সম্পাদক বরাবর কিছু প্রশ্ন
এই লেখাটি ইতিমধ্যে 1742বার পড়া হয়েছে।
নতুন ব্লগ, নতুন ব্লগাররা তাই সম্পাদক বরাবর জিজ্ঞাসাও অনেক। অনেকে নতুন এসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। সমস্যার সমাধান না পেয়ে সম্পাদকের সহযোগিতা চাচ্ছেন। অনেককে দেখেছি বিভিন্ন পোস্টে সম্পাদককে উদ্দেশ্য করে প্রশ্ন করেন কিন্তু তিনি হয়তো সময় করে ঐ পোস্টে ভ্রমণ করেন না বিধায় সংশ্লিষ্ট লেখক তার প্রশ্নের উত্তর পান না। নতুন ব্লগ ও নতুন ব্লগার হিসেবে কিছু কিছু প্রশ্ন আমার মনেও উঁকি দেয় কিন্তু উত্তর খুঁজে পাই না। তাই যদি সম্পাদক সাহেব বিরক্তবোধ না করেন তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দিলে আমার যেমন উপকারে আসবে, তেমন অন্যদেরও উপকারে আসবে। যেহেতু চলন্তিকা ব্লগটি নতুন তাই সবার মনে প্রশ্ন উদয় হওয়াটাই স্বাভাবিক। এমন এক সময় আসবে যখন এই ব্লগটিতে নতুন প্রবেশ করে কেউ কাউকে প্রশ্ন করে উত্তর খুঁজতে হবে না। তারা নিজেরাই নিজেদের প্রশ্নের উত্তর বিভিন্ন লেখা থেকে খুঁজে বের করে নিবে। নিম্নে কিছু প্রশ্ন দেয়া হলো।
১.চিরায়িত বিভাগে আমাদের সহ সম্পাদক সাহেব বেশ কিছু কবিতা, ছড়া ও গল্প লিখেছেন। যে লেখাগুলো তিনি লিখে ফেলছেন সেগুলো অন্যরা আবার পুনরায় লিখতে পারবে কিনা?
২.চিরায়তি বিভাগে নবীন কোন লেখক বা জীবিত নামীদামী কোন লেখকের লেখা প্রকাশ করা যাবে কিনা?
৩.http://en.gravatar.com/ মাধ্যমে একবার প্রোফাইলে ছবি আপলোড করার পর পুনরায় ছবি আপলোড করা যাবে কিনা?
৪.নিজের প্রোফাইলে নিজের ছবির পরিবর্তে অন্য কারো বা অন্যকোন ছবি দেয়া যাবে কিনা?
৫.কোন ব্যক্তি তার নিজের পোস্টে প্রথমে মন্তব্য করতে পারবে কিনা?
৬.কোন লেখকের সাথে যদি কারো ব্যক্তিগত পরিচয় থাকে তাহলে কৌশল বিনিময় করতে পারবে কিনা?
৭.উদ্যোগ বিভাগে আমরা কিভাবে কোন ধরনের উদ্যোগ নিতে পারবো?
৮.কোন একটা বিষয়ের উপর ধারাবাহিক ভাবে সিরিজ প্রকাশ করা যাবে কিনা?
৯.Alexa.com এ গিয়ে কিভাবে কমেন্ট করব? বিস্তারিত জানতে চাই।
১০.Alexa ranking বলতে কি বুঝায়?
১১.ই-বুক পত্রিকা গুলো কোথায় প্রকাশ করা হবে?
১২.হরর গল্প বলতে কি বুঝি?
[বি:দ্র: বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার জানা আছে। শুধু মাত্র যারা জানে না তাদের উদ্দেশ্য আমার এ প্রশ্নগুলোর উত্তর দিলে সবাই উপকৃত হবে। আর ব্লগার ভাই ও বোনেরা আপনাদের যদি এছাড়াও আরো কিছু জানার থাকে তাহলে এই পোস্টের মাধ্যমে মন্তব্যের ঘরে প্রশ্ন করবেন। আমার জানা থাকলে আমি উত্তর দিব। অন্যথায় সম্পাদক সাহেবের সহযোগিতা নিব।]
দৃষ্টি আকর্ষন! মাননীয় সম্পাদক সাহেব আপনার প্রতি আমার বিনীত আবেদন আপনি আমার এই লেখাটি কিছুদিন পর পর স্টিকি করে করে রাখবেন। এতে করে নতুন যারা এ বগ্লে আসবে তারা উক্ত প্রশ্নগুলোর উত্তর জানতে পারবে এবং তাদের মনে নতুন কোন প্রশ্নের উদয় হলে মন্তব্যের ঘরে প্রশ্ন করবে। আমাদের মধ্যে যারা জানে উত্তর দিবে আর না জানলে আপনার সাহায্য নিব।
১,৮৭৭ বার পড়া হয়েছে
আমির ভাই আপনার সাথে আমিও একটি প্রশ্ন যোগ করতে চাই
চিরায়িত বিভাগে শুধুমাত্র বিখ্যাত কবিদের লেখাই প্রকাশ করা যাবে? নাকি যে কোন কবির লেখা তার নাম দিয়ে প্রকাশ করা যাবে?
