Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

যোগ্যতা

লিখেছেন: কল্পদেহী সুমন | তারিখ: ১৩/০৯/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 2055বার পড়া হয়েছে।

যোগ্যতা নামক অহমিকা
প্রশ্ন তুলছে বহমিকা
জর্জরিত জীবন শিখা
কোথায় গেল দূরকে দেখা।

অতীত ছিল ভবিষ্যৎ আসবে
মাঝে চলছে বর্তমান তবে
ভাবনারা তাই মেরামত হয়
সময় গল্পে ভর করে।

অতীতের গৌরব হারায়
বর্তমানের ধূলিকার মাঝে
ভবিষ্যতের কল্পিত কাঠগড়ায়
আর অবাঞ্ছিতের নিরব অভিমানে।

তবুও থেমে থাকা নয়
উদয়াস্তের সময় হয়ে যায়
সান্দ্রতা পথে যতই বাড়ুক
যেতে হবে দূরের সূর্যস্নানে।

ভীত নড়লেই কম্পন
বিশৃঙ্খল জীবনের শৃঙ্খল
কখনও তলিয়ে যায় জীবন
কখনও বা হারায় সংযোজন।

অন্যের দেখানো পথ বর্জন
চিন্তার উৎকর্ষ সাধন
হয়তো তাতেই হতে পারে
জীবনের পথ যত সুগম।

উপদেশ নয় উপায়
দেখানো গল্পের বিষয়
বিচ্যুত সঞ্চার পথে
হবেনা যে ঘরের পরিচয়।

২,০৩০ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
খন্দকার মো: আকতার উজ জামান সুমন পিতা: মো: আবু সাদেক খন্দকার মাতা: ঝরনা বেগম বর্তমান ঠিকনা: মিরপুর, ঢাকা স্থায়ী ঠকানা: কুমিল্লা জন্ম তারিখ: ৩ ফেব্রুয়ারী, ১৯৯৪ ধর্ম: ইসলাম জাতীয়তা: বংলাদেশী বৈবাহিক অবস্থা: অবিবাহিত শিক্ষা: বাংলাদেশ নৌবাহিনা কলেজ, ঢাকা থেকে এস.এস.সি ও এইচ.এস.সি উভয়টিতে জি.পি.এ ৫ পেয়ে উত্তীর্ন। বর্তমানে মানারত ইন্টার্ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী ডিপার্টমেন্টে অধ্যয়নরত। আমি যে রকম : কথা বেশি একটা বলিনা চুপচাপ থাকতে পছন্দ করি। সব সময় কল্পনা করি। কল্পনায় আমি সবসময় নিজের সাথে কথা বলি। আর সব সময় অন্যমনষ্ক থাকি। আমার আশেপাশে কে কি করছে না করছে তার দিকে আমার তেমন খেয়াল থাকে না। অনেক সময় কাউকে খুজতে যেয়ে নিজেই হারিয়ে যাই। আর একটা কথা হলো আমার পথ মনে থাকে না তাই আমি একা হাটতে গেলে প্রায়শই পথ ভুল করি। পথে হাটাহাটি করার সময় কত জনের সাথে ধাক্কা খেয়েছি এ পর্যন্ত, তার হিসাব নেই। আমার সমস্ত জীবনটাকে কল্পনা মনে হয় কারণ সব কিছুই যাই ঘটে আমার সাথে তাই আমার কাছে কল্পনা মনে হয়। যদি কোন অঘটন ঘটে তাহলে ভাবি কল্পনা ভেঙ্গে গেলাই সব ঠিক হয়ে যাবে। আমার এই অসম্ভব রকম কল্পনাসক্ত দিনকে দিন বেড়েই চলছে। নিজেকেই কখনও হারিয়ে ফেলি আমি। জানিনা জীবনের অনেক কিছুই হয়তো তবে যতটুকু আমি অর্জন করেছি তার সবটুকুই সত্য। মিথ্যা কিছু নিয়ে আমার বড়াই নেই। এক অদ্ভুত বিষয় সর্বদাই আমাকে ভাবিয়ে তুলে তাহল কেন যেন অন্য আট দশটা মানুষের মতো সবকিছু স্বাভাবিক ভাবে মেনে নিতে পারিনা। কিছু বিষয় আমাকে বারবার স্পর্শ করে যাবেই। আমি যা বলি তার সবটাই গভীর অনুভূতি থেকে বলি তাই হয়তো আমার কথার জবাব অর্থপূর্ণ না হলে এক ধরনের অপমানবোধ কাজ করে। আমি ভাবনার অতলে প্রবেশ করে জটিল বিন্যাসে অনেক ছক আঁকি যার ফলে স্বাভাবিক দৃষ্টিকোণ হতে আমার বিষয়গুলো ভাবলে মানানসই হবে না। আমাকে ঠিক বুঝে উঠতে পারে এরকম খুব কম মানুষই আছে। আমিও নিজেকে কখনও কখনও ঠিক বুঝে উঠতে পারিনা, তাই হয়তো আমার মন খারাপের কারণ, রাগ করার কারণ অনেক সময় আমার অজানাই থাকে। আমি খুব বেশি একটা কথা বলা পছন্দ করিনা যদিও আমার ফেসবুকে পোস্ট দেখলে তা অনেকের বিশ্বাস হবেনা। বাস্তবে আমি বন্ধুদের আড্ডা, পরিবারের আলোচনায় কথা তেমন বলিনা বললেই চলে। আমি সব সময় বিভিন্ন ধরনের ভাবনায় নিমগ্ন থাকতে পছন্দ করি তাই হয়তো বাস্তব জীবনের সাথে আমার সম্পর্কটাও নড়বড়ে। আমি সহজেই মানুষকে অনুভব করে ফেলি যার ফলে খুব সহজেই কাউকে মনের গভীরতায় ঠাই দিয়ে বসি। আর এটাই কখনও কখনও আমার দুঃখের কারণ হয়ে বসে। আমি জানিনা আমার বর্তমান, জানিনা আমার ভবিষ্যৎ তবে এটুকুই বলতে পারি এক সময় সুখ আর দুঃখ দুটোই একই মনে হবে আমার কারণ আমার অনুভূতির জগতটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। আর আমার অনুভূতি নিস্তেজ হয়ে যাওয়া মানে আমার কবিতা, গল্প বিলুপ্ত হয়ে যাবে আমার সৃজনশীল কর্মের তালিকা হতে। তবে আমি থাকব একজন অবাধ্য বন্ধু হয়ে সবার মাঝেই। প্রকাশিত বইঃ (১)সমন্বয়(কাব্য গ্রন্থ-সম্মিলিত সংকলন)
সর্বমোট পোস্ট: ২৯২ টি
সর্বমোট মন্তব্য: ৪৯৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৮-২৯ ১৬:৩০:৩০ মিনিটে
banner

