নোটিশ
মায়া হরিণী
এই লেখাটি ইতিমধ্যে 1182বার পড়া হয়েছে।
.
মায়ার বনে মায়া হরিণী লুকোয় লাজের ঝোপে
ডাগর কাতর নয়ন দু’টি হেরি হৃদয় কাঁপে
সবুজ পত্র পল্লব ফাকে মোরে চেয়ে চেয়ে দেখে
কি যে মায়া স্নেহ ছায়া আহা ঐ দু’টি কাতর চোখে
শুধুই কাছে টানে মোরে অদৃশ্য মায়া যাদু বাণে
হৃদয় উথলে উঠে আহা আবেগে আনন্দ গানে
কি যেন খুঁজি মায়ার দীঘি ঐ দু’টি ডাগর চোখে
পাখীর বাসার মত যেন সে আমায় কাছে ডাকে;
মায়াবী সন্ধ্যায় মুখোমুখি দেখা হালদার বাঁকে
হঠাৎ দেখে যেন চম্কে উঠে মায়ার সোহাগে
গোধূলি রঙে রেঙে উঠে মুখ আরক্ত অনুরাগে
শরমে নত ঐ দু’টো চোখে চেয়ে দেখে ইষৎ বেকে
কোমল সোহাগে বলি – আসবে না ওগো মোর ঘরে
বাঁধ ভাঙ্গা কান্নায় মায়ার বাঁধনে জড়িয়ে ধরে।
.
১,২৭৯ বার পড়া হয়েছে
Tags: চতুর্দশপদী
Bha dharun kobi,,,,,,,,,,,
চারু ভাই ,
আপনার সাড়া পেয়ে দারুণ ভাল লাগলো
অনেক অনেক ধন্যবাদ।
এ যে চোখে চোখে ভালবাসা–তাও বেশ গভীর–ব্যাপারটা বেশ জমিয়ে লিখেছেন কিন্তু!
চোখের ভালবাসা তো
না জমলে কেমন হয় বলুন?
অনেক অনেক ধন্যবাদ।
হাত ধরে বলি – ওগো প্রিয়া আসিবে না মোর ঘরে
বাঁধ ভাঙ্গা কান্নায় মায়ার বাঁধনে মোরে জড়িয়ে ধরে।
————————————
অপেক্ষায় থাকুন।
অপেক্ষার পালা শেষ ভাই
এখন আপনাদের পালা…………….
অনেক অনেক ধন্যবাদ।
কাশেম ভাই ,
কিভাব এতো সুন্দর লেখেন ?
হিংসা লাগে ।
মাইন্ড করবেন না , দুষ্টমি করে বলছি কিন্তু ।
মাইন্ড কি ভাবে করবো বলুন
মাইন্ডটা তো গচ্ছিত রেখেছি অন্য জনের মনে,
আর সুন্দরের কথা বলছেন ?
সুন্দর প্রজন্মের জন্য সুন্দর না লিখলে কি চলে?
আর হিংসের কথা কি বলবো –
কিছু কিছু হিংসা এত ভাল লাগে …………
মন ছুঁয়ে যায়
অনেক অনেক ধন্যবাদ।
সুন্দর প্রেমের কবিতা
কে লিখতে পারে ?
কাশেম ভাই ছাড়া এমন।
এত বড় বিশ্বাসের মূল্য রাখার
যোগ্যতা কি আমার আছে বোন?
তবু ও চেষ্টার ত্রুটি হবে না।
অনেক ধন্যবাদ।
এম, এ, কাশেম ভাই ভালো লিখেছেন, আসলে সবাই কোন না কোন মায়া হরিণের পিছু ছুটছে।
ভালো লাগা জানিয় গেলাম
দারুন লিখা আপনার
শুভ কামনা থাকলো