রূপা তুমি কোথায়___??
এই লেখাটি ইতিমধ্যে 1287বার পড়া হয়েছে।
প্রিয়
রূপা____
বলি বলি করে অনেক কথা বলা হয়না।
বলতে সাহস পাইনা___।
সেই কবে থেকে তোমায় খুজছি।
কখনো পকেট হীন হলুদ পাঞ্জাবী পরে।
কখনো লঞ্চের ছাদের রেলিং ধরে দারিয়ে থাকি তোমার আশায়।
কখনো বা হাজারো নীল শাড়ীর মাঝে।
কখনো সোনা মিয়ার চায়ের দোকানে।
কখনো রমনা থানার ওসির কাছে।
বারবার ছুটে গিয়েছি_____
আর ছুটছি।
হুমায়ুনের বইয়ের পাতায় খুজতে খুজতে আজ ডিজিটাল যুগের বইয়ে হাতরাচ্ছি।টাল-মাতাল হয়ে তোমায় খুজছি।
জানিনা তুমি নিজে কখনো এসে ধরা দিবে কিনা।
বলবে কিনা আমি তোমার রূপা।
তুমি ধরা দাও/না দাও আমি তোমায় খুজবো_____।
শত চেষ্টা করে হুমায়ুন তোমার আমার মিলন করতে পারেনি___।
শেষ মেষ আমাদের পিছনে দৌড়াতে দৌড়াতেই তিনি মারা গেলেন___।
তার তৈরী করা আমি আর তুমি,
তোমায় খুজতে খুজতে দরকার হলে আমি তার পথেই হারিয়ে যাবো__।
তবুও বলবো রূপা তুমি কই___।
শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলাকে বাহক বানিয়ে তোমায় চিঠি দিলাম।উত্তরের আশায়,
ইতি
তোমার———-
আমার এক ছোট ভাইয়ের লিখা চিঠি।
ছোট ভাইটার ফেসবুক আইডি দিলাম আশা করি সবাই তাকে লেখা লেখির উৎসাহ প্রদান করবেন________
sr77946@gmail.com
১,২৬৬ বার পড়া হয়েছে
সময়োপযোগী বেশ সুন্দর চিঠি।
ভাল লাগল
শুভেচ
সুন্দর অনুভূতি, মূল লেখককে ধন্যবাদ।
খুব সুন্দর হয়েছে চিঠি। ধন্যবাদ আপনাকে।