নোটিশ
মেঘ
এই লেখাটি ইতিমধ্যে 2100বার পড়া হয়েছে।
ঘুর ঘুর করে ডাকছে দেয়া
আকাশে
জল কণারা ভেসে বেড়ায়
বাতাসে ।
গায়ে গায়ে মিলন তাদের
হয় যখন
বৃষ্টি রুপে ভূমি পৃষ্ঠে
হয় পতন ।
সাগর নদী খাল বিল
জলাধার
জলে ডুবে হয় যে তারা
একাকার ।
সূর্যের আলো পরে যখন
পানিতে
বাষ্প হয়ে যায় সে পানি
শূন্যেতে ।
অনাধিকাল চলছে এ কাজ
রাত ও দিন
ধরা সূর্যের সখ্য চলবে
যতদিন । ।।
২,১১৪ বার পড়া হয়েছে
মেঘ-ব্রৃস্টি নিয়ে সুন্দর লিখেছেন কবি !
আসুন, আমরা সকলে মিলে আমাদের প্রিয় চলন্তিকাকে আবার প্রাণবন্ত করে তুলি —- ।।
সুন্দর সুন্দর !!
মেঘ বৃষ্টির সুন্দর কাব্য
সুন্দর কাব্যতা
ভেরি ণাইস লিখনি