Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

শুধুই ভালবাসা

লিখেছেন: রফিক আল জায়েদ | তারিখ: ০১/০২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1899বার পড়া হয়েছে।

কতটা ভালবাসলে তোমার জন্য কলজে ছিড়ে ফেলতে পারি ?
তোমায় ভালবাসি তোমার শুভ্রতা দেখে নয়,
শুভ্রতার আড়ালে যে কুত্‍সীত মন আছে সেটাও আমি ভালবাসি।
যে মানসিক রুচি তোমার!
তাতে শুধুই ঘৃণা ছড়াও।
এপৃথিবীতে শুধু তোমরাই বুঝি মানুষ ?
মানুষ হতে কী লাগে জান তুমি ?

তোমারতো জানার কথা নয় !
তুমি তো ভোগবাদিদের সৃষ্ট একটা ছায়া মানবী। এত ঘৃণা করো আমায়
তবুও কেন যে তোমায় ভালবাসি নিজেও জানিনা।
আসলে ভালবাসায় হিসেবনিকেশ চলে না। হিসেবের খাতা খুলতে হয় পণ্য বেচা-কেনায়।
আমি তো তোমায় পণ্য ভাবি না।
যদিও তুমি আমাকে এসমাজের ভৃত্য হিসেবেই মনে কর।
তুমি কি কখনোই বুঝবে না সত্যিকারের ভালবাসা কি ?
হয়ত বুঝবে ! খুঁজবেও আমাকে, কিন্তু আমি থাকব না তখন।
তবুও তোমায় ভালবাসি।

১,৯৫৮ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি বিখ্যাত কোন লেখক নই। সখের বশে কিবোর্ড স্পর্শ করি। আর সখের বশে কখনও লেখক, কবি, গল্পকার, কখনও আরও অনেক কিছু..... প্রিয় ব্যাক্তিত্ব: হযরত মুহাম্মাদ (সা.) যাদের লেখা ভাল লাগে কবি: মুহিব খান লেখক: তামীম রায়হান, সালাহউদ্দীন জাহাঙ্গীর, ভালবাসি মা মাটি ও মানুষকে....
সর্বমোট পোস্ট: ২৭ টি
সর্বমোট মন্তব্য: ১৭৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৬-০৯ ১৬:২৭:৪৭ মিনিটে
banner

১২ টি মন্তব্য

  1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    মন যার কুৎসীত, তাকে ভালবাসা বোকামী নয় কি?

    শুভ কামনা।

  2. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

    বেস লেগেছে ভাই ।

  3. আরজু মূন মন্তব্যে বলেছেন:

    আহ আমিতো খেয়াল করিনি।চমৎকার কবিতাটা যে পড়িনি।সুন্দর কবিতা।তবে এই ষ্টেটমেন্ট মনে হয় ঠিক হয়নি।শুধু বোকা রা ছাড়া কেও প্রেম করে নাকি।তবে প্রেমে পড়লে মানুষের আচরনগুলি অযৌক্তিক হয়ে পড়ে যার কারনে হয়তবা সেই মানুষটিকে বোকার পর্যায়ে ফেলা হয়।

    অনেক ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।ভাল থাকবেন।

  4. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

    তুমি কি কখনোই বুঝবে না সত্যিকারের ভালবাসা কি ?
    হয়ত বুঝবে ! খুঁজবেও আমাকে, কিন্তু আমি থাকব না তখন।
    তবুও তোমায় ভালবাসি।
    =================== আর্তনাদ ভরা কবিতাখানা খুব ভালো লেগেছে।

  5. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    আবেগের প্রকাশ ভঙ্গী ভাল লেগেছে । শুভ কামনা ।

  6. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    খুব সুন্দরভাবে আবেগ প্রকাশ পেয়েছে ।
    অনেক ভাল লাগা কবিতায়

  7. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    ঠিক বলেছেন কবি –
    “আসলে ভালবাসায় হিসেবনিকেশ চলে না। হিসেবের খাতা খুলতে হয় পণ্য বেচা-কেনায়।”
    ভাল লাগল বেশ। শুভেচ্ছা জানবেন।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top