Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

লেখক সংখ্যা বাড়ানোর জন্য আমার উদ্যোগ

লিখেছেন: আমির ইশতিয়াক | তারিখ: ১৭/০৭/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1592বার পড়া হয়েছে।

আসুন আমরা লেখকের সংখ্যা বাড়নোর জন্য উদ্যোগ নেয়। বর্তমানে ১৫২ জন লেখক আছে। আমরা প্রত্যেকে যদি আমাদের পরিচিতদের মধ্যে থেকে ৫ জন করে বন্ধুকে আইডি খুলতে সাহায্য করি তাহলে দেখা যাবে ৭৬০ জন লেখক হয়ে গেছে। পরে এই ৭৬০ জন যদি আরো ৫ জনকে আইডি খুলতে সাহায্য করে তাহলে লেখক সংখ্যা দাড়াবে ৩,৮০০ জনে। এভাবে চলন্তিকার লেখক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। লেখক সংখ্যা বৃদ্ধি পেলে পোস্টের সংখ্যাও বৃদ্ধি পাবে। পোস্টের সংখ্যা বৃদ্ধি পেলে আমরা প্রতিদিন প্রত্যেকেই বেশী বেশী পোস্ট দিতে পারব। বেশী পোস্ট হলে মন্তব্যের সংখ্যাও বৃদ্ধি পাবে। এভাবে আমরা যদি ধাপে ধাপে এগুতে থাকি তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। আমি মনে এখানে যারা আইডি খুলছে প্রত্যেকেরই একটি করে ফেসবুক আইডি আছে। আমরা যদি ঐ আইডিটি লিংক হিসেবে দেয় তাহলে আরো অধিক বন্ধুরা আমাদের চলন্তিকা সর্ম্পকে জানতে পারবে। আবার অনেকেই আছেন অন্য ব্লগে লিখে থাকেন সেখানেও এই ব্লগের পরিচয় তুলে ধরতে পারেন। এই ব্লগে প্রকাশিত লেখাটি যদি অন্য ব্লগে প্রকাশ করতে চান তখন লেখার নিচে এই ব্লগের ঠিকানাটা দিয়ে দিতে পারেন বা লিংক দিয়ে দিতে পারেন। তাহলে আশা করি বেশী দিন লাগবে না আমাদের উদ্যেশ্য সফল করতে।
আপানারা কে কে এই উদ্যোগের সাথে শরিক হতে চান মন্তব্য করে জানাবেন।

১,৭৪৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমির ইশতিয়াক ১৯৮০ সালের ৩১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ধরাভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা শরীফ হোসেন এবং মা আনোয়ারা বেগম এর বড় সন্তান তিনি। স্ত্রী ইয়াছমিন আমির। এক সন্তান আফরিন সুলতানা আনিকা। তিনি প্রাথমিক শিক্ষা শুরু করেন মায়ের কাছ থেকে। মা-ই তার প্রথম পাঠশালা। প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু করেন মাদ্রাসা থেকে আর শেষ করেন বিশ্ববিদ্যালয়ে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নরসিংদী সরকারি কলেজ থেকে সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু করেন। তিনি লেখালেখির প্রেরণা পেয়েছেন বই পড়ে। তিনি গল্প লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও সাহিত্যের সবগুলো শাখায় তাঁর বিচরণ লক্ষ্য করা যায়। তাঁর বেশ কয়েকটি প্রকাশিত গ্রন্থ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস হলো- এ জীবন শুধু তোমার জন্য ও প্রাণের প্রিয়তমা। তাছাড়া বেশ কিছু সম্মিলিত সংকলনেও তাঁর গল্প ছাপা হয়েছে। তিনি নিয়মিতভাবে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় গল্প, কবিতা, ছড়া ও কলাম লিখে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন ব্লগে নিজের লেখা শেয়ার করছেন। তিনি লেখালেখি করে বেশ কয়েটি পুরস্কারও পেয়েছেন। তিনি প্রথমে আমির হোসেন নামে লিখতেন। বর্তমানে আমির ইশতিয়াক নামে লিখছেন। বর্তমানে তিনি নরসিংদীতে ব্যবসা করছেন। তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা একজন সফল লেখক হওয়া।
সর্বমোট পোস্ট: ২৪১ টি
সর্বমোট মন্তব্য: ৪৭০৯ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-০৫ ০৭:৪৪:৩৯ মিনিটে
Visit আমির ইশতিয়াক Website.
banner

২২ টি মন্তব্য

  1. সপ্নিল রায় মন্তব্যে বলেছেন:

    আমির ভাই
    কিছু মনে নেবেন না । আপনার এই পদ্ধতি আমার কাছে ডেসটিনি বা এর মতো অন্যসব মাল্টি লেভেল কোম্পানির কথা মনে করিয়ে দিলো । এরাও এভাবেই সদস্য বাড়াত।

  2. কাউছার আলম মন্তব্যে বলেছেন:

    সপ্নিল রায়
    ভাই আমি আপনার সাথে একমত হতে পারলাম না।

  3. এ হুসাইন মিন্টু মন্তব্যে বলেছেন:

