নোটিশ
শ্বাশতিক
এই লেখাটি ইতিমধ্যে 1715বার পড়া হয়েছে।
জীবনের ক্ষেত চাষ করে করে
হয়ে যাব দক্ষ চাষা,
পাথরের বুকেও ফোটাবো পদ্ম সগৌরবে ;
তারপর জেনে যাব এ ফুল আমার নয়
দখল সত্ত্ব ছেড়ে দিতে হবে ।
আমি কি চেয়েছি এরকম হবে কোনদিন ?
ভুলের স্বর্গে ভুল পথে বাড়িয়েছি পা
হাতেও ছিল লেখনীর যন্ত্রণা
বিবাগী হয়ে গেছে শ্রী।
তবুও ফোটাবো পদ্ম সগৌরবে
ভাঙ্গা নিবের ঠোটে হবে শব্দ চাষ
দখল সত্ত্ব থেকে যাবে আমার
শাশ্বতিক ফুলে ভরে যাবে
আমার শব্দ বাগান ।
========
১,৬৮২ বার পড়া হয়েছে
জীবনের অভূতপূর্ব কথা
ভাল লাগল
দীপঙ্কর দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ । আশাকরি সাথে থাকবেন এবং সুপরামর্শ দেবেন ।
তবুও ফুটাবো পদ্ম সগৌরবে
ভাঙ্গা নিবের ঠোটে হবে শব্দ চাষ
ধন্যবাদ, কবি -মনে খুব সুন্দর আশ
এই ফুল তো সহজে ফুটতে চায় না দাদা সহিদুল ইসলাম
আমরা সবাইতো আসলে পরের জমি চাষ করছি।
আসলে কথা কী দাদা আমরা সবাই নিজের নিজের বলেই বুকে চাপড় মারছি !
বাস্তবতা কেন্দ্র করে লিখা বেশ সুন্দর হয়
চমৎকার লিখনী
বেশ সুন্দর ভাবনার প্রয়াস
শুভ রাত্রি
শাশ্বতিক ফুলে ভরে যাবে
আমার শব্দ বাগান
কবি ‘শাশ্বতিক’ শব্দটা ঠিক আছে কি?
শুভেচ্ছা নিন।