ভয়…!!!
এই লেখাটি ইতিমধ্যে 2067বার পড়া হয়েছে।
আমি এক অচেনা পথের যাত্রী,
চলেছি অচিনপুর,
অজানার উদ্যেশ্যে বাড়িয়েছি পা,
যেতে হবে অনেকটা দূর,
তুমি আমায় কথা দিয়েছো
সে পথের শেষ মাথায় করবে
তুমি অপেক্ষা আমি পৌঁছা অবধি।
অনেক দেরী হয়ে গেল আমার
সে পথে পা রাখতে,
ভীষন ভয় করছিল আমার জানোতো?
এতটা পথ কি করে যাবো আমি,
কিভাবে পৌঁছোবো তোমার কাছে?
সেই পথটা তো মসৃন নয়,
কাঁটায় কাঁটায় পরিপূর্ণ সে পথের
প্রতিটা ধূলিকনা,
সে পথের প্রতিটা বাঁকে বাঁকে
প্রতীক্ষা করে থাকে হিংস্র হায়েনার দল।
আমার সত্যি খুব ভয় করছে,
সূদীর্ঘ সেই পথের অর্ধেকটা
ছেয়ে থাকে ঘুটঘুটে অন্ধকার এ,
আর তুমি তো জানই এই একটা
জিনিসকে কি ভীষন ভয় পাই আমি,
ক্ষুধার্ত ব্যাঘ্রের মুখে পরলেও আমি
এতটা ভয় পাবো কিনা জানিনা,
কিন্তু অন্ধকার যে আমাকে আস্ত
গিলে খেতে চায় ।
সবচেয়ে বড় যে ভয়টা এখন
আমার কাজ করছে,
সব বাঁধা না হয় অতিক্রম করলাম,
সব পথ পাড়ি দিয়ে গিয়ে যদি দেখি
তুমি নেই সেথায় তাহলে?
আমার দেরী দেখে তূমি কি ফিরে
যাবে সত্যি সত্যি?
কিন্তু তুমিতো আমায় কথা দিয়েছিলে
আজীবন করবে প্রতীক্ষা।
না না তুমি তা করতে পারোনা,
আমাকে নিঃস্ব করে তুমি তোমার
পথ বেছে নিতে পারোনা,
এই ভয়টা তুমি আমাকে পেতে বলোনা
আমি যে মরার আগেই মরে যাব ।।
(সেতারা সিরাজ…২৩.০৬.২০১১)
২,০১৭ বার পড়া হয়েছে
সুন্দর লিখেছো আপি
ভয় নেই তোমার আমরা পাশেই আছি
ভালো লাগলো আপি।
এত্ত ভয়!
শুভেচ্ছা জানবেন। শুভ সকাল।
বেশ রোম্যান্টিক ভালোবাসার কবিতা ! আমি নিশ্চিত সে আপনার পথেই চেয়ে আছে আপু !
সে ওখানেই অপেক্ষা করছে… শুধু আপনারই জন্যে ।
চমৎকার কবিতা । ভালোলাগা রইলো আপু ।
সকলকে ধন্যবাদ… আমাকে সাহস দেবার জন্য…!
ভয় নেই আমরা আছি
..
শুভ কামনা
ভাল ভাবনার প্রকাশ
অচেনা পথের অচেনা যাত্রী
তবুও জীবন
দারুন
আপনার চিন্তাগুলো বেশ সুন্দর বোধের প্রকাশও ভাল
আপনার লেখায় কিছু শিক্ষণীয় ‘ম্যাসেজ’ থাকে
শুভেচ্ছা জানবেন কবি।
ভীষণ, ধূলিকণা, মসৃণ, দেরি, সুদীর্ঘ, পৌঁছবো/পৌঁছুবো/পৌঁছাবো …. আবার একটু দেখে নিন।