নোটিশ
মানুষ বড়ই অদ্ভুত
এই লেখাটি ইতিমধ্যে 1525বার পড়া হয়েছে।
একটি পাপড়ি কুঁড়িয়ে পেয়ে আনন্দেতে মন
হাজার গোলাপ সওদা কড়েও কাটেনা তার ক্ষণ।
কেহ খুশি একটু পেয়ে–
কারো মন ভরেনা হাজার দিয়ে।
কেহ দিয়ে সুখী
কেহ পেয়ে খুশি
কারো মন ভরেনা হাজার পেয়ে।
শ্বেত পাথরের রাজপ্রাসাদে
চন্দন পালঙ্কে শুয়ে
খুজে না পায় সুখ।
কুঁড়ে ঘরে থেকে
মাটিতে শুয়ে
আনন্দে আপ্লুত।
কেহ কাঁদে পেয়ে সুখে
কেহ কাঁদে পেয়ে দুঃখ
কেহ করে তাহা উপভোগ।
একটি টাকায় অট্র হাসি সুখের সীমানাই
লক্ষ টাকায় পেট ভরেনা সুখ খুজে না পাই।
কেহ দুধ বেচে মদ খায়
কেহ মদ বেচে খায় দুধ
মানুষে রচাওয়া পাওয়া
মানুষ বড়ই অদ্ভুত।
১,৫১২ বার পড়া হয়েছে
আসলেই অদ্ভুত
সুন্দর হয়েছে কাব্য
ধন্যবাদ আপু
শুভেচ্ছা জানবেন।
সুন্দর।
ধন্যবাদ আপনার মতামতের জন্য।
ভালো থাকেন শতত
অসংখ্য ভালো লাগা জানিয়ে গেলাম
পড়ে ভালো লাগলো
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;nice
থাকলো শুভ কামনা
অনেক অনেক ধন্যবাদ কবি।
মানুষ তো অদ্ভূত হবোই –
“কেহ দুধ বেচে মদ খায়
কেহ মদ বেচে খায় দুধ”
কিছু মানুষকে দেখে মানুষ বলে মেনে নিতে কষ্ট হয়।
অনেক ধন্যবাদ।
মানুষ অদ্ভুত না হলে এতো সমস্যা উদ্ভূত হবে কিভাবে ?
ভালো লিখেছেন । শুভেচ্ছা জানবেন ।