Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মিসড কলের প্রেম

লিখেছেন: রফিক আল জায়েদ | তারিখ: ০৯/০২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1156বার পড়া হয়েছে।

মিসড কলে ব্যাক কলে
আসে যেই প্রেম,
সেই প্রেম বাঁচেনা
বেঁচে থাকে ফ্রেম।

অবশেষে ধোঁকা খেয়ে
হয় প্রেম শেষ
জীবন চলার পথে
রয়ে যায় রেষ।

আবেগের বর্ধনে
গাছতলায় থেকে যায়,
বিয়ে হলে সেই প্রেম
পাঁচতলায়ও বেঁকে যায়।

প্রেমে আজ আছে শুধু
শরীরের যৌনতা,
যে প্রেমে ছিল আগে
দেহ মনের মৌনতা।

প্রেম তাই দেয় এখন
কত জ্বালা যন্ত্রনা,
নিঃশেষ হয়ে যায়
স্মৃতি দেয় মন্ত্রনা।

১,১৮৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি বিখ্যাত কোন লেখক নই। সখের বশে কিবোর্ড স্পর্শ করি। আর সখের বশে কখনও লেখক, কবি, গল্পকার, কখনও আরও অনেক কিছু..... প্রিয় ব্যাক্তিত্ব: হযরত মুহাম্মাদ (সা.) যাদের লেখা ভাল লাগে কবি: মুহিব খান লেখক: তামীম রায়হান, সালাহউদ্দীন জাহাঙ্গীর, ভালবাসি মা মাটি ও মানুষকে....
সর্বমোট পোস্ট: ২৭ টি
সর্বমোট মন্তব্য: ১৭৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-০৯ ১৬:২৭:৪৭ মিনিটে
banner

৬ টি মন্তব্য

  1. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

    প্রেমে আজ আছে শুধু
    শরীরের যৌনতা,
    যে প্রেমে ছিল আগে
    দেহ মনের মৌনতা।—— একান্তই সত্য কথন ! ধন্যবাদ জায়েদ ভাই ।

  2. আরজু মূন মন্তব্যে বলেছেন:

    মিসড কলে ব্যাক কলে
    আসে যেই প্রেম,
    সেই প্রেম বাঁচেনা
    বেঁচে থাকে ফ্রেম।

    ব্যাক্তিগত জীবনের অভিজ্ঞতা নয় তো? ফ্রেম তো থাকবে তবে ফ্রেমটা যেন মজবুত হয়।যথাস্থানে থাকে চিরস্থায়ী রুপে।অনেক মজার কবিতা পড়তে বেশ ভাল লেগেছে।তবে লেখার বক্তব্য এর প্রয়োগ বাস্তব যেন না হয়।

    ধন্যবাদ এবং শুভকামনা থাকল ভাল কবিতা লেখার জন্য।ভাল থাকবেন।

  3. রফিক আল জায়েদ মন্তব্যে বলেছেন:

    এই জীবনে মিসড কলের অনুপ্রবেশ না থাকলে, ফ্রেম তো থাকার কথা নয়।
    বাস্তবতা যে শুধু নিজের থাকতে হবে এমনটিও নয়। পারিপার্শ্বিক বাস্তবতার থেকেও হতে পারে। মন্তব্যর জন্য ধন্যবাদ। সর্বদা সবাইকে নিয়ে ভাল থাকবেন যেখানেই থাকেন।

  4. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    মিস কলে যে প্রেম হয়, এটা আমি প্রথমে বিশ্বাস করতাম না, আমার এক কলিগ যখন মিস কলে প্রেম করল এবং বিয়ে করল তখন থেকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি।

  5. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    এরকম হয় নাকী ভাই …………..
    দারুণ অন্ত্যমিল ছন্দ শব্দ গাথুণী বাক্য গঠণ
    প্রতি পংক্তিতে মুগ্ধতায় মুগ্ধ

    শুভ কামনা
    কাব্যতায় মুগ্ধ হলাম পড়ে …………
    ভালো কাব্য

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top