Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সময় ছিল কঠিন……মানুষগুলো ছিল সহজ……..

লিখেছেন: এই মেঘ এই রোদ্দুর | তারিখ: ০৫/০২/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1652বার পড়া হয়েছে।

অতীত দিনগুলি ছিল বড়ই কঠিন
মানুষগুলো সহজ সরল সাদা মনের
মেনে চলত তারা সহজ জীবনের রুটিন ।

ঢেঁকিতে ধান তারা ভানতো
মিলেমিশে আনন্দ উল্লাসে
একে অপরকে কাছে টানতো।

ঘোলা ভরা ছিল সোনার ধানে
মৌ মৌ চারপাশ ধানের ঘ্রাণে ।
ছিল পুকুর ভরা মাছ
আর ফলে ভরা গাছ ।

দিগন্ত জোড়া সবুজ ক্ষেত জুড়ে
সবুজে সবুজ দুর দুর ওই দুরে।

পাটায় বেঁটে মশলা রান্নাটা হতো সুস্বাদু
সবে মিলে বসে একসাথে বসে খাওয়া,
যেনো পরিবারে মিশানো উচ্ছলতার যাদু।

ভোরে উঠে কৃষকরা গরু নিয়ে মাঠে
শ্রম দিয়ে, ঘাম দিয়ে উর্বর মাটিতে হাল শেষে
গোসলটা সারতো এসে টলটলে ঘাটে।

যৌথ পরিবারে বাস ছিল, ছিল না স্বার্থপরতা
অভাব ছিল না কিছুরই, ঠিক ছিল আন্তরিকতা ।

কঠিব জীবন তারা নিয়েছিল সহজ করে
মিলেমিশে একসাথে,
বিপদে আপদে সংগী একে অপরে।

রোগ সুগ ছিল না যে অধিক
সুস্থ সুন্দর জীবন, হাসি খুশি পরিবার
ভালো ছিল অবস্থা সার্বিক।

বিজ্ঞান সহজ করে দিয়েছে জীবন
পাথরের মত কঠিন করে দিয়েছে
সহজ সরল মানুষের মন।

দৈনন্দিন কঠিন কর্ম মেশিনের উপর ন্যস্ত
অলস হলো মানুষ সব
স্বাদ গন্ধহীন খাদ্যতে হলো অভ্যস্ত।

অলস মন অলস সময়
মনে কুচিন্তা আর অধিক পাবার আশায়
স্বার্থের লড়াইয়ে তারা সদা ব্যস্ত রয় ।

হাই প্রেসার, ব্লাড প্রেসার, অহরহ ডায়াবেটিস
হাতে তৈরী খাবার ছেড়ে
ফাস্ট ফুডে বসে খায় বার্গার, রোল, পেটিস।

সহজ জীবনে মানুষ হারালো যে সব
সম্প্রীতি হারিয়ে অবশেষে
চারদিকে ভেসে আসে শুধু স্বার্থের রব।

কেউ কারো নয়তো এখন, এ কেমন জীবন হায়!
মূল্যহীন ভালোবাসা, মূল্যহীন জীবনে আজ
ফাঁটল ধরেছে মায়া মমতায়।

সময়টা ছিল বড় কঠিন, মানুষগুলো ছিল সহজ
কুটিলতা ছিল না, মন ছিল সজীব,
সজীবতায় ভরা জীবন, প্রকৃতির মতই সবুজ।

সহজ জীবন ছেড়ে, কঠিনেরে ভালবাসিবার মন চায়
পাবো না আর সহজ মনের দেখা,
ফিরে যেতে পারব না আর কঠিনেতে, হায় হায়!!!
=========================================
https://lh5.googleusercontent.com/-tI5l-QdkAVo/UdKgbpfU3bI/AAAAAAAAT_s/hTkQ849dJ1s/w506-h568-o/2760082gisc970ysl.gif
animation net collected……..

