শুধু তোমার জন্য
এই লেখাটি ইতিমধ্যে 1851বার পড়া হয়েছে।
তুমি যদি বলো
সপ্তডিঙা সাজিয়ে আমি আকাশগঙ্গা পাড়ি দেব!
মেঘেদের কাছ থেকে কুড়িয়ে আনব বৃষ্টির ফোঁটা!
কোলাহল শূন্য জনপদে
বসাবো প্রাণের মেলা!
তুমি যদি বলো
অগ্নিগিরির জ্বালামুখ থেকে আমি ছিনিয়ে আনবো লাভা!
আফ্রিকার গহীন অরণ্য থেকে মানুষ খেকো গাছগুলো
সব উপরে এনে ফেলবো তোমার পায়ে!
সূর্যকে করবো বারণ যেতে অস্ত বেলায়!
তুমি যদি বলো
হিমালয় পর্বতমালা ডিঙাব বারবার!
গ্রহ থেকে গ্রহানুপুঞ্জে
নক্ষত্র থেকে নক্ষত্রে
আমি বাজাবো জয়ডঙ্কা-তোমারই নামে!
সাত সাগর তের নদী পাড়ি দেব আমি
গভীর সাগরতলে গড়বো আবাস!
অথবা গহীন গাঙে
ভাসাব প্রেমের ভেলা!
শুধু তোমার জন্য
আমি সমস্ত পৃথিবীকে সাজাবো নূতনভাবে-
ভেঙে সব আইন!আর
যদি তা না পারি
তবে দিয়ে দেব আমার জান!
কসম তোমার, প্রিয়তমা!
আমি সব পারি
শুধু তোমার জন্য- তোমার জন্য !
১,৮১৪ বার পড়া হয়েছে
আমি অতি সাধারণ একজন মানুষ। সাদামাটা জীবনযাপন পছন্দ করি।নিজ কাজের প্রতি দায়বদ্ধ। লেখালেখি করি মনের তাড়না থেকে। ভালবাসি মা, মাটি ও মানুষকে। আমার দ্বারা কারো কোনো ক্ষতি হোক কখনোই তা কামনা করি না।
প্রকাশিত গ্রন্থঃ জননী ও জন্মভূমি ( ছড়াগ্রন্থ), প্রিয়বন্ধু (উপন্যাস), শেষ বিকেলের কেউ (কাব্যগ্রন্থ)
প্রকাশিতব্য গ্রন্থঃ
কাব্যগ্রন্থঃ দুঃসময়ের মুখোমুখি/
উপন্যাসঃ স্বপ্নপুরাণ , কাগজের ফুল , ক্রান্তিকাল , নিষিদ্ধ প্রণয় , কামিনী /
কিশোর উপন্যাসঃ অভিযানঃ শ্মশানপুরীর রহস্য , গন্তব্য অচিনপুর/
শিশুতোষ ছড়াগ্রন্থঃ খোকন যাবে চাঁদের দেশে , ফুলের হাসি শিশুর হাসি।।
যা কিছু প্রিয়
-------------
প্রিয় ব্যক্তিত্বঃ মহানবী হযরত মুহাম্মদ (সঃ)।
প্রিয় কবিঃ কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শামসুর রাহমান, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, জসীম উদদীন।
প্রিয় ছড়াকারঃ সুকুমার রায়।
প্রিয় লেখকঃ হুমায়ুন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
প্রিয় জায়গাঃ নিজ গ্রাম।
প্রিয় সংগীতঃ বাউল গান, দেশ গান।
ভালোবাসাঃ আমার মেয়ে মায়িশা সামিহা অরণি ও মাশতুরা সাহিবা অবনী।।
প্রিয় উক্তি : আমি যা তার জন্য লজ্জিত হলে ক্ষতি নেই, কিন্তু যা নই তার জন্য শ্রদ্ধাস্পদ হতে চাই না। (লেখক:অজ্ঞাত)।
সর্বমোট পোস্ট: ৮৬ টি
সর্বমোট মন্তব্য: ১২০৬ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-১২-১৬ ১৭:৪০:৫৪ মিনিটে
ভেঙে সব আইন!আর
যদি তা না পারি
তবে দিয়ে দেব আমার জান!
কসম তোমার, প্রিয়তমা!
দয়া করে আইন ভঙ্গ করবেন না।
জান যদি দিয়ে দেন প্রিয়ার জন্য কেউ থাকলোনা।
অসাধারন লেখনী আহমে রব্বানী ভাই। অনেক অনেক ভালো লাগা রইল।
ছন্দে ও কথায় চমৎকার। শুভেচ্ছা অবিরত।
ধন্যবাদ প্রিয় হুদা ভাই।ভাল থাকবেন।।
ওয়া অনবদ্য লেখা
দারুন
ধন্যবাদ দাদা।
+++++
কবিতা ভাল লাগল । শুভ কামনা ।
ধন্যবাদ প্রিয়।ভাল থাকবেন।
সুন্দর প্রেমকাব্য।
শুভেচ্ছা প্রিয়…
ধন্যবাদ প্রিয়।ভাল থাকবেন।
+++++
শুধু তোমার জন্য
আমি সমস্ত পৃথিবীকে সাজাবো নূতনভাবে-
ভেঙে সব আইন!আর
যদি তা না পারি
তবে দিয়ে দেব আমার জান!
কসম তোমার, প্রিয়তমা!
আমি সব পারি
শুধু তোমার জন্য- তোমার জন্য !
কিন্তু কেউ তা পারেনা বিয়ের পর বদলে যায়
সুন্দর কবিতা
ধন্যবাদ আপু
ছন্দ কাথামালা বেশ চমৎকার
লিখনী বেশ ভাল
দারুন ভাবনার প্রযাস
শুভ সকাল
ধন্যবাদ জানবেন
আমি সব পারি
শুধু তোমার জন্ – হুমম ভালবাসার জনকে খুশী করতে মানুষ কি না পারে!
বেশ সাহসী ভালবাসা বটে!
ধন্যবাদ