Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

মোহ…..

লিখেছেন: এই মেঘ এই রোদ্দুর | তারিখ: ০১/০৪/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1858বার পড়া হয়েছে।

মোহে পড়ি বার বার
এক নয় দুই নয় হাজার বার
আশ্চর্য্য হই যেনো আচম্বিতে,
খুবই তাড়াতাড়ি কেটে যায় মোহ
যেন বন্ধ চোখ খুলে দেয়া হঠাৎ…।

স্বপ্নের ঘোর থেকে মুক্তি পাওয়া মন
আলোয় এসে থমকে দাঁড়ায়…
অচেনা সব,
অজানা সব;
একাকী পাতাহীন গাছের নিচে দাঁড়িয়ে
অবশ দেহে কিছুক্ষন
ডালের ফাঁক ফোকর দিয়ে তীর্যক রোদ মুখটা জ্বালিয়ে দেয়।

অথচ বন্ধ চোখে কতই না আহরণ করেছি শান্তি, সুখ, স্বপ্ন
আঁধারের দেশে স্বপ্নীল আলো এসে রাঙ্গিয়ে দিয়েছিল আঙ্গিনা…
জোনাকিরা খেলা করছিল মনের উঠোনে
কুহক এসে হাত ধরেছিল, বলেছিল ফিরে যেওনা,
একদিনের জন্য হলেও আমার হও…।

আহ্ সেকি মোহ! কথার জালে আটকাতে চায়….
ছলে বলে বন্দি করতে চায় মোহের মাঝে।

বন্ধ চোখে থাকা যায় কাহাতক!
চোখ খুললেই কেটে যায় মোহ…
ফিরে আসি কুহকের জাল ছিন্ন করে।
মোহ তো থাকে না বেশিক্ষণ,
কেটে গেলে….
সমাপ্তি ঘটে একটি গল্পের; ডুব দেই হতাশার সাগরে।

আচানক জীবনে ফের ফিরে আসে মোহ..
এবং মোহে পড়তে সময় লাগে না…
মিষ্টি কথার দুষ্টুমিতে ভুলে আবার চোখ বন্ধ করি…..
মানুষ তো! তাই মোহ নিয়ে খেলা করি আনমনে;
যার ভাল থাকার অধিকার নেই বাস্তবে
সে মোহকে কাছে ডাকে…।

যার মন আছে, তাকে মোহে পড়তেই হয়…
বারবার না হলেও একবার…
অত:পর মোহ কেটে যায়/যাবে…
কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে
অনুশোচনায় ক্লান্ত মন বিষন্নতায় হারিয়ে
জন্ম দিবে একটি জীবন্ত কবিতার।

১,৮৩৪ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি খুবই সাধারণ একজন মানুষ । জব করি বাংলাদেশ ব্যাংকে । নেটে আগমন ২০১০ সালে । তখন থেকেই বিশ্ব ঘুরে বেড়াই । যেন মনে হয় বিশ্ব আমার হাতের মুঠোয় । আমার দুই ছেলে তা-সীন+তা-মীম ==================== আমি আসলে লেখিকা নই, হতেও চাই না আমি জানি আমার লেখাগুলোও তেমন মানসম্মত না তবুও লিখে যাই শুধু সবার সাথে থাকার জন্য । আর আমার ভিতরে এত শব্দের ভান্ডারও নেই সহজ সরল ভাষায় দৈনন্দিন ঘটনা বা নিজের অনুভূতি অথবা কল্পনার জাল বুনে লিখে ফেলি যা তা । যা হয়ে যায় অকবিতা । তবুও আপনাদের ভাল লাগলে আমার কাছে এটা অনেক বড় পাওয়া । আমি মানুষ ভালবাসি । মানুষকে দেখে যাই । তাদের অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করি । সব কিছুতেই সুন্দর খুঁজি । ভয়ংকরে সুন্দর খুঁজি । পেয়েও যাই । আমি বৃষ্টি ভালবাসি.........প্রকৃতি ভালবাসি, গান শুনতে ভালবাসি........ ছবি তুলতে ভালবাসি........ ক্যামেরা অলটাইম সাথেই থাকে । ক্লিকাই ক্লিকাই ক্লিকাইয়া যাই যা দেখি বা যা সুন্দর লাগে আমার চোখে । কবিতা শুনতে দারুন লাগে........নদীর পাড়, সমুদ্রের ঢেউ (যদিও সমুদ্র দেখিনি), সবুজ..........প্রকৃতি, আমাকে অনেক টানে,,,,,,,,,আমি সব কিছুতেই সুন্দর খুজি.........পৃথিবীর সব মানুষকে বিশ্বাস করি, ভালবাসি । লিখি........লিখতেই থাকি লিখতেই থাকি কিন্তু কোন আগামাথা নাই..........সহজ শব্দে সব এলোমেলো লেখা..........আমি আউলা ঝাউলা আমার লেখাও আউলা ঝাউলা ...................... ======================== এটা হলো ফেইসবুকের কথা........ ========================== কেউ এড বা চ্যাট করার সময় ইনফো দেখে নিবেন এবং কথা বলবেন...........আর আইস্যাই খালাম্মা বলে ডাকবেন না । পোলার মা হইছি বইল্যা খালাম্মা নট এলাউড......... ================ এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনি রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে ======================= কিছু মুহূর্ত একটু ভালোবাসার স্পর্শ চিত্তে পিয়াসা জাগায় বারবার এই নিদারুণ হর্ষ ....... ছB ========================= এই হলাম আমি........ =================
সর্বমোট পোস্ট: ৬৩৯ টি
সর্বমোট মন্তব্য: ৯০০৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৫ ০৪:৫২:৪০ মিনিটে
banner

৮ টি মন্তব্য

  1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    আবার এতেই চলে বিশ্ব সংসার ।
    ভাল লেখা

  2. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    দারুন লিখনী
    মুগ্ধ হবার মতোন সুন্দর কাব্যতা

    শুভ কামনা থাকলো
    শুভ রাত্রি

  3. ফাগুন আইভী মন্তব্যে বলেছেন:

    মানুষ হলে মন থাকবে মন থাকলে মোহ আসবেই! অসাধারণ একটা কবিতা হয়েছে, আপু! চালিয়ে যাও!

  4. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    “মোহ”-তে বিমোহিত না হয়ে পারলাম না আপু !
    আমারও কিন্তু আপনার প্রতি এক ধরণের মোহ আছে ! :O
    সেটা কি জানেন তো ?
    -আপনার লিখা পড়ার মোহ !!! 😛
    চমৎকার লিখেছেন আপু । শুভেচ্ছা….

  5. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    বেশ সুন্দর ভাব ও বোধের কাব্যিক লেখনী।
    ভাল লাগল কবি। শুভেচ্ছা জানবেন।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top