Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সবুজ কুঁড়ি

লিখেছেন: মোকসেদুল ইসলাম | তারিখ: ২০/১০/২০১৩

এই লেখাটি ইতিমধ্যে 1384বার পড়া হয়েছে।

আমার সবাই কচিকাঁচা
সবুজ কুঁড়ির দল
ইসলামরে আদর্শে গড়বো জীবন
এই করেছি পণ।
সাগরের মত চলবো মোরা
মানবো নাকো বাঁধা
তরুর মতো উদার হয়ে
বিলিয়ে দেব সেবা,
আল্লাহর আদেশ মানবো মোরা
ইসলামের পথে চলবো
দুঃখী মানুষের পাশে দাঁড়াব
দেব মুখে অন্ন,
মোদের শ্রমে ফলবে ফসল
দেশটা হবে ধন্য।

১,৪৩৭ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আসল নাম মোঃ মোকসেদুল ইসলাম। ব্লগে আছি বৈশাখী ঝড় নামের অন্তরালে। উত্তরাঞ্চলের এক দুর্ভিক্ষ পীড়িত এলাকায় আমার জন্ম। ছোট বেলা থেকেই বিভিন্ন প্রতিকূল আবহাওয়ার সাথে লড়াই করে বড় হয়েছি। কিন্তু সত্য প্রকাশে একপা পিছুহটি নি। বাঁকা জিনিস কে সোজা করার চেষ্টা করছি নিরন্তর। ক্ষুব্ধ হই তখন যখন কেউ আমার প্রশংসায় পঞ্চমূখ হয়। প্রশংসা অপেক্ষা সমালোচনাই আমার ভালো লাগে। লেখার প্রতি পাগলামীটা ছোটবেলা থেকেই। ঢাকায় এসে জীবন-যুদ্ধে জড়িয়ে পড়াতে মাঝখানে কিছু দিন বিরতি। জীবনের সাথে যুদ্ধ করতে করতেই বিএসএস এবং এমএসএস টা শেষ করেছি। যখন কিছু মনে হয় তখনই লিখতে বসি। খুব বড় মাপের একজন লেখক হওয়ার ইচ্ছা মনে পুষে রাখছি সবসময়। আমার কাছে সত্য চির সুন্দর। ‍যদি কেউ সত্য বন্ধ করার জন্য মুখ বন্ধ করে দেয় তাহলে সত্যটা হাতের মাধ্যমে বেরিয়ে আসে অনিচ্ছায়। অন্যায়, অবিচার আর মিথ্যার বিরুদ্ধে বৈশাখী ঝড়ের মতোই আমার তান্ডব চলে অবিরত। http://facebook.com/moksedul
সর্বমোট পোস্ট: ৬৯ টি
সর্বমোট মন্তব্য: ১৭২ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৭-২৮ ০৯:১৮:১০ মিনিটে
Visit মোকসেদুল ইসলাম Website.
banner

১১ টি মন্তব্য

  1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    সুন্দর ও আদর্শিক
    শুভ কামনা

    অনেক ভাল লাগা ।

  2. মিলন বনিক মন্তব্যে বলেছেন:

    সুন্দর আদর্শ আর ভালো লাগার মত কবিতা….

  3. তাপসকিরণ রায় মন্তব্যে বলেছেন:

    ছোটদের উদেশ্যে লেখা ছড়াটির লাইন শেষের মিলের অভাব হলেও ভাব ভাষার দিক থেকে খুব ভাল লেগেছে।

  4. আমির হোসেন মন্তব্যে বলেছেন:

    ভাল লাগল। ভাই।

  5. শাহ্‌ আলম শেখ শান্ত মন্তব্যে বলেছেন:

    আমার সবাই কচিকাঁচা
    সবুজ কুঁড়ির দল
    ইসলামরে আদর্শে গড়বো জীবন
    এই করেছি পণ।

    এই পণ সব মুসলিমের করা উচিত্‍ ।

  6. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    কবিতার সারমর্ম খুব সুন্দর,
    কিন্তু কবি ভাই, মাত্রা/ তাল ঠিক নাই।

  7. সবুজ আহমেদ কক্স মন্তব্যে বলেছেন:

    অনেক সুন্দর ণিখনী
    ভালো ,,,,,,,,,,,,,,,,,,,,,,,লাগলো কবি

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top