নোটিশ
মেঘের পালকে
এই লেখাটি ইতিমধ্যে 1479বার পড়া হয়েছে।
মেঘের পালকে
রোদের ঝিলিকে
জলের ছলকে
মনের তুলিতে মাধুরী মিশিয়ে
একেঁছি ছবি
হৃদয় পটে
তোমারি প্রিয়া
নয়নের নোনা জল দিয়ে ;
দুঃখের অনলে
মেঘের ভেলা
আকাশে ভাসে গো
বেদনার গরলে সে যে নীল,
প্রিয়াহীন রাতে
হৃদয় গভীরে
শূন্য ঝংকারে বীণ
ওগো বিরহে কাতর দীল্;
কেন যে সে
বুঝে ও বুঝে না
হৃদয় আমার
আহা কাতর কাহার তরে,
কি করে বুঝায়
খুলে গো হৃদয়
তাহার তরে গো
কত প্রেম জমা এই অন্তরে;
একদিন যদি বুঝে
আসে গো ফিরে
মোর শূন্য বুকে
হৃদয়ের নদীতে উঠবে জোয়ার,
গোলাপের ঠোঁটে
সোহাগের ছলে
মধুকর চুমে
অনুরাগে দোল্বে হৃদয় তাহার।
…………………………………
১,৬১০ বার পড়া হয়েছে
ওয়াও প্রেয়সির জন্য অকুল আবেদনের কবিতা খুব ভালো লেগেছে।
ভাল লেগেছে জেনে খুশী হলাম।
অনেক ধন্যবাদ।
বেদনার গরলে নীল,
প্রিয়াহীন রাতে
হৃদয় গভীরে
শূন্য ঝংকারে
বিরহে কাতর দিল;
আপনার এ অবস্থা কেন , কাশেম ভাই ?
হিমির জন্যে কত কবিতা লিখলেন ভাই
বিরহে কি কাতর অন্যেরা হতে পারে না?
অনেক ধন্যবাদ।
অনেক ভাল লাগল কবিতাটি । শুভ কামনা ।
ভাল লেগেছে জেনে আমার ও ভাল লাগলো
অনেক শুভেচ্ছা সহ ধন্যবাদ।
হাহাহা অনেক ভালো লাগল ভাইয়া।:-)
কারো হৃদয়ে বিরহ হাহাকার
আর হাসে কেউ মজা লুঠাবার,
অনেক ধন্যবাদ।
সুন্দর ছন্দময় প্রেমের কবিতা পড়তে বেশ ভাল লেগেছে।
মেঘের পালকে
রোদের ঝিলিকে
মনের মাধুরীতে
একেঁছি ছবি।চমৎকার।ধন্যবাদ কবি।
এই একটু আধটু ছেষ্টা করা আর কি,
যাতে আপনাদের পাশাপাশি থাকা যায়
চমৎকার মন্তব্যের জন্যে
অনেক ধন্যবাদ।
ছোট্ট ছোট্ট কথাগুলো খন্ড খন্ড মেঘের মত সুন্দর ভাবে সাজিয়েছেন….
ছোট ছোট দুঃখ সুখ
ছোট ছোট হৃদয়ে বাজে
ছোট ছোট শব্দে ছন্দে
ছোট ছোট চরণে সাজে,
অনক ধন্যবাদ মিলন ভাই।
লেখাগুলো কালো করেই দিবেন তাহলে চোখের সমস্যঅ হবে না
সুন্দর লাগল কবিতা । ছোট ছোট করে সাজানো হইছে
“বেদনার গরলে নীল,”
আপনি আগের ১টি কবিতায় ও নীল
লিখার অভিযোগ করায় ঐ নীল শব্দ
থেকেই অনুপ্রেরণা নিয়ে এই কবিতা লিখি।
সুতারাং নীল রং পরিবর্তন করতে পারছি না
বলে দুঃখিত।
আপনাকে অনেক ধন্যবাদ।
অসাধরণ হয়েছে
সাধারণ ভাবে লিখেছি তো, তাই
অনেক শুভ কামনা।
ভালবাসার অমিয় সুধা ঝরে পড়েছে কবিতার গতর জুড়ে –
অনবদ্য রচনা। কবিকে শুভেচ্ছা রইল।