Today 23 Nov 2024
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

সাত রঙ্গা চা

লিখেছেন: মরুভূমির জলদস্যু | তারিখ: ০৪/১১/২০১৪

এই লেখাটি ইতিমধ্যে 1711বার পড়া হয়েছে।

১৯শে অক্টোবর ২০১৪ইং তারিখে সিলেটের একটা ফ্যামেলি ভ্রমণের আয়োজন করেছিলাম। যাওয়ার সময় সরাসরি সিলেট না গিয়ে শ্রীমঙ্গলের লাউয়াছড়া ন্যাশনাল পার্ক হয়ে গিয়ে ছিলাম। ভ্রমণের সময় Nikon D80 ও সনি ক্যামেরা দিয়ে বেশ কিছু ছবি তুলেছি আমি আর ইস্রাফীল। বাকিরাও দু একটা ছবি তুলেছে, সেই সব ছবি থেকে লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (প্রবেশদার) লাউয়াছড়া ন্যাশনাল পার্ক (রেল লাইন) এর বেশ কিছু ছবি দেখেছেন। এবার দেখাব সেখানে পাওয়া সাত রঙ্গা চা পানের অভিযানের কিছু ছবি। hehe

১।

রেল লাইনের পাশের এই টিলার উপরে সাত রঙ্গা চায়ের স্টল।

২।

চলছে প্রাথমিক পর্যবেক্ষণ

৩।

দ্বিতীয় পর্যায়ে গণনা চলছে সাত স্তরের।

৪।

তৃতীয় পর্যায়ে স্বাদ গ্রহণ।

৫।

স্বাদযে কেমন, কি বললে খুঁজে পাচ্ছে না।

৬।

এবার গলদকরণ

৭।

সাত নাম্বারে সাত রঙ্গা চা এর স্বাদ গ্রহণ সমাপ্তির পথে।

১,৬৭২ বার পড়া হয়েছে

লেখক সম্পর্কে জানুন |
এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের মরুভূমির জলদস্যুর নিমন্ত্রণ।
সর্বমোট পোস্ট: ৯৭ টি
সর্বমোট মন্তব্য: ২৯৫ টি
নিবন্ধন করেছেন: ২০১৪-০৪-৩০ ১৫:৫৮:৫৮ মিনিটে
Visit মরুভূমির জলদস্যু Website.
banner

৫ টি মন্তব্য

  1. সহিদুল ইসলাম মন্তব্যে বলেছেন:

    দস্যুদার কালেকশন, খুবি ভালো লাগে, আমি আগেও এমন কিছু পোষ্ট দেখেছি, আরও চাই।

  2. মরুভূমির জলদস্যু মন্তব্যে বলেছেন:

    ধন্যবাদ সহিদুল ইসলাম ভাই।
    চলবে…..

  3. দীপঙ্কর বেরা মন্তব্যে বলেছেন:

    ভাল সংরক্ষণ
    ভাল লাগল
    কেউ পড়ছে না কেন কে জানে ?

  4. এই মেঘ এই রোদ্দুর মন্তব্যে বলেছেন:

    সিলেটের কাছে থেকএও এসব কিছু দেখিনি আফসোস। ভাল লাগল

মন্তব্য করুন

মন্তব্য করতে লগিন করুন.

go_top