Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মন্দ নয়,ভালোটা কি গ্রহন করা যায়না?

লিখেছেন: খাদিজাতুল কোবরা লুবনা | তারিখ: ২২/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1649বার পড়া হয়েছে।

আকাশ সংস্কৃতি আজ আমাদেরকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। আমাদের জীবনে এনেছে পরিবর্তন। আকাশ সংস্কৃতির মন্দ দিকগুলো আমাদেরকে দ্রুত প্রভাবিত করছে। ভারতীয় চ্যানেল গুলোর কথা বললে বলা যায়- আমরা আজ আমাদের সমাজে এমন কোন পরিবার পাবো না যেখানে ভারতের কোননা কোন চ্যানেল নিয়ে বসে নাই পরিবারের সদস্যরা। কেও হয়তো ভারতীয় বাংলা কেওবা হিন্দী নিয়ে বসে আছে। ঢাকা পড়ছে দেশীয় চ্যানেল। আর পরিবার গুলোতে বাড়ছে দ্বন্দ্ব সংঘাত,অসুস্থ প্রতিযোগিতা।
চ্যানেল গুলোতে প্রচারিত নাটক বা সিরিয়ালগুলোর মন্দ দিকগুলো গ্রহন করে পরিবারের সদস্যরা তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করছে। এতে বিলীন হচ্ছে নিজের ব্যক্তিত্ব। পারিবারিক কলহ বাড়ছে,একান্নবর্তী পরিবার ভেঙ্গে যাচ্ছে,শ্রদ্ধাবোধ কমছে। আরো নানান দিক রয়েছে যা আমাদের জন্য কোনভাবে সুখের এবং সম্ভবনার নয়। কোন কোন পরিবারে দেখা যায় অভিভাবকরাই তাদের সন্তানদের এসব গ্রহন করতে সহযোগিতা করে,যা নিজেরাও গ্রহন করে।
তাই আজ আবার মনে পড়ে ‘টেকনোলজি আমাদের জীবনে গতি এনেছে ঠিকে,তবে কেড়ে নিয়েছে আবেগ’, আকাশ সংস্কৃতি থেকে কি ভালোটা গ্রহন করা যায় না? যদি ভালোটা গ্রহন করা যায় তাহলে আমাদের জীবন হতো সুন্দর,সমাজ হতো গর্বিত।

১,৬০৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৪৪ টি
সর্বমোট মন্তব্য: ১০৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৯ ১১:২৭:২৯ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    আপু অনেক সুন্দর কথা বলেছেন।

    ” একই ফুল থেকে মৌমাছি মধু নিলেও ভোমরা নেয় বিষ।”
    তবে আমরা জাতি হিসেবে খুব একটা ভালো নই, খারাপটাই আগে দেখি, ভালো দেখতেই চাইনা।

  2. মুহাম্মদ দিদারুল আলম মন্তব্যে বলেছেন:

    ” যদি ভালোটা গ্রহন করা যায় তাহলে আমাদের জীবন হতো সুন্দর,সমাজ হতো গর্বিত।”
    আসলে আমরা কি পারিনা মন্দ নয় ভালো এবং সুস্থটা গ্রহন করতে?

  3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    আমারও এই একই কথা

    ভালটা গ্রহণ করাই যাই ।

    ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য

  4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    দারুন পোষ্ট আসলে আমাদের উচিৎ ভালটা গ্রহণ করা আর
    মন্দটা ত্যাগ করা …………….
    শুভ কামনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top