১,৬৭৫ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
আমি খুবই সাধারণ একজন মানুষ । জব করি বাংলাদেশ ব্যাংকে । নেটে আগমন ২০১০ সালে । তখন থেকেই বিশ্ব ঘুরে বেড়াই । যেন মনে হয় বিশ্ব আমার হাতের মুঠোয় । আমার দুই ছেলে তা-সীন+তা-মীম ==================== আমি আসলে লেখিকা নই, হতেও চাই না আমি জানি আমার লেখাগুলোও তেমন মানসম্মত না তবুও লিখে যাই শুধু সবার সাথে থাকার জন্য । আর আমার ভিতরে এত শব্দের ভান্ডারও নেই সহজ সরল ভাষায় দৈনন্দিন ঘটনা বা নিজের অনুভূতি অথবা কল্পনার জাল বুনে লিখে ফেলি যা তা । যা হয়ে যায় অকবিতা । তবুও আপনাদের ভাল লাগলে আমার কাছে এটা অনেক বড় পাওয়া । আমি মানুষ ভালবাসি । মানুষকে দেখে যাই । তাদের অনুভূতিগুলো বুঝতে চেষ্টা করি । সব কিছুতেই সুন্দর খুঁজি । ভয়ংকরে সুন্দর খুঁজি । পেয়েও যাই । আমি বৃষ্টি ভালবাসি.........প্রকৃতি ভালবাসি, গান শুনতে ভালবাসি........ ছবি তুলতে ভালবাসি........ ক্যামেরা অলটাইম সাথেই থাকে । ক্লিকাই ক্লিকাই ক্লিকাইয়া যাই যা দেখি বা যা সুন্দর লাগে আমার চোখে । কবিতা শুনতে দারুন লাগে........নদীর পাড়, সমুদ্রের ঢেউ (যদিও সমুদ্র দেখিনি), সবুজ..........প্রকৃতি, আমাকে অনেক টানে,,,,,,,,,আমি সব কিছুতেই সুন্দর খুজি.........পৃথিবীর সব মানুষকে বিশ্বাস করি, ভালবাসি । লিখি........লিখতেই থাকি লিখতেই থাকি কিন্তু কোন আগামাথা নাই..........সহজ শব্দে সব এলোমেলো লেখা..........আমি আউলা ঝাউলা আমার লেখাও আউলা ঝাউলা ...................... ======================== এটা হলো ফেইসবুকের কথা........ ========================== কেউ এড বা চ্যাট করার সময় ইনফো দেখে নিবেন এবং কথা বলবেন...........আর আইস্যাই খালাম্মা বলে ডাকবেন না । পোলার মা হইছি বইল্যা খালাম্মা নট এলাউড......... ================ এই পৃথিবী যেমন আছে ঠিক তেমনি রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে ======================= কিছু মুহূর্ত একটু ভালোবাসার স্পর্শ চিত্তে পিয়াসা জাগায় বারবার এই নিদারুণ হর্ষ ....... ছB ========================= এই হলাম আমি........ =================
সর্বমোট পোস্ট: ৬৩৯ টি
সর্বমোট মন্তব্য: ৯০০৩ টি
নিবন্ধন করেছেন: ২০১৩-০৯-১৫ ০৪:৫২:৪০ মিনিটে
banner

১৪ টি মন্তব্য

  1. এম, এ, কাশেম মন্তব্যে বলেছেন:

    ফিরিয়ে দাও সেই অরণ্য আবার
    তুমি কি যাবে সাথে গো আমার?

    অনেক ভাল লাগা।

  2. তৌহিদুল ইসলাম ভুঁইয়া মন্তব্যে বলেছেন:

    সহজ জীবন ছেড়ে, কঠিনেরে ভালবাসিবার মন চায়
    পাবো না আর সহজ মনের দেখা,
    ফিরে যেতে পারব না আর কঠিনেতে, হায় হায়!!!
    ============ অনেকটা মনের ভাষায় পরিপূর্ণ হয়ে থাকা কবিতা। আপনার কাছে কেন যে তা অকবিতা মনে হয় বুঝি না। আমার কিন্তু দারুণ লেগেছে।

  3. জসীম উদ্দীন মুহম্মদ মন্তব্যে বলেছেন:

    জীবন মুখী কবিতা —— বড় ই সুন্দর ! সালাম আপিকে ।

  4. আবদুল্লাহ আল নোমান দোলন মন্তব্যে বলেছেন:

    “বিজ্ঞান সহজ করে দিয়েছে জীবন
    পাথরের মত কঠিন করে দিয়েছে
    সহজ সরল মানুষের মন।”
    “সহজ জীবনে মানুষ হারালো যে সব
    সম্প্রীতি হারিয়ে অবশেষে
    চারদিকে ভেসে আসে শুধু স্বার্থের রব।”…………………দারুণ দারুণ কবিতা।

  5. আরজু মূন মন্তব্যে বলেছেন:

    অতীত দিনগুলি ছিল বড়ই কঠিন
    মানুষগুলো সহজ সরল সাদা মনের
    মেনে চলত তারা সহজ জীবনের রুটিন ।

    আপি হচ্ছে আমার প্রিয় কবি। অনেক ধন্যবাদ আর সালাম অপির জন্য। শুভ কামনা থাকলো সাথে।

  6. ফেরদৌসী বেগম (শিল্পী) মন্তব্যে বলেছেন:

    অতীতকে টেনে বর্তমানে এনে
    আফসোস করে কি লাভ বলো?
    যে সময় যায়, সেতো চলেই যায়,
    তাই সামনে যা আছে, তাকে নিয়েই চলো।
    অতীত আর বর্তমানের পার্থক্য নিয়ে সুন্দর কবিতা লিখেছো ছবি। অনেক অনেক ভালোলাগা আর শুভকামনা রইলো।

  7. কে এইচ মাহবুব মন্তব্যে বলেছেন:

    ভালো লাগলো ।

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top