১৪ টি মন্তব্য

  1. গোলাম মাওলা আকাশ মন্তব্যে বলেছেন:

    অন্যের দেখানো ভাল পথে পেয়ে যেতে পারি জীবনের কাঙ্ক্ষিত সাফল্য

  2. খন্দকার মোঃ আকতার-উজ-জামান সুমন মন্তব্যে বলেছেন:

    অনেক সময় তাই হয়, পাশে কাউকে থাকতে হয় সাফল্যের জন্য

  3. রোদের ছায়া মন্তব্যে বলেছেন:

    কবিতায় কথাগুলো বেশ গভীর।
    অনেক ভাবনার ফসল নিশ্চয়ই।
    ভালো লাগলো।
    আপনাকে কখনও পাঠক হিসাবে পাইনি, পেলে ভালো লাগলো আমাদেরও আপনারও।

  4. খন্দকার মোঃ আকতার-উজ-জামান সুমন মন্তব্যে বলেছেন:

    নানা ব্যস্ততার কারণে ব্লগে তেমন সময় দিতে পারিনা তবে চেষ্টা করি আপনাদের লেখা পড়ার।

  5. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    কবিতার ভাবনায় অনেক সম্ভাবনা
    চলুক এভাবেই
    ভাল লাগল

  6. আরজু মূন জারিন মন্তব্যে বলেছেন:

    অতীতের গৌরব হারায়
    বর্তমানের ধূলিকার মাঝে
    ভবিষ্যতের কল্পিত কাঠগড়ায়
    আর অবাঞ্ছিতের নিরব অভিমানে।চলুক কবিতা।ভালো থাকবেন অনেক সবসময়।

  7. নাজমুল হক পথিক মন্তব্যে বলেছেন:

    ভাল লেগেছে। ধন্যবাদ.।

  8. খন্দকার মোঃ আকতার-উজ-জামান সুমন মন্তব্যে বলেছেন:

    ধণ্যবাদ আপনাদের,আপনাদের ভালো লাগাটাই আমাকে অনুপ্রানিত করে

  9. ঘাস ফড়িং মন্তব্যে বলেছেন:

    কেমন যানি ঘোলাইয়া গেল

  10. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    লেখায় কাব্যিকতা কম আসে, আরেকটু কাব্যিকতা আনার চেষ্টা করবেন। ভাল লাগল

  11. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    কে আমারে বলে দিবে
    যোগ্যতার মাপকাঠি,
    যোগ্যত যেন আজ
    দিয়াশলাইয়ের কাঠি।

    খোঁচা দেয়ার সাথে সাথে
    পুড়ে যেন ছাই!
    মেট্রিক পাশের চাকরি আছে
    এমএ পাশের নাই।

  12. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ছন্দের দোলায় কাব্য হলো ভরপুর বেশ সুন্দর বেশ ভাল
    লাগলো কবি………………….

  13. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    ছন্দের দোলায় কাব্য হলো ভরপুর বেশ সুন্দর বেশ ভাল
    লাগলো কবি………………….

    শুভ কামনা
    শুভ সকাল

  14. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    কবিতা বেশ ভাল লাগল।
    আপনার কবিতায় শব্দচয়ন বানান ইত্যাদি মানসম্মতই হয়।
    এখানে অন্তঃমিলের স্বার্থে ব্যবহৃত ‘বহমিকা’ শব্দটি নিয়ে আবার একটু ভাববেন কবি।
    বুঝতে পারি – ‘বহমান’-কে ভিত্তি ধরেই ‘বহমিকা’ ব্যবহার করেছেন কিন্তু
    বাংলা ভাষায় শব্দটির অস্তিত্বও নেই গ্রহণযোগ্যও নয়। ধন্যবাদ ও শুভেচ্ছা কবিকে –

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top