নোটিশ
রুপালী মানবী
এই লেখাটি ইতিমধ্যে 1244বার পড়া হয়েছে।
রুপালি মানবী,
বটবৃক্ষের তলে যখন তোমাকে দেখেছে
ট্রেনের কামড়ায় বসে থাকা যুবকের চোখে।
তার কল্পনায় জানালা দিয়ে উকি মেরে
ঐ দূরের গ্রামের সবুজ ঘাসের উপর- হেটে বেড়ানো মেয়ে,
যার পড়নে রুপার নীল শাড়ি,
লাল ফিতায় বাধা চুল,
কপালে মাধ্যমিকের বায়না ধরা অবুঝ বালিকার কালো টিপ
আর নগ্ন নির্জন হাতে বেলিবারী চুড়ি।
মেঘলা কালো খোপার চুল,
শ্রাবণের বৃষ্টি এঁটে দেয়া ঠোটে ভেজা গোলাপ,
তুমি মানবী নাকি ইশ্বরের দান?
১,২২৯ বার পড়া হয়েছে