Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

রূপা তুমি কোথায়___??

লিখেছেন: মনো জগৎ | তারিখ: ২৯/১০/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1287বার পড়া হয়েছে।

প্রিয়
রূপা____

বলি বলি করে অনেক কথা বলা হয়না।
বলতে সাহস পাইনা___।
সেই কবে থেকে তোমায় খুজছি।
কখনো পকেট হীন হলুদ পাঞ্জাবী পরে।
কখনো লঞ্চের ছাদের রেলিং ধরে দারিয়ে থাকি তোমার আশায়।
কখনো বা হাজারো নীল শাড়ীর মাঝে।
কখনো সোনা মিয়ার চায়ের দোকানে।
কখনো রমনা থানার ওসির কাছে।
বারবার ছুটে গিয়েছি_____
আর ছুটছি।
হুমায়ুনের বইয়ের পাতায় খুজতে খুজতে আজ ডিজিটাল যুগের বইয়ে হাতরাচ্ছি।টাল-মাতাল হয়ে তোমায় খুজছি।
জানিনা তুমি নিজে কখনো এসে ধরা দিবে কিনা।
বলবে কিনা আমি তোমার রূপা।
তুমি ধরা দাও/না দাও আমি তোমায় খুজবো_____।
শত চেষ্টা করে হুমায়ুন তোমার আমার মিলন করতে পারেনি___।
শেষ মেষ আমাদের পিছনে দৌড়াতে দৌড়াতেই তিনি মারা গেলেন___।
তার তৈরী করা আমি আর তুমি,
তোমায় খুজতে খুজতে দরকার হলে আমি তার পথেই হারিয়ে যাবো__।
তবুও বলবো রূপা তুমি কই___।

শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলাকে বাহক বানিয়ে তোমায় চিঠি দিলাম।উত্তরের আশায়,

ইতি
তোমার———-

আমার এক ছোট ভাইয়ের লিখা চিঠি।

ছোট ভাইটার ফেসবুক আইডি দিলাম আশা করি সবাই তাকে লেখা লেখির উৎসাহ প্রদান করবেন________

sr77946@gmail.com

১,২৬৬ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি অতি সাধারণ একজন মানুষ। সাদামাটা জীবনযাপন পছন্দ করি। নিজ কাজের প্রতি দায়বদ্ধ। লেখালেখি করি মনের তাড়না থেকে। পছন্দ করি সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ভালবাসি মা,মাটি ও মানুষকে। আমার দ্বারা কারো কোনো ক্ষতি হোক কখনোই তা কামনা করিনা। জীবনে চলার পথে সকল বাঁধা বিপত্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছি___ আমি এখনও পথ চেয়ে বসে আছি সেই মহান নেতার আশায়, যার আগমনে কলুষমুক্ত হবে আমার দেশ, আমার মাটি, আমার মা____
সর্বমোট পোস্ট: ২৩ টি
সর্বমোট মন্তব্য: ৩৭ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৯-১১ ১০:২১:৩২ মিনিটে
banner

৩ টি মন্তব্য

  1. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    সময়োপযোগী বেশ সুন্দর চিঠি।
    ভাল লাগল
    শুভেচ

  2. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    সুন্দর অনুভূতি, মূল লেখককে ধন্যবাদ।

  3. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    খুব সুন্দর হয়েছে চিঠি। ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top