2নং প্রশ্নটি আপনার পশ্নের আদলে করেছি। দেখি সম্পাদক সাহেব কি জবাব দেন।
আমির ভাই আপনার প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার ও কিছু প্রশ্ন উদয় হয়েছিল। তা আপনার লেখার মাধ্যমে আমার প্রশ্নগুলো উঠে এসেছে। আপনাকে ধন্যবাদ! প্রশ্নগুলো করার জন্য।
অপেক্ষায় থাকুন প্রশ্নের উত্তর পাবেন।
অপেক্ষা করছি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এবং আশা করি উত্তর পাব। আপনাকেও ধন্যবাদ। প্রশ্ন করার জন্য।
11 নং প্রশ্নের উত্তরটা বেশি জানার ইচ্ছা, আশা করছি বিশদ ভাবে জানতে পারব
এখনও সম্পাদক সাহেবের সাড়া পাচ্ছি না।
আমির সাহেব, সম্পাদক তো আর ২৪ ঘণ্টা ব্লগে থাকে পারে না। আপনি অভিযোগ করলেন যে সম্পাদকের সাড়া পাচ্ছেন না। আপনার তো ধৈর্য ধরা উচিত ছিল।
পোস্ট করার 7 ঘন্টা পরে এ মন্তব্যটি করেছিলাম। কারণ ইতোমধ্যে অনেক পাঠকও আগ্রহ নিয়ে বসেছিল উত্তর পাওয়ার জন্য।
আমির ভাই, আপনার বেশির ভাগ প্রশ্নই সাধারন।
১.চিরায়িত বিভাগে আমাদের সহ সম্পাদক সাহেব বেশ কিছু কবিতা, ছড়া ও গল্প লিখেছেন। যে লেখাগুলো তিনি লিখে ফেলছেন সেগুলো অন্যরা আবার পুনরায় লিখতে পারবে কিনা?
উত্তরঃ এখানে নতুন লেখা দিলে ভাল কারন আমাদের চিরায়ত সাহিত্য খুবই শক্তিশালী। চাইলে আমরা এরকম হাজার হাজার লেখা বের করতে পারি।
২.চিরায়ত বিভাগে নবীন কোন লেখক বা জীবিত নামীদামী কোন লেখকের লেখা প্রকাশ করা যাবে কিনা?
উত্তরঃ চিরায়ত লেখা/সাহিত্য কিভাবে নবীন লেখকেরা লিখবেন?
৩.http://en.gravatar.com/ মাধ্যমে একবার প্রোফাইলে ছবি আপলোড করার পর পুনরায় ছবি আপলোড করা যাবে কিনা?
উত্তরঃ না, পুনরায় ছবি আপলোড করতে হলে gravatar.com এ ছবি পরিবর্তন করতে হবে।
৪.নিজের প্রোফাইলে নিজের ছবির পরিবর্তে অন্য কারো বা অন্যকোন ছবি দেয়া যাবে কিনা?
উত্তরঃ যাবে তবে তা সুন্দর, শোভনীয় ও মার্জিত হতে হবে।
৫.কোন ব্যক্তি তার নিজের পোস্টে প্রথমে মন্তব্য করতে পারবে কিনা?
উত্তরঃ পারবে তবে সেটা কি শোভনীয়? তার যদি কিছু বলারই থাকে তবে তিনি তা নিজ পোস্টেই লিখতে পারতেন, তাইনা?
৬.কোন লেখকের সাথে যদি কারো ব্যক্তিগত পরিচয় থাকে তাহলে কৌশল বিনিময় করতে পারবে কিনা?
উত্তরঃ পারবে। তবে খেয়াল রাখা উচিত যে একান্ত ব্যক্তিগত ব্যাপার গুলো বাইরে না আসে।
৭.উদ্যোগ বিভাগে আমরা কিভাবে কোন ধরনের উদ্যোগ নিতে পারবো?
উত্তরঃ কেউ কোন উদ্যোগ নিলে, দেশ সেবা, সাহিত্য সভা, সাহায্য নিলে সেটা লিখতে পারেন, সবার সাথে শেয়ার করতে পারেন।
৮.কোন একটা বিষয়ের উপর ধারাবাহিক ভাবে সিরিজ প্রকাশ করা যাবে কিনা?
