রক্তস্নাত গাজা
এই লেখাটি ইতিমধ্যে 1519বার পড়া হয়েছে।
রক্তস্নাত গাজা
জাফর পাঠান
বহমান-স্রোতস্বিনী টকটকে তাজা রক্ত তপ্ত
কম্পমান, টুকরো টুকরো মগজ উৎক্ষিপ্ত,
বিরান-ছড়ানো ছিটানো অঙ্গপ্রতঙ্গ নিয়ত
অফুরান, ছড়িয়ে ছিটিয়ে রয় আহত-নিহত।
কোথাও বাবার কোলে, কোথাওবা মার
মৃত সন্তানকে জড়িয়ে, কেঁদে জারেজার,
কোথাও বাবা-মা-নিয়েছে চীরদিনের ছুটি
অবুঝ ভয়ার্ত শিশুর, অসহায় ছোটাছুটি।
বয়ে চলেছে নিত্য, রক্তের শতশত নহর
বুক ফুঁড়ে গাজার-রক্তপিপাসু ইহুদী বহর,
যত কান্না-যত রক্ত, যত ফিলিস্তিনি লাশ
তত প্লিত তত তৃপ্ত-তত ওদের নগ্ন উল্লাস।
গাজার ধ্বংস স্তুপের উপর করবে বসবাস
জঘণ্য মন-জঘণ্য বাসনায় মিটাবে উপবাস,
মানবতার অর্থ ওরা বুঝেনা, মানুষ চিনেনা
শূকর-হায়েনা ছাড়া, ভাষা কারো বুঝেনা ।
বুঝে নাও মানবেরা, ওরা কোন্ উপজাত
কাটায় কোন্ জাতের সাথে, রাত্রি-প্রভাত,
মানে নাকো আইন-কানুন, জন্মতে কসুর
ওরা শুধু থামে, পড়লে মাথায় শক্ত মুগুর।
১,৪৮৩ বার পড়া হয়েছে
Ki hochhe
pran kenpe uthe
eto rokto keno
মুগরেরি দরকার এখন লেখা সুন্দর হইছে
হে আল্লাহ তুমি গাজা বাসিদের উপর চির শান্তি নাজিল কর।