নোটিশ
মাটির একটা পুতুল বানাই,
এই লেখাটি ইতিমধ্যে 1370বার পড়া হয়েছে।
মাটির একটা পুতুল বানাই, বসাইয়াছ হাওয়ার ইঞ্জিন
হাওয়ায়, হাওয়া ভাইসা যাইব যতই রঙে সাজো রঙ্গিন।
যতই থাকো পরি পাটি, মাটির দেহ খাবে মাটি
না থাকে যদি তোমার হাওয়ার একটা ইঞ্জিন।
ভাবতে আমার অবাক লাগে!
যকন দেখি মাটির পুতুল গুলি,-
নিজেই নিজের বড়াই করে, ভাবে না তাঁহার বুলি।
কোথা থেকে আসছে হাওয়া,হঠাৎ যদি যায় চলি!
কেবা বড়, ছোট কেবা,সবাই মাটির ধূলি।
কেউ থাকবে না তোমার কাছে, থাকতে হবে সঙ্গী-হীন,
মাটির একটা পুতুল বানাই, বসাইয়াছ হাওয়ার ইঞ্জিন
হাওয়ায়, হাওয়া ভাইসা যাইব যতই রঙে সাজো রঙ্গিন।
১,৩৪৮ বার পড়া হয়েছে
nice
ভাল হইছে
শুভ কামনা থাকবে
ধন্যবাদ কবি।
ভালো থাকবেন শতত
চমৎকার সুফিয়ানা কবিতা 🙂
অনেক অনেক ধন্যবাদ আপু।
শুভেচ্ছা জানবেন।
চমৎকার
ধন্যবাদ দাদা।
ভাল লাগল কবিতা
শুভেচ্ছা কবিকে
অনেক ধন্যবাদ আপু
ভাল থাকবেন শতত
খুব ভালো কবিতা । বোধটা দারুণ ।
শুভকামনা রইলো ।