Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

শুধুই স্মৃতি

লিখেছেন: সারমিন মুক্তা | তারিখ: ১৪/০৩/২০১৫

এই লেখাটি ইতিমধ্যে 1722বার পড়া হয়েছে।

তুই আমি অনেক দুরে
তবু যেন আছিস ঘিরে।
বার বার যাই ফিরে
স্মৃতির অতলে।
হয়তো হবে দেখা হয়তো বা না
তারপর যায়না ভুলা স্মৃতি ডালা।
সব কিছু কি ভুলা যায়
স্মৃতি তো নয় যেন
মিশে আছি তোর মায়ায়।
তোর হাসি, তোর বোল
যেন মায়া অবিচল।

১,৬৮৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
UDC Brance Propaitor
সর্বমোট পোস্ট: ৪৮ টি
সর্বমোট মন্তব্য: ১৬৪ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০২-১৩ ০৩:২৯:১৬ মিনিটে
banner

৭ টি মন্তব্য

  1. হাসান ইমতি মন্তব্যে বলেছেন:

    smritimoy lekha valo laglo

  2. টি. আই. সরকার (তৌহিদ) মন্তব্যে বলেছেন:

    লিখা ভালো হয়েছে । মনে হয় কবিতাটির আরেকটু প্রসারণ ঘটালে ভাবের প্রকাশটা পূর্ণতা পেত ! শুভ কামনা কবির জন্যে ।

  3. স্বপ্নীল মিহান মন্তব্যে বলেছেন:

    ব্যথিত হৃদয়ের কথকথা 🙂

  4. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    ব্যথিত হৃদয়ের
    ভালো হয়েছে ।

  5. জসিম উদ্দিন জয় মন্তব্যে বলেছেন:

    মিশে আছি তোর মায়ায়।
    তোর হাসি, তোর বোল
    যেন মায়া অবিচল।

    আমরাও মিশে আছি আপনার কবিতায় । লিখে যান । শুভেচ্ছা রইলো ।

  6. অনিরুদ্ধ বুলবুল মন্তব্যে বলেছেন:

    বেশ ভাল হয়েছে কবিতা। শুভেচ্ছা নিন।

  7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    লিখা ভালো লাগলো পড়ে
    দারুন

    শুভ কামনা রইল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top