Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মোর ঘুম ঘরে এলে মনোহর নম নম নম নম

লিখেছেন: আরজু মূন জারিন | তারিখ: ০১/০৬/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1556বার পড়া হয়েছে।

মোর ঘুম ঘরে এলে মনোহর

নম নম নম নম 

দেখি বাতায়নে দাড়িয়ে সে

নম নম নম নম

(খুবই প্রিয় নজরুল গীতি)

আহ টিনএজে ফিরে যেতে ইচ্ছে।

আমার উপরতলার প্রতিবেশী আচমকা

আমার কৈশোর সময় ধরে টান দিয়েছে। 

প্রতিদিন রাত একটায় কি দুইটায় আমার উপরতলার প্রতিবেশীর কি যেন রান্নার শখ চাপে একটা থেকে পাচটা পর্যন্ত শুনতে থাকি হা হা হাসি গল্প ড্রয়ার খোলার আওয়াজ।মাঝ মাঝে উচ্চস্বরে ভদ্রমহিলা বিচিত্র ভাষায় ফিলিপিনো না তামিল গান গায়।আমি ও তখন গাওয়া শুরু করি 

মোর ঘুম ঘরে এলে মনোহর

নম নম নম নম

১,৬১২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
নিজের সম্পর্কে কিছু বলতে বললে সবসময় বিব্রত বোধ করি। ঠিক কতটুকু বললে শোভন হবে তা বুঝতে পারিনা । আমার স্বভাব চরিত্র নিয়ে বলা যায়। আমি খুব আশাবাদী একজন মানুষ জীবন, সমাজ পরিবার সম্পর্কে। কখনো হাল ছেড়ে দেইনা। কোনো কাজ শুরু করলে শত বাধা বিঘ্ন আসলেও তা থেকে বিচ্যুত হইনা। ফলাফল পসিটিভ অথবা নেগেটিভ যাই হোক শেষ পর্যন্ত কোন কাজ এ টিকে থাকি। জীবন দর্শন" যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ " লিখালিখির মূল উদ্দেশ্যে অন্যকে ভাল জীবনের সন্ধান পেতে সাহায্য করা। মানুষ যেন ভাবে তার জীবন সম্পর্কে ,তার কতটুকু করনীয় , সমাজ পরিবারে তার দায়বদ্ধতা নিয়ে। মানুষের মনে তৈরী করতে চাই সচেতনার বোধ ,মূল্যবোধ আধ্যাতিকতার বোধ। লিখালিখি দিয়ে সমাজে বিপ্লব ঘটাতে চাই। আমি লিখি এ যেমন এখন আমার কাছে অবাস্তব ,আপনজনের কাছে ও তাই। দুবছর হলো লিখালিখি করছি। মূলত জব ছেড়ে যখন ঘরে বসতে বাধ্য হলাম তখন সময় কাটানোর উপকরণ হিসাবে লিখালিখি শুরু। তবে আজ লিখালিখি মনের প্রানের আত্মার খোরাকের মত হয়ে গিয়েছে। নিজে ভালবাসি যেমন লিখতে তেমনি অন্যের লিখা পড়ি সমান ভালবাসায়। শিক্ষাগত যোগ্যতা :রসায়নে স্নাতকোত্তর। বাসস্থান :টরন্টো ,কানাডা।
সর্বমোট পোস্ট: ২২৯ টি
সর্বমোট মন্তব্য: ৩৬৮৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৫ ০১:২০:৩৫ মিনিটে
banner

১৫ টি মন্তব্য

  1. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

    খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে —— !!
    ধন্যবাদ ও শুভেচ্ছা আপু ।

    • আরজু মূন মন্তব্যে বলেছেন:

      খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে

      আমার প্রিয় গান। ধন্যবাদ জসিম ভাই মন্তব্যের জন্য। শুভেচ্ছা থাকল।

  2. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    হম….বাংলা গান গেয়ে শুনায়ে দিয়ো আপি

  3. ব্যবস্থাপনা সম্পাদক মন্তব্যে বলেছেন:

    রোজনামচা তাই না? ভালই লাগল।

  4. এ টি এম মোস্তফা কামাল মন্তব্যে বলেছেন:

    নজরুলের এ গানটার বাণী আর সুরের মুর্চ্ছনায় আমি তন্ময় হয়ে যাই। গানটির কথা মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।

  5. মো: মালেক জোমাদ্দার মন্তব্যে বলেছেন:

    মোর ঘুম ঘরে এলে মনোহর

    নম নম নম নম

    দেখি বাতায়নে দাড়িয়ে সে

    নম নম নম নম
    বাহ!!! ধন্যবাদ আপু

  6. আরজু মূন মন্তব্যে বলেছেন:

    মোর ঘুম ঘরে এলে মনোহর

    নম নম নম নম

    দেখি বাতায়নে দাড়িয়ে সে

    নম নম নম নম

  7. আরজু মূন মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ মালেক ভাই মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল।

  8. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    +

  9. আরজু মূন মন্তব্যে বলেছেন:

    ………..+

  10. হামি্দ মন্তব্যে বলেছেন:

    নজরুলের এই গানটা শুনতে ইচ্ছে করছে। দেখি সংগ্রহ করব। অসাধারণ লাগে আমার কাছে। তবে বেশ কিছুদিন শোনা হয় না গানটা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top