ভালবাসার সুর…!
এই লেখাটি ইতিমধ্যে 1289বার পড়া হয়েছে।
কি অদ্ভুত এক সুরের খেলা
খেলে যায় সারা বেলা।
কখনও হাসায় কখনও কাঁদায়
কখনও আবার রঙের মেলা ।।
কখনও কাছে কখনও দূরে
কখনও বিষাদের সুর বাজে,
কখনও আপন কখনও পর
নানা রূপে জীবন সাজে !
ভালবাসার এই অদ্ভুত সুরে
কত মানুষ যে জ্বলে পুড়ে,
কেউ হয়ে যায় ভবঘুরে
কেউবা ভাসে সুখ সাগরে।।
কেউ বা আবার হয় কবি
কল্পনার জগতে ভাসায় তরী,
কেউবা আবার মনের ক্যানভাসে
একে চলে রঙ্গিন ছবি ।।
ভালবাসার পবিত্র সুরে
জীবন সবার উঠুক ভরে,
দুঃখ-কষ্টকে বিদায় দিয়ে এসো
কন্ঠ মিলায় ভালবাসার সুরে ।।
(সেতারা সিরাজ- ০৩.০৩.২০১৫)
১,২৫৬ বার পড়া হয়েছে
আমি খুব সাধারণ একজন মানুষ... নিজেকে মানুষ ভাবতেই বেশি ভাল লাগে। আমার Academic Background: M.Sc. in Botany, MBA করেছি Bank Management -এর উপর, তারপরে PGDHRM Complete করলাম BIM (Bangladesh Institute of Management) থেকে....। বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করেছি। বর্তমানে সেনা কল্যাণ সংস্থা-তে আছি...রিসার্স অফিসার হিসাবে... আমি লেখক নই...তবে লেখা আমার রক্তে মিশে আছে কারণ বাবা ছিলেন সাংবাদিক...ছোটবেলা থেকেই লিখার চেষ্টা করতাম...বাবার পত্রিকায় তা প্রকাশও হতো যদিও কোনটাই বাবার মন মত হতোনা তবুও আমাকে উৎসাহ দেয়ার জন্যই হয়ত ছাপতেন সেসব লিখা...যার কোনটাই আমি সংরক্ষন করে রাখতে পারিনি...হয়ত গুরুত্বই বুঝিনি তখন...আজ বাবা নেই পৃথিবীতে...আমি ছেড়ে দিয়েছিলাম লেখা কিন্তু পরক্ষনেই মনে হলো আমাকে লেখাটা ধরে রাখতেই হবে অন্ততঃ বাবার জন্য। তাই মাঝে মাঝে হাবিজাবি লেখার চেষ্টা করি। খুব সাধারণ জীবন-যাপন করতে ভালোবাসি...বাবা বলতেন কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতির চিন্তা যেন মাথায়ও না আনি...সেটা মেনে চলার চেষ্টা করি। সুখী হওয়ার চেষ্টা করি, অল্পতে খুশি থাকার চেষ্টা করি আর সৃষ্টিকর্তাকে খুঁজে বেড়াই তাঁর সৃষ্টির মাঝে। নিজের অবস্থান থেকেই চেষ্টা করি আশেপাশে সুবিধাবঞ্চিত-মানুষদের জন্য কিছু করতে। মানুষকে মানুষ ভাবতেই বেশি সাচ্ছন্দ্য বোধ করি আর মনে প্রাণে বিশ্বাস করি মানব ধর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম।
সর্বমোট পোস্ট: ৪৪ টি
সর্বমোট মন্তব্য: ২৪৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-১২-০৩ ১০:০৫:০৯ মিনিটে
ভালবাসার সুরে সুর মিলিয়ে গেলাম …।
খুব সুন্দর আপি
ফন্টের কালার লাল না হয়ে অন্য কালার হলে ভালো হতো
ধন্যবাদ আপি…এইবার ঠিক আছে?
ঠিকাছে আপি
“কেউ বা আবার হয় কবি
কল্পনার জগতে ভাসায় তরী,
কেউবা আবার মনের ক্যানভাসে
একে চলে রঙ্গিন ছবি ।।”
বেশ ভাল লাগল কবি। শুভেচ্ছা জানবেন।