Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

যারা একুশ এনেছে

লিখেছেন: সাঈদ চৌধুরী | তারিখ: ২১/০২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1252বার পড়া হয়েছে।

 

২১শে ফেব্রুয়ারীতে

ভালোবাসি বলতে গেলেও যারা একুশ এনেছে

তারাঁ ভাবেনি আমার ভাষা

কখনও অনাদরিত হবে

কখনও শ্রদ্ধা হারাবে….

অথবা অন্য কোন ভাষার কাছে

নিজের স্বকীয়তা হারাবে….

 

যাঁরা একুশ এনেছে

চেতনায় ভাষার যতনে

হৃদয় কাপিয়ে, উম্মাতাল ছন্দে

রক্ত বিলিয়ে দিয়ে

একটি ভাষার স্বপ্ন একেঁছে

শুদ্ধ একটি ভাষার জন্য ….।

 

যারা একুশ এনেছে

তাঁরা সাহসী মায়ের সন্তান হয়ে

বুকটাকে গুলির সামনে পেতে দিয়েছে

তারাঁ আজও আমাদের মনে রয়েছে

শহীদের মর্যাদা নিয়ে

 

যারা একুশ এনেছে

তাঁরা আজও অমর

যুগের পর যুগ, বছরের পর বছর

অনন্তকাল…. তাঁদের আত্নদানে

লালিত করতে হবে ভালোবেসে

নিজের ভাষার সৌন্দর্যকে পরিস্ফুটিত করতে

বিলিয়ে দিতে হবে প্রতিটি হৃদয়ে

বাংলা ভাষার অমৃত মাধুর্যতাকে 

 

যারা একুশ এনেছে

তাদেঁর স্বপ্নকে জাগ্রত করতে

নিজেকে আরো বেশী করে

শক্ত সক্রিয় ভাবে

কাজ করে যেতে হবে ভাষার জন্য ।  

(রচনাকালঃ ২০.০২.১৪ইং রাত ১১.৩০মিনিট)

১,২৮৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যেতে চাই ।
সর্বমোট পোস্ট: ১৯০ টি
সর্বমোট মন্তব্য: ৬৯২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৭ ১২:১২:৫১ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. সাখাওয়াৎ আলম চৌধুরী মন্তব্যে বলেছেন:

    এই কথাগুলো আপনার একার নয়। এই কথাগুলো আমাদের সকলের।

  2. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    ভাবতে কষ্ট হয়, এখনো কিছু কুসন্তান আছে যারা আজো শহীদ মিনারের পতাকা পড়ানোর জন্য প্রস্তুত, কারণ ওদের মতে কেন এসব পূজা!

  3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    একুশের কবিতা অনেক ভাল লাগল ভাল থাকুন

  4. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    বেশ সুন্দর ভাবনা র লিখা আপনার
    পড়ে ভালো লাগলো
    শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top