নোটিশ
রাজনীতি
এই লেখাটি ইতিমধ্যে 1534বার পড়া হয়েছে।
মানেই হলো রাজার সুখনীতি,
রাজনীতি মানেই আজ জনমনে ভীতি।
রাজনীতি মানেই হলো রাজপথে রক্তের হলি,
রাজনীতি মানেই আজ মায়ের আদরের স্বপ্ন সন্তানের বলি।
রাজনীতি মানেই হলো অগণিতের আর্তনাদ,
রাজনীতি মানেই আজ নিপীড়িতের অগাধ খাদ।
রাজনীতি মানে নয় জনবলের রীতি,
রাজনীতির মানে আজ অস্ত্রের ভীতি।
রাজনীতে মানে নয় সৃষ্টির কারিগর,
রাজনীতি মানে আজ ধ্বংসের চরাচর।
রাজনীতি মানে নয় গৃহহারার ভাষা,
রাজনীতি মানে আজ প্রাসাদ গড়ার চাষা।
১,৫৭২ বার পড়া হয়েছে
Tags: রাজনীতি
নীতিহীনতাই বর্তমান সময়ে আমাদের রাজনীতির একমাত্র নীতি !
জি ভাই তাই তো দেখতাছি।
রাজনীতির ধারা পরিবর্তনে আমাদের সবারই কাজ করতে হবে । ধণ্যবাদ সুন্দর কবিতার জন্য ।
আশা রাখি আপনার কবিতা পড়ে রাজনীতিকদের একটু লজ্জাবোধ জন্মাবে । শুভ কামনা । ভাল থাকুন ।
রাজনীতিবিদরা এখন গন্ডারের চামড়ার মতন হয়ে গেছে। উনাদের দেখলে এখন লোকাল বাসের ড্রাইভার পর্যন্ত ভয় পায়, কারণ আগে শুধু লোকাল বাসের ড্রাইভাররাই গন্ডারের চামড়া ছিলো।
রাজনীতি মানে নয় জনবলের রীতি,
রাজনীতির মানে আজ অস্ত্রের ভীতি।
রাজনীতে মানে নয় সৃষ্টির কারিগর,
রাজনীতি মানে আজ ধ্বংসের চরাচর।
ঠিক বলেছেন আপনি।আমাদের রাজনীতিকদের সেই বোধদয় কবে আসবে কে জানে?
অনেক ভাল লাগল কবিতা।ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।
ধন্যবাদ।
রাজনীতি মানেই আমরা এখন এসবই বুঝি
ভাল লিখেছেন
আমাদের বোঝার কারণটা শক্ত তাই ।
“””””””””””””””””””””””””””
ভালো লাগলো পড়ে ‘
থাকলো শুভ কামনা
শুভ সন্ধ্যা