Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মা

লিখেছেন: রুদ্র আমিন | তারিখ: ০৪/১০/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1799বার পড়া হয়েছে।

কত সুন্দর এ পৃথিবী
কত সুন্দর তার সৃষ্টি ,
শত চাওয়া, শত আশায়
ফুটফুটে নিঃপাপে করে আনায়ন।

কত কষ্ট তার গর্ভ ধারণের
কত গুলো দিন কত গুলো মাস,
সুনামীর চেয়েও বেদনাদায়ক
একটি পলকেই কত আনন্দ তার।

এক এক করে কতগুলো দিন
কষ্ট করে দাড়াতে শেখায়,
মেরুদন্ড যখন শক্ত হয়
পেছন ফিরে তাকানো সময় হারিয়ে যায়।

মরণজ্বালা বোঝেনা কেউ মৃত্যুগামী ছাড়া
যেদিন তোমায় এনেছি ধরাতে,
কষ্ট হলেও সুখ পেয়েছি
তোমার মুখটি দেখে।

এতো কষ্ট করে মা তার সন্তানকে কখনও কষ্টে থাকুক এটা চায় না। কিন্তু আমরা কিছু হতভাগা দিব্বি তাদের ভুলে রঙ্গীন স্বপ্নে পড়ে আছি। আমাদের সবার ভাবা উচিত মায়ের পায়ের নিচে সন্তানের বেহশত। কয়দিন আর থাকব এ ধরণীতে সর্বোচ্চ ৬০ বছর, তাও বলতে পারি না। তাহলে কিভাবে তাদের এতো কষ্ট দেই ? আমরাও তো একদিন কোন মা- বা বাবা হবো সেদিনই বুঝবো পিতা-মাতা তার সন্তানদের কতটা ভালবাসে। যখন তাদের নিকট থেকে ব্যাথা পাব ঠিক তখনই মনে পড়বে, কিন্তু সময় হারিয়ে কি তা ফেরৎ পাওয়া যায়। তাই চলুন প্রতিটি মুহুর্ত আমরা মা-বাবাকে ভালবাসতে শিখি এবং যতদিন থাকব ততদিন তাদের কোন কষ্ট দেব না।

১,৮৪৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
রুদ্র আমিন, জন্ম ১৯৮১ সালের ১৪ই জানুয়ারী। পিতাঃ আব্দুল হাই (আরজু), মাতাঃ আমেনা বেগম। জন্মস্থানঃ মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামে। পড়া লেখা তেমন করা হয়নি, তবে নিট(NIIT) থেকে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনারে ডিপ্লোমা করেছি, কিছুটা অটোকেড (Autocad) কাজও শিখেছি। বর্তমানে ছোট একটি ব্যবসার সাথে জড়িত। ব্রাইট গ্লাস এন্ড এ্যালুমিনিয়াম ফেব্রিকেটরস্‌ । লেখা লেখির শখটা ৮ম শ্রেণী থেকে, বগুড়া লেখক চক্র দিয়ে শুরু। প্রথম কবিতার নাম “রাজনীতি” । সুখ নয় দুঃখকে বেশি ভালবাসি। মোবাইলঃ ০১৯৭৩১১১১২৩ প্রিয় ব্লগ সাইটঃ বন্ধুব্লগ(www.bondhublog.com)
সর্বমোট পোস্ট: ১৮ টি
সর্বমোট মন্তব্য: ৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-১৯ ১৯:১৭:২৫ মিনিটে
banner

৫ টি মন্তব্য

  1. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    মায়ের মতো আপনজন পৃথিবীতে নেই। তাই আসুন আমরা সবাই মা-বাকে ভালবাসি। তাদের যতটুকু পারি সুখে রাখি।

  2. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

    মা অনেক বড় সম্পদ…খুব ভালো লাগলো….

  3. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    খুব চমত্‍কার ছন্দেপূর্ণ কবিতা !
    সহস্র কোটি ভাল লাগা জানালাম ।

  4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    মাকে নিয়ে লেখা বরাবরই ভাল লাগে

    আমরা যেন মা বাবাকে কখনো কষ্ট না দেই ।

  5. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    মন ভরে যায় এমন লেখায়

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top