    আমির ভাই ঠিকই বলেছেন, সবার সম্মলিত প্রচেষ্টার প্রয়োজন, তবে একটা সমস্যা আছে । ব্লগে যারা লেখালেখি করে তাদের বেশির ভাগই রাজনীতি নিয়ে নিজস্ব মতামত বা বিশ্লেষণ ধর্মী লেখা লেখে । সাহিত্য নিয়ে লেখালেখি কম লোকই করে । আর চলন্তিকায় যেহেতু রাজনৈতিক বিষয়ে লেখা নিষেধ, সে ক্ষেত্রে লেখক বাড়ানোটা সামান্য কঠিন মনে হচ্ছে । আমি নিজে 7 থেতে 8টি ব্লগে লেখালেখি করি । দুই একজনের সাথে চলন্তিকার ব্যাপারে কথাও হয়েছে, সবাই একই সমস্যার কথা বলেছে ।

    • আমির হোসেন মন্তব্যে বলেছেন:

      আসুন আমরা সবাই সম্পাদক মহোদয়কে বলি তিনি যেন রাজনৈতিক বিশ্লেষণ ধর্মী লেখা প্রকাশের ব্যবস্থা করেন। কিছুটা রাজনৈতিক হওয়ার কারণে ইতোপূর্বে আমার একটি পোস্ট সম্পাদক সাহেব মুছে ফেলেন।

  4. আরিফুর রহমান মন্তব্যে বলেছেন:

    আমিও মিন্টু ভাইয়ের সাথে একমত।

  5. আসমা নজরুল মন্তব্যে বলেছেন:

    আমির ভাই আমি আপনার সাথে একমত।

  6. মুহাম্মদ আনোয়ারুল হক খান মন্তব্যে বলেছেন:

    রাজনৈতিক লেখা লিখলে কোন কারন দর্শানো ছাড়াই লেখক কে সরাসরি ব্যান করে দেওয়া হবে। এটা কোনভাবেই বদলাবে না। বরং এই ব্যাপারে আমরা আরও কঠোর হচ্ছি। এটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম।

    • আমির হোসেন মন্তব্যে বলেছেন:

      কিন্তু ‘তুই রাজাকার’ নামে যে লেখাটি প্রকাশ হয়েছে সেটা কি রাজনৈতিক লেখা নয়!

      • সম্পাদক মন্তব্যে বলেছেন:

        না

        • আমির হোসেন মন্তব্যে বলেছেন:

          সম্পাদক সাহেবে জ্ঞাতার্থে নীতিমালার দুটি ধারা তুলে ধরলাম।
          জ. সমাজে বিতর্ক আছে এমন বিষয়ে মন্তব্য ও লেখা প্রকাশ করা যাবে না।
          ঝ. রাজনৈতিক দলগুলোর মধ্যে দাঙ্গা-পরিস্থিতির বা রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ হতে পারে এমন লেখা প্রকাশ করা যাবে না। কোন রাজনৈতিক নেতাদের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ প্রচার করা যাবে না।

          >> দেড়ীতে হলেও সম্পাদকের বক্তব্য পেয়ে খুশী হলাম এবং সম্পাদক সাহেবের মনোভাব জানতে পারলাম। সাম্প্রতিক সময়ে যুদ্ধপরাধীদের বিচার নিয়ে দেশে এক বির্তক সৃষ্টি হয়েছে। স্কাইপি আলোচনার কথা আমরা জানি। আর সেখান থেকে বির্তক শুরু হয়েছে। আর যাদেরকে উক্ত কবিতায় রাজাকার বলা হয়েছে তারা একাধিক রাজনৈতিক দলের সদস্য। তাহলে কি বলতে পারি না এটা একটা বির্তকিত বিষয়। আর এই বিষয়ে কবিতা লিখাও বিতর্কিত। আর এই কবিতা পড়ে ঐ সব দলের লোকদের মধ্যে রাজনৈতিক দাঙ্গা-পরিস্থিতি বা রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ হতে পারে বলে আমি মনে করি। তাহলে এটা কিভাবে রাজনৈতি ও বির্তকিত লেখা নয়? এ ব্যপারে সম্পাদক সাহেবের নিকট ব্যাখ্যা চাই। আর এটা যদি রাজনৈতিক লেখা না হয় তাহলে উপরোক্ত দুটি ধারা রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাহলে এই ব্লগ ও একদিন বির্তকিত হয়ে যাবে।

  7. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

    সুন্দর উদ্দ্যেগ…তবে সবাই চলন্তিকার নিয়ম মেনে লেখালেখি করলে চলন্তিকার উদ্দ্যেগ সার্থক হবে বলে আমি মনে করি…..

  8. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    মিলন বনিক ধন্যবাদ আপনাকে।

  9. সুপণ শাহরিয়ার মন্তব্যে বলেছেন:

    আপনার উদ্যোগটা একেবারেই মন্দ না। আজ থেকে আমি আপনার উদ্যোগের সাথী হলাম। জয়ী হোক আপনার শুভ উদ্যোগ, জয় হোক চলন্তিকা’র।

  10. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    সুপণ শাহরিয়ার আপনি আমার উদ্যোগের স‍াথী হওয়ায় খুবই খুশী হলাম। আমি চলন্তিকাকে ভালোবাসি বলেই এ ধরনের উদ্যোগ নেয়ার পরিকল্পনা করছি কিন্তু লাগলো সম্পাদক সাহেব আমার এ উদ্যোগকে সাধুবাদ জানাই নি।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top