Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মেয়ে, প্রেম দিও না

লিখেছেন: শ্যাম পুলক | তারিখ: ২৯/০১/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1246বার পড়া হয়েছে।

মেয়ে, প্রেম দিও না ঠান্ডা লেগে যাবে,
চুমু দিও না সন্ধ্যা হয়ে যাবে।
এখন চারদিকে শীতের কুয়াসা!
শেষে নিওমোনিয়া হয়ে যাবে।
আর তোমার হৃদয়ে যে বরফযুগ!
জড়িয়ে ধরো না, ভেঙ্গে হবে চুরমার।

মেয়ে, প্রেম দিও না ঠান্ডা লেগে যাবে,
চুমু দিও না সন্ধ্যা হয়ে যাবে।
জানো না অন্ধকার আসলেই রাত হয়ে যায়!
আর রাত আসলেই অগণিত দুর্ভাবনা
খেলা করে শহরের অলিগলিতে,
খুনিরা দলবেধে নেমে পড়ে পথে।
মেয়ে, ভালোবেসো না, মনে ভয় ধরে যাবে।

প্রেমের অসুখে ধরে নেবে সুখের অসুখে,
দেখো না মাফিয়াদের দখলে গ্যাছে
নদীর দু’কূলে রাতের আকাশ।
যে মাঠের গভীর থেকে কুয়াশারা উঠে,
তুষারযুগের গহ্বরে চলে গ্যাছে।
মেয়ে, বলোনা প্রেম হবে জ্যোৎস্নায়, রক্ত লেগে যাবে।
জড়িয়ে ধরো না, খুন হয়ে যাবে।

৩০১২১৪, ঢাকা।

১,২১২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমার উপর হয়তো অনেকেই রাগ করেন। কারন আমি মাঝে মাঝে কবিতা পোস্ট ঠিকই করি কিন্তু কারোটা তেমন পড়ি না বা মন্তব্য করি না। ------------------------------------------------------------------------------ এ নিয়ে আমারও রাগ আছে আমার উপর। আমি যদি সব বাদ দিয়ে শুধু কবিতা লিখতে পারতাম আর আপনাদের লেখা পড়তে পারতাম তাহলেই আমার ভালো লাগতো।----------------------------------------------------------- ------------------------------------------------------------------------------------------------------------------- আসলে আমার সব চেয়ে বড় সমস্যা হল আমি যখন যা করি তাই করি অন্য কিছু পারি না। যখন কবিতা লেখি তখন শুধু কবিতা। আর কিছু পারি না। রাত দিন বসে বসে কবিতা। আবার যখন তা বাদ দিয়ে অন্য কিছু করি তখন আর আবার কবিতা নেই।-------------------------------------------------------------------------------- দেখা যায় মাঝে মাঝে এত কবিতা লেখি যে কোনখানে পোস্ট করার সময় পাই না। আবার মাঝে মাঝে সেচ্ছায় নির্বাসন নিয়ে নেই শুধু লেখালেখির জন্য। শহর থেকে দূরে কোথাও চলে যাই। সুতরাং নেট এ বসা সম্ভব হয় না। ------------------------------------------------------------------------------------------------------------------ আমার সম্পর্কে কেউ কিছু জানে না বলেও অভিযোগ আছে। ---------------------------------------------------- আমি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং এ পড়ি। এবার ফোর্থ ইয়ার এ উঠেছি। মানে আমাকে আরও এক বছর পড়তে হবে। গত পনের বছর ধরে স্কুলে পড়তে পড়তে আমি হতাশায় জর্জরিত। আরও পড়তে হবে। কত বছর তা জানি না।--------------------------------------------------------- ---------------------------------------------------------------------------------------------------------------- মজার বিষয় হল প্রায় দশ বছর ধরে আমি লেখালেখির চেষ্টা করছি। কবি হব বলে লেখে যাচ্ছি কবিতা কিন্তু কোন প্রিন্ট মিডিয়ায় আমার লেখা প্রকাশ করতে পারি নি। আসলে পাঠাইতেই পারি নি। ---------------------- ----------------------------------------------------------------------------------------------------------------- আসলে আমার ছন্নছাড়া জীবন ভাল লাগে। রীতিনীতির ঊর্ধ্বের জীবন ভাল লাগে। এ জন্য মজা করে প্রায়ই আমি বলে।-------------------------------------------------------------------------------------------------------------- ** মহামানবেরা কোন নিয়ম মানে না, তাঁরা নিয়ম তৈরি করে। ------------------------------------------------- আসলে মজা করে বলা। আমি মহা মানব হতে চাই না। আমি শুধু হারিয়ে যেতে চাই। যেই মানুষগুলোকে আজ কেউ মনে রাখে না তাদের মত।---------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------------------------------------- ভাল থাকবেন। শুভকামনা সবার জন্য।
সর্বমোট পোস্ট: ১০৮ টি
সর্বমোট মন্তব্য: ৩৫৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-১১ ১২:১৬:২৩ মিনিটে
banner

৩ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    ওরে বাপসসসসসসসস কত কিছু প্রেম উপ্যাখ্যান রে বাবা

    খুব সুন্দর লেখা । শুভকামনা

  2. সুমন সাহা মন্তব্যে বলেছেন:

    ভালো লাগলো লেখা।

    শুভেচ্ছা কবি।

  3. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    মেয়ে তুমি চুন দিওনা
    গাল পুড়ে যাবে ,
    মেয়ে তুমি ফোন দিওনা
    বধির হয়ে যাবে।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top