Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ভালোবাসা

লিখেছেন: রুদ্র আমিন | তারিখ: ৩০/০৭/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1296বার পড়া হয়েছে।

ভালোবাসা কখনো আত্ন সমর্পন করে না
হয়তবা স্থানান্তর হয়,
হৃদয় কখনো দ্বিখন্ডিত হয় না
হয়তবা হৃদয়ের প্রসার হয়।

তেমনি স্থানান্তর কিংবা প্রসারতা
আপনকে পর করে দেয়,
নতুবা পর থেকে আপন,
তেমনি ভালবাসার প্রতিদান হয় না
এ প্রতিদান দিতে গিয়ে খুন হয়েছে অগণিত সুখ, স্বপ্ন এবং সংসার।

তাই তো আর তোমাকে ফেরৎ চাই না
হিসেব চাই না আর,
তুমি এক হাত হয়তো ছেড়ে দিয়েছ
তুমি পারবে, আমি ভুল করবো না
হয়তবা অন্য দু’হাত ধরে নেব।

জীবন ছোট মন ছোট নয়, বাল্য থেকে বুড়ো
আমি ঠকলাম না তুমি ঠকলে
হয়তো দেখবে হারিয়ে,
দেখতে ভালো রাস্তা সরু, বেখেয়ালিতে হারাতে শুরু
দেখতে কালো মনটা ভালো
আসবে তা চিরকাল, এটাই সত্য এটাই রীতি।

১,৩৯১ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
রুদ্র আমিন, জন্ম ১৯৮১ সালের ১৪ই জানুয়ারী। পিতাঃ আব্দুল হাই (আরজু), মাতাঃ আমেনা বেগম। জন্মস্থানঃ মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামে। পড়া লেখা তেমন করা হয়নি, তবে নিট(NIIT) থেকে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনারে ডিপ্লোমা করেছি, কিছুটা অটোকেড (Autocad) কাজও শিখেছি। বর্তমানে ছোট একটি ব্যবসার সাথে জড়িত। ব্রাইট গ্লাস এন্ড এ্যালুমিনিয়াম ফেব্রিকেটরস্‌ । লেখা লেখির শখটা ৮ম শ্রেণী থেকে, বগুড়া লেখক চক্র দিয়ে শুরু। প্রথম কবিতার নাম “রাজনীতি” । সুখ নয় দুঃখকে বেশি ভালবাসি। মোবাইলঃ ০১৯৭৩১১১১২৩ প্রিয় ব্লগ সাইটঃ বন্ধুব্লগ(www.bondhublog.com)
সর্বমোট পোস্ট: ১৮ টি
সর্বমোট মন্তব্য: ৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-১৯ ১৯:১৭:২৫ মিনিটে
banner

৮ টি মন্তব্য

  1. আহমেদ ইশতিয়াক মন্তব্যে বলেছেন:

    আমিনুল ইসলাম ভাই… চলন্তিকায় স্বাগতম জানাচ্ছি। আশা করি নিয়মিত লিখবেন। আর আপনার এই কবিতাটি ভালো লাগলো। শুভেচ্ছা রইল আপনার প্রতি… 🙂

  2. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    মোটামুটি ভাল হয়েছে।

  3. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

    চলন্তিকায় স্বাগতম জানাচ্ছি। চলন্তিকাতে নিয়মিত থাকবেন সেই কামনা করি।

  4. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

    ভালোবাসার কবিতায় কিছু বাস্তবতার নি়ড়িকে কিছু আলোচনা পেলাম, ভালোবাসা পেলাম না

  5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    ভাল ,লেগেছে কবিতাটি ।

  6. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

    অনেক ভাল লাগলো, অসাধাৱন লিখেছেন

  7. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    আত্ন সমর্পন, শব্দটা আমার মনে হয় একসাথে হবে, যেমন-
    আত্মসমর্পণ

  8. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    কবিতা ভাল লাগল আমিন ভাইয়া শুভকামনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top