উত্তরঃ অবশ্যই। আপনি নিজেও তো ধারাবাহিক লিখেছেন। তবে চলন্তিকার সাথে যায় না এমন কিছু লেখা যাবে না।
৯.Alexa.com এ গিয়ে কিভাবে কমেন্ট করব? বিস্তারিত জানতে চাই।
উত্তরঃ এ জন্য আপনাকে সেখানে নিবন্ধন করতে হবে। তারপর চলন্তিকা পরিসংখ্যান এর like our site এ ক্লিক করে Alexa.com এ গিয়ে কমেন্ট করুন। তারপর ইমেইল এর মাধ্যমে mahkbd@gmail.com এ সম্পাদককে জানান। পরবর্তী মাসে যদি আবার ১০০ পয়েন্ট পেতে চান তবে নতুন একটি ইমেইল ঠিকানা থেকে Alexa.com এ মন্তব্য করতে হবে। মন্তব্যের শেষে অবশ্যই আপনার নাম লিখে দিবেন, তাহলে সহজেই আপনাকে নিশ্চিত করা যাবে।
১০.Alexa ranking বলতে কি বুঝায়?
উত্তরঃ ওয়েবসাইটের রাঙ্কিং করারা জন্য একটা সাইট আছে যার নাম আলেক্সা। এটি পৃথিবীর সব সাইটের রাঙ্কিং করে। যেমন আমাদের চলন্তিকা এই মুহূর্তে পৃথিবীর ৩ কোটি সাইটের মাঝে ২২,৭১,১৯১ তম। আর বাংলাদেশে ৮,৭১১।
১১.ই-বুক পত্রিকা গুলো কোথায় প্রকাশ করা হবে?
উত্তরঃ চলন্তিকার ইবুক তো চলন্তিকাতেই প্রকাশ হওয়া উচিত, তাইনা?
১২.হরর গল্প বলতে কি বুঝি?
উত্তরঃ হরর গল্প সাহিত্যের একটি ধারা যেখানে পাঠক বা দর্শকে ভয় পাওয়ানোই হয় প্রধান লক্ষ্য। ১৯৬০-এর দশক থেকে যেকোনো অস্বাভাবিক, বীভৎস, পরাবাস্তব, অথবা বিশেষভাবে রহস্যময় বা ভয়প্রদ থিমের সৃষ্টিকর্মই হরর নামে আখ্যাত হয়ে আসছে।
সম্পাদকের কাছে কারও কিছু জানার থাকলে সরাসরি মেইল করুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য।
ধন্যবাদ সম্পাদক সাহেব। সময় করে উত্তর গুলো দেয়ার জন্যে।
দেড়িতে হলেও প্রশ্নগুলোর উত্তর পেয়ে খুশী হলাম। আমি আগেই বলেছি প্রশ্নগুলো শুধুমাত্র আমার জন্য নয়। সকলের জন্য করেছি। এর বেশীরভাগ উত্তরই আমার জানা ছিল।
এখানে এমন কোন প্রশ্ন ছিল না যা সাধারন চিন্তা ভাবনার বাইরে। যারা নিয়মিত অনলাইনে লেখালেখি করেন তারা সবাই এসব এমনেতেই জানেন।
যারা লেখেননা বা যারা আপনার ব্লগে নতুন আসছেন বা যারা ব্লগ কি তাও জানেন না তাদের উদ্দেশ্যে আমার এ প্রশ্নগুলো। ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ ।
আমির ভাই আপনাকে ধন্যবাদ।
সম্পাদক সাহেবকে ধন্যবাদ। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য।
এ জন্য আপনাকে সেখানে নিবন্ধন করতে হবে। তারপর চলন্তিকা পরিসংখ্যান এর like our site এ ক্লিক করে Alexa.com এ গিয়ে কমেন্ট করুন। তারপর ইমেইল এর মাধ্যমে mahkbd@gmail.com এ সম্পাদককে জানান। পরবর্তী মাসে যদি আবার ১০০ পয়েন্ট পেতে চান তবে নতুন একটি ইমেইল ঠিকানা থেকে Alexa.com এ মন্তব্য করতে হবে। মন্তব্যের শেষে অবশ্যই আপনার নাম লিখে দিবেন, তাহলে সহজেই আপনাকে নিশ্চিত করা যাবে।
কোথায় নিবন্ধন করতে হবে এবং কিভাবে করব?
জনাব আরিফ আপনি পর পর এত মন্তব্য করার কোন কারণ দেখছি না।