Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মাসিক প্রিন্ট প্রকাশনা

লিখেছেন: ব্যবস্থাপনা সম্পাদক | তারিখ: ২০/০৬/২০১৪

প্রিয় লেখক / প্রদায়ক বন্ধুরা

আপনারা যারা আমাদের সাথে সেই ২০১৩ এর মে মাস থেকে আছেন তারা জানেন যে আমরা শিল্প-সাহিত্য-ভ্রমন-ফিচারধর্মী একটি অরাজনৈতিক একটি নিয়মিত মাসিক পত্রিকা বের করার স্বপ্ন দেখছি। আমরা আশা করছি আগামী এপ্রিল’১৫ থেকে সেটি বাজারে থাকবে ইনশাল্লাহ। আমরা প্রতিটা সংখ্যা দেশের স্বনামধন্য ১০টি দৈনিক পত্রিকার সাহিত্য সম্পাদক ও  ৫ জন প্রকাশকের কাছে পাঠিয়ে দিব। আমাদের চেস্টা থাকবে আপনাদের লেখার সাথে নামি সাহিত্য সম্পাদক ও প্রকাশকদের পরিচিত করানোর।

 

এখানে যে যে ধরনের লেখা থাকবে তার একটি তালিকা তুলে ধরা হল-

চিঠিপত্র

বিশ্বখ্যাত কোন লেখকের ছোট গল্পের অনুবাদ

বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক/কবির কোন লেখা এবং তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা

বিদেশী রূপকথা

দেশী রূপ কথা

ক্যারিয়ার আলোচনা

বই পরিচিতি

অনুপ্রেরনার গল্প

সায়েন্স ফিকশন

রহস্য গল্প

হরর গল্প/ পিশাচ কাহিনী

স্মৃতিচারন

অলৌকিক গল্প

রম্য গল্প

অনুগল্প

প্রবন্ধ

বাংলাদেশের সাধারন মানুষের সাফল্যের গল্প

প্রবাসের অভিজ্ঞতা

গোয়েন্দা গল্প

জীবনের গল্প

ভ্রমণ কাহিনী (একটি দেশের অন্যটি বিদেশের)

বাংলাদেশের কোন পর্যটন এলাকার পরিচয়

কবি/সাহিত্যিকদের সাক্ষাৎকার

কবিতা

আপনি জানেন কি? (এখানে ছোট ছোট এমন কিছু তথ্য দেওয়া হবে যা আমরা আগে অনেকেই জানতাম না)

আপনি কেমন? (এখানে কিছু প্রশ্ন থাকবে যার মাধ্যমে বের করার চেষ্টা করা হবে মানুষের মনের অবস্থা কিংবা তথ্য)

গনিতের অবাক মেলবন্ধন (এখানে থাকবে এমন কিছু তথ্য যা দিয়ে ছোট একটা গল্প তৈরি করে প্রকৃতির সাথে মেলবন্ধন তুলে ধরা হবে)

বিভিন্ন বিষয়ের উপর জিজ্ঞাসামূলক ৫০ প্রশ্নোত্তর (স্বাস্থ্য, চিকিৎসা, ক্যারিয়ার, আইনি, তথ্য-প্রযুক্তি, পারিবারিক সমস্যা, বিবিধ)

প্রতিযোগিতামূলক পরীক্ষার ৫০টি প্রশ্নের বিস্তারিত সমাধান আলোচনা করা (বিশ্ববিদ্যালয় ভর্তি, বিসিএস, এমবিএ, ব্যাংক, প্রাইমারি/মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ, সহকারি জজ নিয়োগ প্রস্তুতি, বিবিধ)

বাজারদর (মাসিক সাংসারিক বাজার এর জন্য বাজারদর তুলে ধরা, সাথে তথ্য-প্রযুক্তির বাজারদরও থাকবে) 

শেয়ার মার্কেট (শেয়ার বাজার নিয়ে ভিন্নধর্মী বিশ্লেষণ মূলক আলোচনা)

 

 

পত্রিকার বাহ্যিক বৈশিষ্ট্য অনেকটা হবে –

সাইজ : ৬.৯” x (৪.৮”+ ৪.৮”)

কভার পেপার : ৩০০ গ্রাম আর্ট পেপার,  চার কালার, ইউভি লেমিনেশন

পৃষ্ঠা সংখ্যাঃ ১৭৬

ভেতরের কাগজ : ৬০ গ্রাম সাদা কাগজ

ভেতরের ছাপা : এক কালার

বাঁধাই : জুস বাইন্ডিং / অটো বাইন্ডিং

মূল্যঃ ১০০ টাকা

 

আমাদের এখানে লেখালেখি করার জন্য লেখক / কবিকে কোন খরচ বহন করতে হবে না ইনশাল্লাহ। সবার সম্মিলিত প্রচেষ্টায় চলন্তিকা এগিয়ে চলবে নিজের তৈরি করা পথে ইনশাল্লাহ।

 

আপনাদের কারো কোন প্রশ্ন ও পরামর্শ থাকলে এখানে সেটা করতে পারেন। আপনাদের পরামর্শ আর উৎসাহ আমাদের পাথেয় হয়ে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

৩৭ টি মন্তব্য

  1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করে পত্রিকা পাওয়া যাবে কি?

