সময় ছিল কঠিন……মানুষগুলো ছিল সহজ……..
এই লেখাটি ইতিমধ্যে 1652বার পড়া হয়েছে।
অতীত দিনগুলি ছিল বড়ই কঠিন
মানুষগুলো সহজ সরল সাদা মনের
মেনে চলত তারা সহজ জীবনের রুটিন ।
ঢেঁকিতে ধান তারা ভানতো
মিলেমিশে আনন্দ উল্লাসে
একে অপরকে কাছে টানতো।
ঘোলা ভরা ছিল সোনার ধানে
মৌ মৌ চারপাশ ধানের ঘ্রাণে ।
ছিল পুকুর ভরা মাছ
আর ফলে ভরা গাছ ।
দিগন্ত জোড়া সবুজ ক্ষেত জুড়ে
সবুজে সবুজ দুর দুর ওই দুরে।
পাটায় বেঁটে মশলা রান্নাটা হতো সুস্বাদু
সবে মিলে বসে একসাথে বসে খাওয়া,
যেনো পরিবারে মিশানো উচ্ছলতার যাদু।
ভোরে উঠে কৃষকরা গরু নিয়ে মাঠে
শ্রম দিয়ে, ঘাম দিয়ে উর্বর মাটিতে হাল শেষে
গোসলটা সারতো এসে টলটলে ঘাটে।
যৌথ পরিবারে বাস ছিল, ছিল না স্বার্থপরতা
অভাব ছিল না কিছুরই, ঠিক ছিল আন্তরিকতা ।
কঠিব জীবন তারা নিয়েছিল সহজ করে
মিলেমিশে একসাথে,
বিপদে আপদে সংগী একে অপরে।
রোগ সুগ ছিল না যে অধিক
সুস্থ সুন্দর জীবন, হাসি খুশি পরিবার
ভালো ছিল অবস্থা সার্বিক।
বিজ্ঞান সহজ করে দিয়েছে জীবন
পাথরের মত কঠিন করে দিয়েছে
সহজ সরল মানুষের মন।
দৈনন্দিন কঠিন কর্ম মেশিনের উপর ন্যস্ত
অলস হলো মানুষ সব
স্বাদ গন্ধহীন খাদ্যতে হলো অভ্যস্ত।
অলস মন অলস সময়
মনে কুচিন্তা আর অধিক পাবার আশায়
স্বার্থের লড়াইয়ে তারা সদা ব্যস্ত রয় ।
হাই প্রেসার, ব্লাড প্রেসার, অহরহ ডায়াবেটিস
হাতে তৈরী খাবার ছেড়ে
ফাস্ট ফুডে বসে খায় বার্গার, রোল, পেটিস।
সহজ জীবনে মানুষ হারালো যে সব
সম্প্রীতি হারিয়ে অবশেষে
চারদিকে ভেসে আসে শুধু স্বার্থের রব।
কেউ কারো নয়তো এখন, এ কেমন জীবন হায়!
মূল্যহীন ভালোবাসা, মূল্যহীন জীবনে আজ
ফাঁটল ধরেছে মায়া মমতায়।
সময়টা ছিল বড় কঠিন, মানুষগুলো ছিল সহজ
কুটিলতা ছিল না, মন ছিল সজীব,
সজীবতায় ভরা জীবন, প্রকৃতির মতই সবুজ।
সহজ জীবন ছেড়ে, কঠিনেরে ভালবাসিবার মন চায়
পাবো না আর সহজ মনের দেখা,
ফিরে যেতে পারব না আর কঠিনেতে, হায় হায়!!!
=========================================
animation net collected……..
১,৬৭৫ বার পড়া হয়েছে
ফিরিয়ে দাও সেই অরণ্য আবার
তুমি কি যাবে সাথে গো আমার?
অনেক ভাল লাগা।
এত ডাকিলে আসিয়া পড়িব কিন্তু
সহজ জীবন ছেড়ে, কঠিনেরে ভালবাসিবার মন চায়
পাবো না আর সহজ মনের দেখা,
ফিরে যেতে পারব না আর কঠিনেতে, হায় হায়!!!
============ অনেকটা মনের ভাষায় পরিপূর্ণ হয়ে থাকা কবিতা। আপনার কাছে কেন যে তা অকবিতা মনে হয় বুঝি না। আমার কিন্তু দারুণ লেগেছে।
অনেক ধন্যবাদ। ভাই কবিতা ত ছন্দ মাত্রা অন্তমিল
থাকে। আমার কবিতায় কিছুই ঠিক
রাখতে পারি না তাই অকবিতা।
জীবন মুখী কবিতা —— বড় ই সুন্দর ! সালাম আপিকে ।
আন্তরিক ধন্যবাদ ভাইয়া
“বিজ্ঞান সহজ করে দিয়েছে জীবন
পাথরের মত কঠিন করে দিয়েছে
সহজ সরল মানুষের মন।”
“সহজ জীবনে মানুষ হারালো যে সব
সম্প্রীতি হারিয়ে অবশেষে
চারদিকে ভেসে আসে শুধু স্বার্থের রব।”…………………দারুণ দারুণ কবিতা।
অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য
অতীত দিনগুলি ছিল বড়ই কঠিন
মানুষগুলো সহজ সরল সাদা মনের
মেনে চলত তারা সহজ জীবনের রুটিন ।
আপি হচ্ছে আমার প্রিয় কবি। অনেক ধন্যবাদ আর সালাম অপির জন্য। শুভ কামনা থাকলো সাথে।
ইশ এমনভাবে বললে মন্টাই ভাল হয়ে যায়
অনেক অনেক ধন্যবাদ আপি সাথে থাকার
জন্য
অতীতকে টেনে বর্তমানে এনে
আফসোস করে কি লাভ বলো?
যে সময় যায়, সেতো চলেই যায়,
তাই সামনে যা আছে, তাকে নিয়েই চলো।
অতীত আর বর্তমানের পার্থক্য নিয়ে সুন্দর কবিতা লিখেছো ছবি। অনেক অনেক ভালোলাগা আর শুভকামনা রইলো।
হুম আপি বর্তমান নিয়েই ত আছি।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