নোটিশ
শুধুই ভালবাসা
এই লেখাটি ইতিমধ্যে 1899বার পড়া হয়েছে।
কতটা ভালবাসলে তোমার জন্য কলজে ছিড়ে ফেলতে পারি ?
তোমায় ভালবাসি তোমার শুভ্রতা দেখে নয়,
শুভ্রতার আড়ালে যে কুত্সীত মন আছে সেটাও আমি ভালবাসি।
যে মানসিক রুচি তোমার!
তাতে শুধুই ঘৃণা ছড়াও।
এপৃথিবীতে শুধু তোমরাই বুঝি মানুষ ?
মানুষ হতে কী লাগে জান তুমি ?
তোমারতো জানার কথা নয় !
তুমি তো ভোগবাদিদের সৃষ্ট একটা ছায়া মানবী। এত ঘৃণা করো আমায়
তবুও কেন যে তোমায় ভালবাসি নিজেও জানিনা।
আসলে ভালবাসায় হিসেবনিকেশ চলে না। হিসেবের খাতা খুলতে হয় পণ্য বেচা-কেনায়।
আমি তো তোমায় পণ্য ভাবি না।
যদিও তুমি আমাকে এসমাজের ভৃত্য হিসেবেই মনে কর।
তুমি কি কখনোই বুঝবে না সত্যিকারের ভালবাসা কি ?
হয়ত বুঝবে ! খুঁজবেও আমাকে, কিন্তু আমি থাকব না তখন।
তবুও তোমায় ভালবাসি।
১,৯৫৮ বার পড়া হয়েছে
Tags: কেমন হয়েছে ?
মন যার কুৎসীত, তাকে ভালবাসা বোকামী নয় কি?
শুভ কামনা।
এই দুনিয়ায় বোকারা ছাড়া প্রেম করে নাকি ?
বেস লেগেছে ভাই ।
ধন্যবাদ।
আহ আমিতো খেয়াল করিনি।চমৎকার কবিতাটা যে পড়িনি।সুন্দর কবিতা।তবে এই ষ্টেটমেন্ট মনে হয় ঠিক হয়নি।শুধু বোকা রা ছাড়া কেও প্রেম করে নাকি।তবে প্রেমে পড়লে মানুষের আচরনগুলি অযৌক্তিক হয়ে পড়ে যার কারনে হয়তবা সেই মানুষটিকে বোকার পর্যায়ে ফেলা হয়।
অনেক ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।ভাল থাকবেন।
প্রেমের আগে বোকা থাকে, না হয় প্রেম করে বোকা হয়। কথা কিন্তু প্রায় একই। মন্তব্য’র জন্য ধন্যবাদ।
তুমি কি কখনোই বুঝবে না সত্যিকারের ভালবাসা কি ?
হয়ত বুঝবে ! খুঁজবেও আমাকে, কিন্তু আমি থাকব না তখন।
তবুও তোমায় ভালবাসি।
=================== আর্তনাদ ভরা কবিতাখানা খুব ভালো লেগেছে।
আমার মত মানুষের আর্তনাদটাই শেষ ভরসা।
ধন্যবাদ, ভাল থাকবেন।
আবেগের প্রকাশ ভঙ্গী ভাল লেগেছে । শুভ কামনা ।
আপনাদের ভাললাগার ভরসাতেই পথ চলা। শুভকামনা রইল।
খুব সুন্দরভাবে আবেগ প্রকাশ পেয়েছে ।
অনেক ভাল লাগা কবিতায়
ঠিক বলেছেন কবি –
“আসলে ভালবাসায় হিসেবনিকেশ চলে না। হিসেবের খাতা খুলতে হয় পণ্য বেচা-কেনায়।”
ভাল লাগল বেশ। শুভেচ্ছা জানবেন।