    • সম্পাদক মন্তব্যে বলেছেন:

      অবশ্যই পাওয়া যাবে। তবে আমরা আমাদের নির্ধারিত নিয়মটা ফলো করাকে গুরুত্ব দিচ্ছি কারন এভাবে ধীরে ধীরে এই পত্রিকাটির একটি বিপণন নেটওয়ার্ক গড়ে উঠবে। ধন্যবাদ আপনাকে।

  2. জিয়াউল হক মন্তব্যে বলেছেন:

    প্রথম কোন সংখ্যা থেকে শুরু হচ্ছে ?

  3. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    প্রতি সংখ্যায় একজন লেখক কতটি লেখা জমা দিতে পারবে?

    • সম্পাদক মন্তব্যে বলেছেন:

      একজন একাধিক লেখা দিতে পারলে। তবে লেখক প্রতি ১টি লেখাই প্রকাশ হবে। আমরা চাই ৬০/৭০ জনের লেখা নিয়ে একটি পূর্ণ পত্রিকা।

  4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    সুন্দর উদ্যেগ
    আশাকরছি সাথেই থাকব

  5. মোস্তাক আহমেদ মন্তব্যে বলেছেন:

    গল্পের ক্ষেত্রে কি শব্দ সংখ্যা বাড়ানো সম্ভব? যদি গল্পের মান ভাল হয়…

  6. রফিক আল জায়েদ মন্তব্যে বলেছেন:

    টাকা কি প্রকাশের আগে না পরে পাঠাতে হবে ?

  7. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    পত্রিকার ব্যাপারে জানাবেন । আমি সবে যোগ দিলাম

  8. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

    দারুণ খবর —– !! শুভ কামনা ।।

  9. আরজু মূন মন্তব্যে বলেছেন:

    খুশি হয়েছি শুনে আনোয়ার ভাই। আমার পক্ষে থেকে যদি কোন কিছু সহযোগিতা করার থাকে জানাবেন প্লিস। আমি খুব চাচ্ছি আমাদের একটা প্রকাশনা বের হোক। তখন দেখবেন স্বয়ংক্রিয় ভাবে চলন্তিকা খুব সচল হয়ে যাবে আগের মত। ধন্যবাদ আনোয়ার ভাই এই উদ্যোগের জন্য। অনেক শুভকামনা আপনার এবং চলন্তিকা পরিবারের সবার জন্য। সবাই ভাল থাকুন।

  10. এস কে দোয়েল মন্তব্যে বলেছেন:

    অনেক সুন্দর চিন্তাশীলতা। প্রকাশনার নীতিমালাকে স্বাগত জানাই। ধারাবাহিকভাবেই চলুক এ প্রকাশনা। এ প্রকাশনার সাথে সৃজনশীলতার প্রসার ঘটুক এবং নতুন নতুন লেখক সৃষ্টি হোক। প্রত্যেকটি সুন্দর এবং ভাল উদ্যোগ যদি সফলভাবে পরিচালনা করা যায় সেটা নি:সন্দেহে সর্বক্ষেত্রে প্রশংসাতুল্য।।

  11. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    প্রয়াস প্রসংশনীয়…অনেক ধন্যবাদ।

  12. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

    একুশে ও বসন্তসংখ্যা প্রকাশের জন্য নির্বাচিত লেখাগুলোর কি হবে?
    এর পরে কোন সংখ্যা প্রকাশের অপেক্ষায় আছে? পরবর্তী সংখ্যার জন্য
    কি বিষয় নির্ধারন করা হয়েছে?

  13. মো: মালেক জোমাদ্দার মন্তব্যে বলেছেন:

    শুনে খুব ভালো লাগছে, চলন্তিকাকে আমাদের পরিবারের মতই মনে করি কিন্তু কথা দিয়ে কথা না রাখলে তখন আসলে খারাপ লাগে। ব্যবস্থাপনা সম্পাদক ভাইকে বলবো এবারে যেন কথা রাখতে পারেন সে দিকে খেয়াল রাখবেন। ৫/৬ মাস আগে কেমন জমজমামট ছিল চলন্তিকা আশা করি পূণরায় ফিরে পাবে তার যৌবন। আগামি বছরের শুরুতে করতে পারলে বেশি ভালো হতো।

  14. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    Sathei achhi

  15. জাফর পাঠান মন্তব্যে বলেছেন:

    সাহিত্যের এ এক উৎসাহব্যঞ্জক প্রণোদনামূলক মহতি উদ্যেগ । বাইপোষ্টে পত্রিকা পাঠিয়ে দিতে সবার এড্রেসটা নিয়ে নিলে ভালো হয়। যারা ঘরে বসে বই পেতে ইচ্ছুক তাদের কথা বলছিলাম। প্রয়োজনে পোষ্ট খরচ দিবো। পাশে আছি থাকবো ইন-শা-আল্লাহ।

