নোটিশ
যাত্রায় বিপত্তি
এই লেখাটি ইতিমধ্যে 1321বার পড়া হয়েছে।
সে দিন আমি অফিস যাচ্ছি
সায়েদা বাদের বাসে
ক্ষণিক বাদে মহিলা এক
বসলো আমার পাশে ।
একা নয় সে কোলে বাচ্চা
বয়স ছয় কি সাতে,
মায়ের কোলে বসে আছে
মুরগী একখান হাতে ।
সামনের সীটে তাদের দলের
মহিলা বসা তিন
ক্ষণিক বাদে বমির শব্দে
মোর গা করে ঘিন ঘিন ।
হেল্পার বলে বমির স্বভাব
পলিথিন নেই কেণ?
আমিও তায় নানা উপদেশ
দিচ্ছি ঘন ঘন ।
পাশের বাচ্চা মাথা নুইয়ে
ঘুমে মায়ের কোলে
ওয়াক শব্দে বাম হঠাৎ
আমার গায়ে ডালে ।
বিপত্তি দেখে বাচ্চার মা
হয়ে যায় হতবাক
এই বিপাকে আমিও তখন
হয়ে গেছি নির্বাক ।
অনুতপ্ত মা কাপড় মোর
মুছে আচলে তার
বমির গন্ধে নাড়ি যেন
বাইরে আসছে আমার ।
সেই ভাবেই অফিসে ঢুকে
বাথ রোমেতে যত
ঢালি পানি ধুতে বমি
গন্ধ বাড়ে তত ।
ভাবি মনে দেহের গন্ধ
হবে না কভু লীন
যদিনা কভু যায় মুছে
আত্মার সেই ঘিন ঘিন । ।
১,৩১৬ বার পড়া হয়েছে
বাস্তবতার নিরিখে লেখা।
ধন্যবাদ কষ্ট করে পড়েছেন বলে । শুভ কামনা ।
chondomoy kobita ..
ধন্যবাদ । শুভ কামনা । ভাল থাকুন ।
ভাবি মনে দেহের গন্ধ
হবে না কভু লীন
যদিনা কভু যায় মুছে
আত্মার সেই ঘিন ঘিন । ।
চমৎকার লিখেছেন ভাল লাগল অনেক
অনেক চমত্কার লেখা , অনেক সাধুবাদ জানাই।