Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ভিনদেশী পৱী

লিখেছেন: ঘাস ফড়িং | তারিখ: ০৯/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1669বার পড়া হয়েছে।

এক দেশে ছিল এক রাজা আর রাণী। তাদের ছিল দুটি মেয়ে আর দুটি ছেলে। মেয়ে দুটির বিয়ে হয়ে যায় আরেক দেশের রাজকুমারের সাথে. আর দুটো ছেলের মধ্যে যে ছেলেটা বড় তারও বিয়ে হয় আরেকদেশের রাজকুমারীর সাথে, বাকি রইল ছোট ছেলে যে এখনো পাঠকর্ম শিখতেছে,আর মাঝে মাঝে কল্পনার জগতে হারিয়ে যায়। কবিতায় নিজেকে মাতিয়ে ৱাখে, সর্বদা কবিতা পড়ে যায় সে।
সে ভাবতে থাকে যদি আমি পাখির মত উড়তে পারতাম, ফড়িংয়ের মত ফসলের মাঠে, বনে বাদারে উড়ে বেড়াতে পারতাম.. একদিন সে এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পরে, পরেরদিন ঘুম থেকে উঠে সে দেখতে পায় একটা ছোট ডানা মেলে একটা ছোট পরী তার সামনে বসে থেকে তাকে দেখছে, তারপর পরীটার সাথে তার বন্ধুত্ব হয়….

১,৬১৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
I'm one of between you and he.
সর্বমোট পোস্ট: ১১৯ টি
সর্বমোট মন্তব্য: ৯৬৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৮-২৮ ১৩:১৯:৫৬ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

    এইটা কি হল আগা মাথা কিছু নাই, মাথার উপ্প্র দিয়া গেল।

  2. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

    নিছে দিয়াতো আৱ যায়নায়

  3. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

    কমেন্ট কৱাৱ জন্য ধন্যবাদ ভাল থাকবেন

  4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    তারপর কি হল। এইসব পরী দিয়া কাম হইত না। আগে পড়াশুনা কর।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top