নোটিশ
ভালবাসার বৃষ্টি
এই লেখাটি ইতিমধ্যে 1387বার পড়া হয়েছে।
ভালবাসার বৃষ্টি
আধাঁরে বা নিভু আলোতে
পুলকিত মনে গল্পে নির্জনে
ক্লান্ত দেহে প্রফুল্ল মনে কুঞ্জ বনে
অপলক নয়নে নীরবতায় দু’জনে;
পত্র পল্লবের বিছানায় শয়নে আনমনে
হেন স্পর্শ হৃদকম্পন ক্ষণে ক্ষণে।
পুলকিত মনে গল্পে নির্জনে
ক্লান্ত দেহে প্রফুল্ল মনে কুঞ্জ বনে
অপলক নয়নে নীরবতায় দু’জনে;
পত্র পল্লবের বিছানায় শয়নে আনমনে
হেন স্পর্শ হৃদকম্পন ক্ষণে ক্ষণে।
জোৎস্নার আলোয় মায়াবি মুখের জলছবি
আঁকবো হৃদয় সংগোপনে।
বিদায় ক্ষণে টল মল আঁখি জলে
বুকে শীতলতা আনায়নে
দু’হাত বাহুতলে অচেতনে,
যে সুখ খুঁজি দু’জনে বিজনে
প্রজ্জলিত অবয়ব সরে যায়
নিশিথের নিস্কলুস অধ্যায়।
প্রতীক্ষার তীব্রতা নেভায়
আঁখি জলের এক পশলা বৃষ্টি
যাতে কৃত্রিমতা নেই,
হদয়ের মেঘেরা অঝরে ঝরবেই
উদ্দীপ্ত হবে বজ্রপাত ও ঝড়-বৃষ্টি
দীর্ঘ-দূরত্ব কমে হবে কাছের দৃষ্টি।
১,৪২৪ বার পড়া হয়েছে
খুব সুন্দর কবিতা —– !
অনেক ধন্যবাদ ভাই ।
আসুন, আমরা সকলে মিলে আমাদের প্রিয় চলন্তিকাকে আবার প্রাণবন্ত করে তুলি —- ।।
সুন্দর লেখা
খুব সুন্দর কবিতা —– !
ধন্যবাদ ভাই ।
চমৎকার লিখছেন কবি। খুবই ভালো লাগলো। শুভকামনা রইলো আপনার জন্য।