নোটিশ
সমকালিন-১
এই লেখাটি ইতিমধ্যে 1226বার পড়া হয়েছে।
দেশের পকেট খালি করে
বিদেশ রাখেন টাকা ,
সেখানেই তাঁর বড় বাড়ী
থাকেন সেথা কাকা ।
বিদেশ থেকে আনা গাড়ী
বাংলার হাওয়ায় উড়ে ,
প্রতি মাসে বিমানে যান
বিদেশ আসেন ঘুরে ।
ছেলে মেয়ে বিদেশ পড়ে
দেশে টোনা টুনি ,
আগে তা ছিল গোপন
এখন সব-ই শুনি ।
১,২৯৬ বার পড়া হয়েছে
আগে তা ছিল গোপন
এখন সব-ই শুনি
এবং জানি ।।
খুব সুন্দর ।
রোদের ছায়া :ভাই সু্ন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ , ভাল থাকবেন । আগামী কালকের টা পড়ার আমন্ত্রণ রইল ।
খুব সুন্দর–ছন্দময় ছড়া।
ভাল লাগল ছড়াটি ।
তাপসকিরণ রায় :ভাই সু্ন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ , ভাল থাকবেন । আগামী কালকের টা পড়ার আমন্ত্রণ রইল ।
শাহ্ আলম শেখ শান্ত :ভাই সু্ন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ , ভাল থাকবেন । আগামী কালকের টা পড়ার আমন্ত্রণ রইল ।
এখন সব-ই শুনি । হ্যাঁ ভাই সবই শুনি
খুব সুন্দর–ছন্দময় ছড়া।
খুব সুন্দর। ভাল লাগল