  16. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

    সুন্দর উদ্দ্যেগ….লেখা পাঠাবো…

  17. মরুভূমির জলদস্যু মন্তব্যে বলেছেন:

    “”””জানিয়ে দেবার সময় লেখককে অবশ্যই নিশ্চয়তা দিতে হবে যে সেই লেখাগুলো আর কোথাও প্রকাশ হয়নি। অন্য কোন প্রিন্ট/ইবুক এ যদি সেই লেখা প্রকাশ হয়ে থাকে তবে আমরা সেটা প্রকাশ করব না।””””””
    অন্য কোথাও প্রকাশ বলতে কি বুঝানো হয়েছে? অন্য কোন ব্লগ বা ফোরাম? নাকি শুধু প্রিন্ট বা ইবুক?

  18. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

    ? অন্য কোন ব্লগ বা ফোরাম? নাকি শুধু প্রিন্ট বা ইবুক? আমারও প্রশ্ন এটি

  19. দ্বীপ সরকার মন্তব্যে বলেছেন:

    একটু আলাদা ব্যবস্থা সৃষ্টি করায় অন্যসব ব্লগ থেকে অধিক মূল্যায়িত হবে বলে আশা রাখছি। আমিও আছি, থাকবো।

  20. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

    চমতকাৱ পৱিকল্পনাৱ সাথে আছি

  21. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    কিন্তু সম্পাদক সাহেব কিছু বলছেন না তো

  22. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    আমি সব সময় চাই চলন্তিকার সাফল্য,
    এছাড়া কোন কছু আমার মাথায় আসে না।

    আমার সব সময় মনে হয় চলন্তিকার সাফল্য মানেই যেন আমার সাফল্য।

  23. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    ভালো লাগলো উদ্যোগ,শুভ কামনা রইল, আমি এখানে নতুন তাই লেখা কি এই ব্লগ থেকেই নেয়া হবে নাকি আলাদা করে জমা দিতে হবে ? জানালে সুখী হব ।

  24. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    মাননীয় সম্পাদক,
    সালাম ও শুভেচ্ছা জানবেন।
    এই সাইটে আমি নতুন যোগ দিয়েছি। সাইটে নিয়মিত লেখা পোস্ট করে আসছি।
    কিন্তু প্রকাশনার জন্য লেখা কিভাবে জমা দিতে হবে সেটা জানতে পারলে ভাল হতো।
    আশা করি প্রতিউত্তরে তা জানতে পারব। ধন্যবাদ।

  25. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    valo laglo nice idea boss @@@@@ besh valo @@@ anek valo @@@

  26. মুহম্মদ ওমর ফারুক মন্তব্যে বলেছেন:

    যতই ব্লগটি দেখছি ততই অবাক হচ্ছি,,,এমন সুন্দর উদ্যোগ সত্যিই রোমাঞ্চিত করে। এর বাস্তবায়ন নিয়ে আমরা সন্দিহান থাকতে ইচ্ছুক নই; তাই অতি স্বত্ত্বর এর বাস্তবায়ন একান্তই কামনা করছি।
    এখানে আমি নতুন; তথাপি আপনাদের মহতী কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালনের আশা রাখি। সুন্দর ও সুগম হোক আমাদের আলোর কাফেলার পথচলা,,,সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি,,,

  27. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    পত্রিকার খবর কি ?

  28. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    প্রিণ্ট প্রকাশনার খবর কি ?

  29. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    খবর কি জানতে চাই

  30. debajyotikajal.x মন্তব্যে বলেছেন:

    Kobita

  31. debajyotikajal.x মন্তব্যে বলেছেন:

    বর্তমান
    দেবজ্যোতিকাজল

    টেবিলের ওপ্রান্ত কলম নদীর গতিমুখ
    আর এপ্রান্তে অতীতের সাথে বিবাদ বর্তমানের
    তাতে দুই প্রান্ত তোলপার করে কলমকালির মেঘে

    যদি সাহস করে কেউ
    সেই সময়টাকে উৎরাইতে চায়
    নখদ স্রোতগুলো ভেজে তুলে তেলে
    বর্তমান বড় বেশি বেমানান

    বাতাসে নেই আত্মহাসি
    ইংরাজি অঙ্কে বিবাদ
    ছন্দে ছুটে , বাট শি ইজ ভেরি স্লো ৷
    দ্বন্দ্ব আর দণ্ড, নট সো গুড

    কৃত্রিম জলাবন্দিতে থেমে গেছে নদী
    দৃষ্টি অহংকার আর অবিশ্বাস-ভয়
    এক সঙ্গে বাঁচে না

    মুখোশের আড়ালে যারা মুখলুকিয়েছে
    তারাই সমাজের বর্তমান ৷

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top