Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

ভ্রান্ত পথিকের আর্তনাদ

লিখেছেন: এস এম আব্দুর রহমান | তারিখ: ০২/০২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1219বার পড়া হয়েছে।

রকমারি আলোর ঝলকানিতে,
আনন্দ ঘন হৃদয়ে ডুবে ছিলাম নিদ্রায়,
মনেই পরে না সে কখন ?
এখন কি ভোর ?
তবে আলো নেই কেন ?
একি দৃষ্টি বিভ্রম ? আমি কোথায় ?
ঘন কোয়াশার চাদরে ডেকে গেছে চারদিক,
বাড়িয়ে দিয়ে দৃষ্টির তীব্রতা দেখতে পাই মাত্র
গজ দুয়েক, যেন পাপ বোধ ঘিরে ধরেছে আমাকে ।
পথ নেই এ অঙ্গন থেকে বেরিয়ে,
আলোর দুনিয়ায় পদার্পনের ।
কোয়াশার ঘনত্ব বেড়ে গিয়ে পূর্ণতাপ্রাপ্ত
জল কণা, মাখা মাখি সারা গায় ।
চুরি, ছিন্তাই, খুন, ডাকাতি, ধর্ষন,
কি নেই এ দেহে ?
স্মৃতির পাতায় তাকালে ভেসে উঠে,
কষ্টার্জিত টাকা খোয়ে ঘরে ফেরা
মানুষের দীর্ঘশ্বাস, জমি বিক্রীতে কেনা
মেয়ের বিয়ের গহনা ছিন্তাইয়ে,
কন্যা দায়গ্রস্ত পিতার কান্না ,
বড় রাস্তায় খুন হয়ে যাওয়া তরুন যুবকের
বেরিয়ে আসা চোখের অন্তর্ভেদি দৃষ্টি ।

আমি দেখতে পাই—-
ধর্ষিত যুবতীর করুণ চাহনি,
শোনতে পাই—-
সন্তান হারা মায়ের গগনবেদী আর্তনাদ ।
নিষ্পাপ দুড়ন্ত কৈশোর থেকে পদার্পন যৌবনে ,
তেজী দ্রুতগামী অশ্বের মতো ।
কখন কে যেন লাগাম টেনে নিয়ে এল এ
দুনিয়ায় , যেদিকে তাকাই শুধু অন্ধকার
আর অন্ধকার ।
প্রখর রোদে কোয়াশা কেটে যায় একবার,
সৃষ্টি হয় আলোর জগৎ । তবু আমার
দৃষ্টি বিভ্রাট কাটেনি । তাহলে,
আমার উত্তাপ আসবে কোন নক্ষত্র থেকে ?
কবে আসবে ? সেদিন আর কত দূর ?
হে বিধাতা আমার অজ্ঞতায় যে অন্ধকার
অক্টোপাসের মত ঘিরে ধরেছে চারদিক ।
ক্ষমা করো, ক্ষমা করো আমায়,
স হস্র বোল্টের বিদ্যুৎ চমকিয়ে
বিতাড়িত করো অন্ধকার, তৈরী হোক
আলোর জগত । আমি বাঁচতে চাই,
বাঁচতে চাই । ফিরে যেতে চাই আলোর জগতে,
এ কোয়াশাচ্ছন্ন অন্ধকার জগৎ থেকে । ।

১,২৪৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৩৩১ টি
সর্বমোট মন্তব্য: ২৪৮৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৮ ১৩:৩৯:৪৭ মিনিটে
banner

১৩ টি মন্তব্য

  1. আরজু মূন মন্তব্যে বলেছেন:

    অনেক ভাল লাগল আপনার কবিতা।প্রতিদিন ই একটু একটু করে আপনার কবিতা লেখা ভাষা আরও সাবলীল হচ্ছে।সামনে আশা করি আরও বেশী বেশী ভাল হবে।আপনার কবিতার প্রথম প্যরাটা পড়ছি দেখুন কেমন লাগে

    রকমারি আলোর ঝলকানিতে,
    আনন্দ ঘন হৃদয়ে ডুবে ছিলাম নিদ্রায়,
    মনেই পরে না সে কখন ?
    এখন কি ভোর ?
    তবে আলো নেই কেন ?
    সুন্দর বেশ ভাল এবং বেশ ভাল থাকবেন কেমন।এই শুভকামনা রইল আপনার জন্য।

  2. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    ভাল লেগেছে আপনার কবিতা।কোন কোন জাগা বেশ ভাল লাগল।

  3. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

    জীবন মুখী কবিতা —- ধন্যবাদ কবিকে ।

  4. মো: মালেক জোমাদ্দার মন্তব্যে বলেছেন:

    সমাজের চিত্র, খুব ভাল কবিতা।

  5. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

    রকমারি আলোর ঝলকানিতে,
    আনন্দ ঘন হৃদয়ে ডুবে ছিলাম নিদ্রায়,
    মনেই পরে না সে কখন ?
    এখন কি ভোর ?

    ভালো লাগলো ভাই ।

  6. আবদুল্লাহ আল নোমান দোলন মন্তব্যে বলেছেন:

    “স হস্র বোল্টের বিদ্যুৎ চমকিয়ে
    বিতাড়িত করো অন্ধকার, তৈরী হোক
    আলোর জগত । আমি বাঁচতে চাই,
    বাঁচতে চাই । ফিরে যেতে চাই আলোর জগতে,
    এ কোয়াশাচ্ছন্ন অন্ধকার জগৎ থেকে । ।”………এমন আশা নিয়েই আছি আমি-আপনি,আমরা সবাই।

  7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ভালো লাগলো পড়ে

    বেশ সুন্দর গোছনো লিখা
    শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top