি বাড়ী যাচ্ছো
এমন’টা কিন্তু নয়।
মনটা কেন এমন করছে
লাগছে কেন ভয় ভয়?
অনেকটা পথ একলা এলাম
পাশেতো কেউ ছিলনা ,
হঠাৎ এসে হাতটা ধরলে
বুঝলাম এখন আর আমি একা না…!!
সেই থেকে চলেছি পথ
তুমি আর আমি মিলে,
অভ্যাস খারাপ হয়ে গেছে এখন
একা হতে পারিনা ভুলেও।
তাইতো এখন ক্ষনিকের বিরহ
সয়না যে মোর প্রাণ পাখি,
একলা রেখে যেওনা কোথাও
আমার প্রিয় জানপাখি…!
যেথা যাবে তুমি নিয়ে যাবে মোরে
শুনতে চাইনা আর কিছু,
যতই তুমি পালিয়ে যেতে চাও
ছাড়বোনা তো আমি পিছু…!
বেশতো ছিলাম একা ছিলাম
মাঝপথে কেন দিলে দেখা ?
এখন কেন আবার চলে যাও
আমায় ফেলে একা একা ?
যতদিন বাঁচি থাকতে চাই
তোমার অনেক কাছাকাছি,
দুরত্ব চাইনা মোটেও
যেন হৃদয়ের মাঝেই থাকি…!
প্রভুকে আমি সবসময় বলি
ছাড়বো ধরনী আমি আগে,
আমার আগে তোমায় যেন
প্রভু কিছুতেই না ডাকে।।
সইতে আমি পারবোনা তা’
তোমায় ছাড়া জীবন আমার,
এই জীবনে একটাই চাওয়া
আর তো কিছু চাইবোনা আর।।
একজীবনের শেষ চাওয়াটা
নিশ্চয়ই আল্লাহ করবেন কবুল,
একসাথে যেন ঠাঁই হয় প্রিয়
আমরা যেন হই সুখি যুগল…!!
(সেতারা সিরাজঃ ৩০.০৪.২০১৫)
১,৫১৪ বার পড়া হয়েছে
আমি খুব সাধারণ একজন মানুষ... নিজেকে মানুষ ভাবতেই বেশি ভাল লাগে। আমার Academic Background: M.Sc. in Botany, MBA করেছি Bank Management -এর উপর, তারপরে PGDHRM Complete করলাম BIM (Bangladesh Institute of Management) থেকে....। বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করেছি। বর্তমানে সেনা কল্যাণ সংস্থা-তে আছি...রিসার্স অফিসার হিসাবে... আমি লেখক নই...তবে লেখা আমার রক্তে মিশে আছে কারণ বাবা ছিলেন সাংবাদিক...ছোটবেলা থেকেই লিখার চেষ্টা করতাম...বাবার পত্রিকায় তা প্রকাশও হতো যদিও কোনটাই বাবার মন মত হতোনা তবুও আমাকে উৎসাহ দেয়ার জন্যই হয়ত ছাপতেন সেসব লিখা...যার কোনটাই আমি সংরক্ষন করে রাখতে পারিনি...হয়ত গুরুত্বই বুঝিনি তখন...আজ বাবা নেই পৃথিবীতে...আমি ছেড়ে দিয়েছিলাম লেখা কিন্তু পরক্ষনেই মনে হলো আমাকে লেখাটা ধরে রাখতেই হবে অন্ততঃ বাবার জন্য। তাই মাঝে মাঝে হাবিজাবি লেখার চেষ্টা করি। খুব সাধারণ জীবন-যাপন করতে ভালোবাসি...বাবা বলতেন কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতির চিন্তা যেন মাথায়ও না আনি...সেটা মেনে চলার চেষ্টা করি। সুখী হওয়ার চেষ্টা করি, অল্পতে খুশি থাকার চেষ্টা করি আর সৃষ্টিকর্তাকে খুঁজে বেড়াই তাঁর সৃষ্টির মাঝে। নিজের অবস্থান থেকেই চেষ্টা করি আশেপাশে সুবিধাবঞ্চিত-মানুষদের জন্য কিছু করতে। মানুষকে মানুষ ভাবতেই বেশি সাচ্ছন্দ্য বোধ করি আর মনে প্রাণে বিশ্বাস করি মানব ধর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম।
সর্বমোট পোস্ট: ৪৪ টি
সর্বমোট মন্তব্য: ২৪৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১২-০৩ ১০:০৫:০৯ মিনিটে
পড়ে ভাল লাগলো অনেক
সুন্দর গুছানো লিখা
বেশ ভাবনার গুছানো লেখা
ভালবাসার বিমল আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে কবিতার পাতা জুড়ে।
ভাল লাগল কবি। শুভেচ্ছা নিন।
খুব সুন্দর কবিতায় ভালোবাসা দূরে হারিয়ে না যাবার আকুতি ।
খুব ভালো লাগলো কবিতা ।
ভালো থাকবেন আপু ।
শুভেচ্ছা রইলো ।