Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ভালবাসার বৃষ্টি

লিখেছেন: মো: মালেক জোমাদ্দার | তারিখ: ০৫/০৫/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1387বার পড়া হয়েছে।

ভালবাসার বৃষ্টি

আধাঁরে বা নিভু আলোতে
পুলকিত মনে গল্পে নির্জনে
ক্লান্ত দেহে প্রফুল্ল মনে কুঞ্জ বনে
অপলক নয়নে নীরবতায় দু’জনে;
পত্র পল্লবের বিছানায় শয়নে আনমনে
হেন স্পর্শ হৃদকম্পন ক্ষণে ক্ষণে।

জোৎস্নার আলোয় মায়াবি মুখের জলছবি
আঁকবো হৃদয় সংগোপনে।
বিদায় ক্ষণে টল মল আঁখি জলে
বুকে শীতলতা আনায়নে
দু’হাত বাহুতলে অচেতনে,
যে সুখ খুঁজি দু’জনে বিজনে
প্রজ্জলিত অবয়ব সরে যায়
নিশিথের নিস্কলুস অধ্যায়।

প্রতীক্ষার তীব্রতা নেভায়
আঁখি জলের এক পশলা বৃষ্টি
যাতে কৃত্রিমতা নেই,
হদয়ের মেঘেরা অঝরে ঝরবেই
উদ্দীপ্ত হবে বজ্রপাত ও ঝড়-বৃষ্টি
দীর্ঘ-দূরত্ব কমে হবে কাছের দৃষ্টি।

১,৪২৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
• নামঃ মোঃ মালেক জোমাদ্দার • জন্মঃ ১লা সেপ্টেম্বর ১৯৭৩ইং • পিতাঃ মোঃ আলতাফ হোসেন জোমাদ্দার (মরহুম) • মাতাঃ মিসেস লাল বানু (মরহুমা) • জন্ম স্থানঃ গ্রামঃ কলাগাছিয়া, পোষ্টঃ সুন্দ্রাকালিকাপুর,থানাঃ মির্জাগঞ্জ, জেলাঃ পটুয়াখালী। • বর্তমান বসবাস ঃ বাড়ি-০২,রোড-০৪,সেক্টর-০৭ নং, উত্তরা, ঢাকা-১২৩০, বাংলাদেশ। • শিক্ষাঃ এল.এল. বি ১ম পার্ট/ এম. বি. এ(৪র্থ সেমিস্টার) এম.এস.এস ( সমাজকল্যাণ ) কৃ্তিত্বের সাথে উত্তীর্ণ । • পেশাঃ দেশী-বিদেশী প্রতিষ্ঠানে উচ্চপদে কাজ করেছি । বর্তমানে – ব্যাবস্থাপনা পরিচালক –এশিয়া মার্ট্,ঢাকা। • লেখা লেখিঃ শুরু ৬ষ্ঠ শ্রেণি থেকে । স্বরচিত কবিতা পাঠে প্রথম হওয়ার মাধ্যমে লেখার অনুপ্রেরণা । ছাত্র জীবনে স্কুল-কলেজ “সাহিত্য সাময়িকীতে” স্বক্রিয় অংশগ্রহণ করেছি। • চিঠি পত্র কলামে লিখতাম ঃ ইত্তেফাক ও ইনকিলাব পত্রিকায়। প্রথম আলো ব্লগ, বন্ধুসভা, জলছবিতাতায়ন, চলন্তিকা,ঘুড়ি ব্লগ, বাংলা কবিতা, অন্যপ্রকাশ পরিচালিত-গল্প কবিতা সহ আরো বেশ কিছু অনলাইন সংবাদ মাধ্যমে লেখার প্রয়াস চালাচ্ছি। পুরুষ্কারঃ নক্ষত্র ব্লগ আয়োজিত মহান স্বাধীনতা দিবস লেখা প্রতিযোগিতায়’২০১৪ সেরা লেখক(সমালোচক বিভাগে) পুরষ্কৃত হই। • সামাজিক সংগঠন এর সাথে যুক্তঃ  সহ-সভাপতি(জাতীয় কমিটি)- বাংলাদেশ কবি পরিষদ (বাকপ),  আজীবন সদস্য - বাংলাদেশ ইয়ং ডায়াবেটিক ওয়েলফেয়ার সোসাইটি শাহবাগ, ঢাকা।  সদস্য- মির্জাগঞ্জ থানা কল্যাণ সমিতি, ঢাকা ।  আজীবন সদস্য- ৭ নং সেক্টর কল্যাণ সমিতি, উত্তরা, ঢাকা।  আজীবন সদস্য- ৭ নং সেক্টর মসজিদ কমিটি,উত্তরা,ঢাকা।  কিছু কথাঃ যাদের কারণে পৃথিবীতে আগমন তারা হলেন আমার প্রিয় মা-বাবা।।মহান সৃষ্টিকর্তার পরেই তাঁদের স্থান। তাঁদের পরম মমতায়ই বেড়ে উঠতে পেড়েছি।মানুষ হিসেবে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছেন তারা। তাঁদের কাছে আমি চিরকৃ্তজ্ঞ। প্রকৃতির গাছপালা,পশুপাখি,নদ-নদীর প্রানীকূল আমাকে খুব টানে । দেশ, মা, এবং দেশের প্রতিটি ধূলিকণাই আমার কাছে প্রিয় ।আকাশ, পানি,মাটি, বাতাস, চাঁদ-সূর্য্ ভালো-মানুষ, খারাপ-মানুষ সবাই আমার কবিতার উৎসাহ দাতা । অর্থের পিছনে ছুটিনা, সৃষ্টিকর্তা যা দেন তাতেই খুশি। সাদামাটা জীবন আমি উপভোগ করি। প্রকাশিতব্য ডিসেম্বর '১৪ বই সমূহ ঃ কাব্য গ্রন্থ - ভালোবাসার বৃষ্টি, গল্প গ্রন্থ - নারী এবং ।
সর্বমোট পোস্ট: ১৩৪ টি
সর্বমোট মন্তব্য: ৩৩২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৩ ০৮:৪৯:১৪ মিনিটে
Visit মো: মালেক জোমাদ্দার Website.
banner

৭ টি মন্তব্য

  1. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

    খুব সুন্দর কবিতা —– !

  2. মো: মালেক জোমাদ্দার মন্তব্যে বলেছেন:

    অনেক ধন্যবাদ ভাই ।

  3. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

    আসুন, আমরা সকলে মিলে আমাদের প্রিয় চলন্তিকাকে আবার প্রাণবন্ত করে তুলি —- ।।

  4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    সুন্দর লেখা

  5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    খুব সুন্দর কবিতা —– !

  6. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

    চমৎকার লিখছেন কবি। খুবই ভালো লাগলো। শুভকামনা রইলো আপনার জন্য।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top