নোটিশ
মেঘমিলনে কন্ঠস্বর (চলন্তিকায় শততম প্রকাশ)
এই লেখাটি ইতিমধ্যে 1236বার পড়া হয়েছে।
সূনয়না,
সেদিন ভোরের সদ্য ভেজা বৃষ্টিতে,
প্রেমে পরেছি আমি তোমার সুক্ষ্ণ দৃষ্টিতে।
হতে পারে তোমার মেয়েলী হাতের লেখা কবিতার,
কিংবা তোমার অপরুপ চেহারার।
আমি সত্যিই প্রেমে পরেছি!
তোমার ঐসর্য ঘেরা কাকীও চুলের,
চোখের উপরের ঘাম আটকানো ভ্রুয়ের।
কিংবা বা চোখ ঘেসা অবাক ছাউনির।
প্রেমে পরেছি তোমার গানের গলার,
কী দারুন স্নিগ্ধ স্বর,
ঠিক বসন্তের কোকিল ডাকা কন্ঠ।
যা শুনলে ক্লান্ত মন হয়ে যায় শান্ত।
হতে পারে প্রেমে পরেছি তোমার কাল্পনিক সত্বার
১,২১২ বার পড়া হয়েছে
বাহ
সুন্দর ভাবনার
জেনে গেলাম কাল্পনিক প্রেমের গোপন কথা,শততমের শুভেচ্ছা রইল
শততমে অভিনন্দন ও শুভেচ্ছা
ঠিক বসন্তের কোকিল ডাকা কন্ঠ।
যা শুনলে ক্লান্ত মন হয়ে যায় শান্ত।
চমৎকার লিখে যান ।
অভিনন্দন
লেখা ভাল লেগেছে
well come for 1o o