Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সত্য অতীত

লিখেছেন: নুরুজ্জামান মাহ্‌দি | তারিখ: ২৩/১২/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1313বার পড়া হয়েছে।

সত্য অতীত

যে মানুষ তার অতীত ভুলে যায়
সে তার মনুষ্যত্ব হারায়;
আর যে মনুষ্যত্ব হারায়
সে পশুর সাথে তুল্য।যে তার অতীত ভুলে যায়
সে তার মাকে অস্বীকার করে;
আর যে তার মাকে অস্বীকার করে
সে তার জন্মকে অস্বীকার করে।
তাহলে কি তার জন্মই হয় নি!

একটি সদ্যপ্রসূত শিশুরও অতীত আছে,
আর সেই অতীত হলো তার মায়ের গর্ভ।
একে সে কিভাবে অস্বীকার করবে,
যেখানে সে এক ফোঁটা বীর্য থেকে
রক্ত, অতঃপর মাংসপিন্ড থেকে
একজন পরিপূর্ণ মানবসন্তান হিসেবে
পৃথিবীতে এসে সদম্ভে বিচরণ করে।

আমি বর্তমানে যা; তা-ই তো
আমার অতীত; ভবিষ্যতে।
আর অতীত মানেই ইতিহাস।
ইতিহাস থেকে শিক্ষা নেয় মানুষ,
আত্মবিশ্বাসী হয়;
সেই আত্মবিশ্বাস মানুষকে পৌঁছে দেয়
সফলতার চরম শিখরে।

মানুষ অতীত থেকে শিখবে।
সেই শিক্ষা থেকে কাজ করবে; বর্তমানে।
বর্তমান তাকে নিয়ে যাবে
সফলতার স্বর্ণশিখরে; ভবিষ্যতের দিকে।

১,৭৯৩ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
ভালবাসা ভালবাসতে ভালবাসি
সর্বমোট পোস্ট: ৩০ টি
সর্বমোট মন্তব্য: ১৩৮ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-০৩ ১০:৩০:৫৭ মিনিটে
Visit নুরুজ্জামান মাহ্‌দি Website.
banner

১২ টি মন্তব্য

  1. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    মানুষ অতীত থেকে শিখবে।
    সেই শিক্ষা থেকে কাজ করবে; বর্তমানে।
    বর্তমান তাকে নিয়ে যাবে
    সফলতার স্বর্ণশিখরে; ভবিষ্যতের দিকে।
    ভাল লেগেছে এ কথামালাগুলো ।

  2. এস এম আব্দুর রহমান মন্তব্যে বলেছেন:

    যে মানুষ তার অতীত ভুলে যায়
    সে তার মনুষ্যত্ব হারায়;
    আর যে মনুষ্যত্ব হারায়
    সে পশুর সাথে তুল্য।যে তার অতীত ভুলে যায়
    সে তার মাকে অস্বীকার করে;
    আর যে তার মাকে অস্বীকার করে
    সে তার জন্মকে অস্বীকার করে।
    ভাল লাগল কবিতাটি । আমাদেরকে অতীত স্বরণ রাখতে হবে এবং সেই অতীতের শিক্ষা থেকে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে । শুভ কামনা ।

  3. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

    যে মানুষ তার অতীত ভুলে যায়
    সে তার মনুষ্যত্ব হারায়;
    আর যে মনুষ্যত্ব হারায়
    সে পশুর সাথে তুল্য।যে তার অতীত ভুলে যায়
    সে তার মাকে অস্বীকার করে;
    আর যে তার মাকে অস্বীকার করে
    সে তার জন্মকে অস্বীকার করে।
    তাহলে কি তার জন্মই হয় নি!

    ভাই আপনি হয়তো দেখেননি সাহাবাগ ওলারা এমনই , ভালো।

  4. আরজু মন্তব্যে বলেছেন:

    যে মানুষ তার অতীত ভুলে যায়
    সে তার মনুষ্যত্ব হারায়;
    আর যে মনুষ্যত্ব হারায়
    সে পশুর সাথে তুল্য।যে তার অতীত ভুলে যায়
    সে তার মাকে অস্বীকার করে;
    আর যে তার মাকে অস্বীকার করে
    সে তার জন্মকে অস্বীকার করে।
    তাহলে কি তার জন্মই হয় নি!

    ভাল লাগল কবিতাটি ।শুভ কামনা ।

  5. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    যে মানুষ তার অতীত ভুলে যায়
    সে তার মনুষ্যত্ব হারায়;
    আর যে মনুষ্যত্ব হারায়
    সে পশুর সাথে তুল্য।যে তার অতীত ভুলে যায়
    সে তার মাকে অস্বীকার করে;
    আর যে তার মাকে অস্বীকার করে
    সে তার জন্মকে অস্বীকার করে।
    তাহলে কি তার জন্মই হয় নি!———সত্য কথা ভাই।

  6. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    সত্য সত্যই , অতীত বর্তমান যাই ই হোক না কেন।

  7. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    সত্য সুন্দর কথার কবিতা ভাল লাগল

  8. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    মানুষ অতাীত থেকে শিখবে এটাই সত্যি

    বাট মানুষ অতীত ভুলে যায় বারবার
    শুভ কামনা

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top