Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ভালোবাসা তুমি কি?

লিখেছেন: আমির ইশতিয়াক | তারিখ: ১৭/০৬/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1472বার পড়া হয়েছে।

ভালোবাসা তুমি কি?
সবাইকে ফাঁকি দিয়ে
দু’জনে চুপি চুপি কথা বলা,
নাকি!
রাত জেগে চিঠি লেখা।

ভালোবাসা তুমি কি?
বিরহের আগুনে
জ্বলে পুড়ে ছারখার হওয়া,
নাকি!
মদ খেয়ে মাতাল হওয়া।

ভালোবাসা তুমি কি?
সব বাঁধা ভেঙ্গে
চুরমার করা,
নাকি!
রক্তাক্ত দেহ নিয়ে পড়ে থাকা।

ভালোবাসা তুমি কি?
রাত জেগে
কবিতা লেখা,
নাকি!
যখন তখন সিনেমা দেখা।

ভালোবাসা তুমি কি?
আদর সোহাগ ও
দৈহিক মিলন,
নাকি!
সারা জীবন পথ চেয়ে থাকা।

সত্যি করে বলো ভালোবাসা
আসলে তুমি কি?

১,৫৫৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমির ইশতিয়াক ১৯৮০ সালের ৩১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ধরাভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা শরীফ হোসেন এবং মা আনোয়ারা বেগম এর বড় সন্তান তিনি। স্ত্রী ইয়াছমিন আমির। এক সন্তান আফরিন সুলতানা আনিকা। তিনি প্রাথমিক শিক্ষা শুরু করেন মায়ের কাছ থেকে। মা-ই তার প্রথম পাঠশালা। প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করেন মাদ্রাসা থেকে আর শেষ করেন বিশ্ববিদ্যালয়ে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নরসিংদী সরকারি কলেজ থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু করেন। তিনি লেখালেখির প্রেরণা পেয়েছেন বই পড়ে। তিনি গল্প লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও সাহিত্যের সবগুলো শাখায় তাঁর বিচরণ লক্ষ্য করা যায়। তাঁর বেশ কয়েকটি প্রকাশিত গ্রন্থ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস হলো- এ জীবন শুধু তোমার জন্য ও প্রাণের প্রিয়তমা। তাছাড়া বেশ কিছু সম্মিলিত সংকলনেও তাঁর গল্প ছাপা হয়েছে। তিনি নিয়মিতভাবে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় গল্প, কবিতা, ছড়া ও কলাম লিখে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন ব্লগে নিজের লেখা শেয়ার করছেন। তিনি লেখালেখি করে বেশ কয়েটি পুরস্কারও পেয়েছেন। তিনি প্রথমে আমির হোসেন নামে লিখতেন। বর্তমানে আমির ইশতিয়াক নামে লিখছেন। বর্তমানে তিনি নরসিংদীতে ব্যবসা করছেন। তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা একজন সফল লেখক হওয়া।
সর্বমোট পোস্ট: ২৪১ টি
সর্বমোট মন্তব্য: ৪৭০৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-০৫ ০৭:৪৪:৩৯ মিনিটে
Visit আমির ইশতিয়াক Website.
banner

৯ টি মন্তব্য

  1. আলমগীর সরকার লিটন মন্তব্যে বলেছেন:

    দাদা
    ভালো আসা নিয়ে যদি এতো প্রশ্ন করেন তাহলে তো
    ভালো বাসা হারিয়ে যাবে নতুন ঠিকানায়-

    অনেক অভিনন্দন—-

  2. কবি বাংলাদেশী মন্তব্যে বলেছেন:

    আরেকটু গভীর হলে বেশ মজা লাগত

  3. আজিম হোসেন আকাশ মন্তব্যে বলেছেন:

    বেশ মজা লাগত

  4. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    বাহ্ চমত্‍কার লিখেছেন !
    অসংখ্য ভাল লাগা জানালাম । এগিয়ে যান ।
    ভাল থাকবেন প্রত্যাশা রইল ।

  5. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    একই কথা বার বার লেখছেন মনে হয়।

  6. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    ভাল হয়েছে ভালবাসার মেরুকরণ –
    শুভেচ্ছা কবিকে।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top