Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

রাতের দেশে

লিখেছেন: খালিদ হাসান | তারিখ: ২৮/০২/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1409বার পড়া হয়েছে।

চাঁদাখানা মুখ পরে আছে মাতাল দেশে
খাটখানা তে তোশক নেই তবু আরামের
বেশে।
সারাদিন চেঁচামেচি দৌড়ঝাঁপ
ক্লান্তির ছায়তে নেই তার প্রভাব।
একা একা পায়চারী ঘরে আর বেলকুনি
আকাশের চাঁদটা আমাদের ছবিতে প্রেমবুনি।
সে অভিমান করে ঘুমিয়ে আছে এক
কোনে
আমি ব্যস্ত জগদীশ কর্মে আনমনে।
ভেবে সেবে কবিতার ডাইরিতে লিখে যাই
ভোরের পাখি ডেকে বলে আমি তখন
জেগে নাই।
নিত্যকার মতো করে ডেকে তুলে
উনুন ধারে যায় চলে।
এই যে তৈরি তোমার উনুন মাখা প্রেম
নৈশি নয়ন ভেজা আমার দিয়েছিগো সেম।
আমি চাইনি তোমায় ভেজাতে
যদি লুকোতে প্রকৃতির চাদরে সেরাতে।
না আর তাতে কি লাগে
তাই যদি সে স্বপন না জাগে।

১,৩৭৯ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
প্রত্যেক পাঠকবর্গ কে আমার সালাম ও শুবেচ্ছা। আমি সাধারনত প্রকৃতি নিয়ে লেখালেখি করি, কবিতায় মৌলিক বিষয় রাখার চেষ্টা করি। আমার এ শিল্প কর্ম ১৩ বছর বয়স থেকে শুরু করেছি, ভবিষ্যৎ চালিয়ে যাওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। বিস্তারিত ঃ ফেইজবুক- খালেদ রাব্বি
সর্বমোট পোস্ট: ২২ টি
সর্বমোট মন্তব্য: ২১ টি
নিবন্ধন করেছেন: ২০১৫-০২-০৮ ০৩:২২:১৬ মিনিটে
banner

৪ টি মন্তব্য

  1. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    একা একা পায়চারী ঘরে আর বেলকুনি
    আকাশের চাঁদটা আমাদের ছবিতে প্রেমবুনি।
    অসাধারণ

    খুব সুন্দর ভাল লাগায় ভরপুর

  2. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    বেশ হয়েছে, আরো সুন্দর কবিতা চাই কবি।

  3. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    কাব্য’র ভাবনা ভালো
    সো আরো একটু ভাল হলে আরো ভালো লাগতো
    শুভ কামনা রইল
    কবি……………….

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top